![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তরুণ একজন গ্রাফিক্স ডিজাইনার, প্রোগ্রামার, শখের লেখক। আমি আমারনোটসেরও সম্পাদক। আমি তরুণ তাই নিয়ম মেনে চলতে ভাল লাগে না। আমার মন যা চায় তা-ই করি। তাই ব্লগ শুরু করলাম।
এর আগে 'হয়নি'/'হয় নি' নিয়ে প্রশ্ন করেছিলাম (এখানে )। আজ ইংরেজি/ইংরেজী।
আমার ভাই আমাকে শিখিয়েছে ইংরেজি বানান সঠিক। ইন্টারের বাংলা বইতেও দেখেছিলাম ইংরেজি সঠিক। কিন্তু সবাই লেখে 'ইংরেজী'।
সঠিক কোনটি? 'ইংরেজি' নাকি 'ইংরেজী'?
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৪
গুপী গায়েন বলেছেন: ইংরেজী আর ইংরেজি নিয়ে দ্বন্দের কিছু নাই ভাষার মাসে। আমার মতে দু'টোই ঠিক।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১১
আদনান শামীম বলেছেন: দুটোই ঠিক! বলেন কি!
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৯
বাবুই বলেছেন: ঘটনা আছে।
মনে রাইখেন (ভবিষ্যতের জন্য)
ইংরেজি শব্দগুলো বাংলায় লিখলে সবগুলোই হবে 'হ্রস্ব ই কার'
দিয়ে।
যেমন: ইংরেজি, লাইব্রেরি, ফ্যামিলি, ফ্রি ইত্যাদি।
এটা সাধারণ নিয়ম।
তবে ব্যতিক্রমও থাকতে পারে।
আপাতত আমি অন্য একটা বানান নিয়ে সমস্যায় আছি।
শরষে?
নাকি সর্ষে?
নাকি সরষে?
কোনটা সঠিক?
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৩
আদনান শামীম বলেছেন: 'সরষে' েদেখছিলাম কোথায় যেন।
অভিধানে পেয়েছেন?
অভীধান দেখে জানাবোনে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৪
আদনান শামীম বলেছেন: জ্বি ভাই, বাংলা একাডেমির অভিধানে কেবল সরষে দেখলাম। "সরিষা,সরষে" নামে ভুক্তি পেলাম। (পৃষ্ঠা ৫৫১: ১৯৯৮ সংস্করণ)
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১১
দুরের পাখি বলেছেন: বিদেশি শব্দের বানানে ী কার না দেয়াটাই বাংলা একাডেমি বানানরীতি ।
@ গুপী গায়েন
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১১
দুরের পাখি বলেছেন: সর্ষে
@ বাবুই
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪২
আদনান শামীম বলেছেন: 'সরষে'টাই বোধহয় ঠিক হবে। কারণ একাডেমির অভিধানে সর্ষে নামে কোনো ভুক্তি নেই। উপরে বাবুই কে দেয়া জবাব দেখুন।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৬
অনিশ্চিত বলেছেন: শুদ্ধ বানান হবে ইংরেজি।
সরিষা লিখলে পুরো র দিতে হয়। সরষে লিখতে চাইলে রেফ। অর্থাৎ সর্ষে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৩
আদনান শামীম বলেছেন: সর্ষে আমি অনেক জায়গায় দেখেছি বলে মনে পড়ছে। কিন্তু "সরষে,সরিষা" পেলাম অভিধানে। সর্ষে নেই।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৬
মহলদার বলেছেন: বাংলায় ব্যবহৃত ইংরেজি শব্দের বানানে ী-কার হয়না পড়েছি। কিন্তু দেখুন একাডেমি শব্দের বানান খোদ বাংলা একাডেমির ওয়েবসাইটে কি লেখা @দুরের পাখি। এছাড়াও বাংলা একাডেমির ওয়েবসাইটের প্রথম পাতায় আরো বানান ভুল আছে দেখুন। একই বলে সরষের মধ্যে ভূত।
http://www.banglaacademy.org.bd/
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৬
আদনান শামীম বলেছেন: ঠিক ধরেছেন তো!
এরকম ওয়েবসাইটকে একাডেমির ' সীকৃতি' দেয়া উচিৎ হয় নি।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৭
মুহিব বলেছেন: আমারও মনে হয় ি এবং ী এর পার্থক্য কমে আসা উচিৎ। আর ভাষার মাসে বানান ঠিক করার আলাদা কোন তাৎপর্য আমার কাছে নাই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫১
আদনান শামীম বলেছেন: "ভাষার মাসে বানান ঠিক করার আলাদা কোন তাৎপর্য আমার কাছে নাই।"
-এটা যার যার ব্যাপার।
ভাষা ভুল নিয়মে লিখলে সেটা ভাষার সৌন্দর্য হানি করে। তাই শুরু করেছিলাম 'ভাষার মাসে বানান'। তবে মিডটার্ম পরীক্ষার জন্য হয়তো এমাসে লিখতে পারবো না। আপনাকেও হয়তো বিরক্ত হতে হবে না আর!
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৯
মহলদার বলেছেন: থুক্কু, একেই বলে সর্ষের মধ্যে ভূত।
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৯
জে.বি বলেছেন: ধন্ন্যবাদ।জানতে পারলাম।
ইংরেজি শব্দগুলো বাংলায় লিখলে সবগুলোই হবে 'হ্রস্ব ই কার'
দিয়ে।
বিদেশি শব্দের বানানে ী কার না দেয়াটাই বাংলা একাডেমি বানানরীতি ।
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৯
দুরের পাখি বলেছেন: হাহাহাহাহা । জটিল জিনিস দিছেন তো মহলদার
বাংলা একাডেমী লেইখ্যা রাখছে নিজেরাই ।
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৩
হাসান বিপুল বলেছেন: আগে বহুল প্রচলিত ছিল ইংরেজী। পাশাপাশি ষ্টিল, ষ্টাইল...এমন
বাংলা একাডেমির নিয়ম অনুসারে ইংরেজি লেখা সঠিক। তবে আগের বানানটি বহুল প্রচলিত বলে অনেকেই আগেরটাই ফলো করেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫২
আদনান শামীম বলেছেন: এই তো আপনার কথাটা বেশ যৌক্তিক।
না জানার কারণেই 'ইংরেজী' চালু আছে বলে মনে হচ্ছে।
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৯
তর্পন বলেছেন: যখনই কনফিউশন তখনই ী বসাও এমনটাই লোকে করে । বাংলা একাডেমি এই নিয়ম করেছে সম্ভবত: অনেক পরে । এর আগে তারা একাডেমী বলে লিখে আসছে । স্কুল কলেজে কোথাও এই বানান নীতি পড়ানো হয় কিনা কে জানে । সারা বছর ী ি ণ ন এরা মিলে মিশে বানানে থাকে । শুধু একুশ এলেই সবাই নড়ে চড়ে বসি । হা হা ।বাংলা স্পেল চেকা জাতীয় সফটওয়ারের ব্যবহার শুরু হলে মানুষ সচেতন হবে বলে আমি মনে করি । সামহোয়ারের ইঞ্জিনিয়াররা কি একটু ভেবে দেখবেন ব্লগে স্পল চেকিং এর ব্যবস্হা করা যায় কিনা ?
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৯
আদনান শামীম বলেছেন: "শুধু একুশ এলেই সবাই নড়ে চড়ে বসি ।" - ঠিক কথা বলেছেন। এটাকে খারাপভাবেও দেখা যায়। কিন্তু বাঙালিরা তো অন্তত একটু সচেতন হয়।সেটাই বা কম কিসে। ভাষার মাসে ভাষার কথা মনে পড়বে এটাই তো স্বাভাবিক। কি বলেন।
"সামহোয়ারের ইঞ্জিনিয়াররা কি একটু ভেবে দেখবেন ব্লগে স্পল চেকিং এর ব্যবস্হা করা যায় কিনা ?"
- স্পেল চেকিং যোগ করতে পারলে ভাল হয়।
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৭
গুপী গায়েন বলেছেন: @ মহলদার, জটিল দিয়েসেন।
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৮
গুপী গায়েন বলেছেন: @ দুরের পাখি, ইংরেজি বলে কি ঐ ভাষায় কোন শব্দ আছে?
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০১
দুরের পাখি বলেছেন: @গুপী গায়েন, চমৎকার জিনিস মনে করছেনতো । এই জিনিস আমার মাথায় আইলো না ক্যান??
তাইলেতো মনে হয় ইংরেজী ও চলবে ।
১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৩
ইসানুর বলেছেন: অবশ্যই , ইংরেজি ।
১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫০
জাহাঙ্গীর আলম অপূর্ব্ বলেছেন: প্রথম কথা হল - ভাষার মাস বা ভাষার মাস না , সব সময়ই আমাদের সঠিক বানানরীতি মেনে চলা উচিত । এই ক্ষেত্রে সঠিক বানান হল ইংরেজি । বাংলা একাডেমির সাধারণ নিয়ম হল ইংরেজি থেকে আগত শব্দ বাংলায় লিখলে হ্রস্ব-ই কার ব্যবহার করা উচিত । কিন্তু খেয়াল করুন, 'ইংরেজি' শব্দটা কোন ইংরেজি শব্দ না । আর আরেকটা শব্দের সঠিক বানান হল সর্ষে ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০২
আদনান শামীম বলেছেন: হায়রে একাডেমি ! 'সর্ষে' টাও চিনলো না। অভিধানে এনামে কোনো ভুক্তি পাই নাই।
১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
আদনান শামীম বলেছেন: তাহলে 'ইংরেজি' সঠিক বলে ধরে নিলাম।
২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
নীলবরষা বলেছেন: ইংরাজি ইংরাজি ইংরাজি ইংরাজি
২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৭
জান্নাতী বলেছেন: @ মহলদার, কিছু মনে করবেন না। আপনার ধারণা ভুল। বাংলা একাডেমী বানানটা ঠিক আছে। ক্যানো? তা বলার আগে আসুন বানানরীতি দেখা যাক-
০১. কোনো শব্দ যদি বাঙলায় লিখতে হয়, তাহলে দীর্ঘ ঊকার, ঈকার হবে না।
০২. হবে না মূর্ধ্যণ্য ষ, মূর্ধ্যণ্য ণ।
০৩. উপরের দুটো নিয়ম ঠিক থাকবে না- যদি সেটি নাম বাচ্য (প্রপার নেম) হয়। যেমন- বাংলা একাডেমী।
০৪. আবার কোনো ভুল বানান যদি প্রচলিত হয়ে যায়, তবেও এক ও দুই নং নিয়ম খাটবে না- যেমন, বাংলা একাডেমী।
কাজেই চট্ করে বলা যাবে না- এটা ঠিক আর ওটা বেঠিক।
ঠিক আছে?
২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৫
তর্পন বলেছেন: "আবার কোনো ভুল বানান যদি প্রচলিত হয়ে যায়, তবেও এক ও দুই নং নিয়ম খাটবে না"
ওরে সাবধান! গণপিটুনির যেমন সাজা নাই ভুল বানান প্রচলিত হয়ে গেলে সেটাই হবে বানান । ব্লগে ইদানিং দেখি যুক্তাক্ষর দিয়ে মজা করা হয় । যেমন কস্তি (মমিন), বুঝলাম্না, আপ্নের (পোস্ট), কেম্নে (বলি) । কবে যে আবার শুনবো এগুলো প্রচলিত বলে শুদ্ধ
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৩
আদনান শামীম বলেছেন: কে জানে! তবে '-' ওয়েবে অপ্রচলিত হয়ে পড়েছে দেখে অক্সফোর্ড ডিকশনারিতে নাকি শব্দের মাঝে '-' বাদ দেয়া হয়েছে। পেপারে পড়েছিলাম।
২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৮
মুহিব বলেছেন: বাংলা ভাষা নিয়ে সিরিয়াস হওয়া খুবই দনকার। কারন আমরা বিকৃতভাবে বাংলা উচ্চারন করি। আপনার চেষ্টাটা ভাল। তবে ইমোশনাল কিছু না বলে যা বাস্তব তা বরাই ভাল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০১
আদনান শামীম বলেছেন: ভাই ইমোশনাল হবার কিছু নেই। আমার আসলেই পরীক্ষা!
আপনি যদি ভেবে থাকেন এটুকু সমালোচনায়ই আমি ভেঙে পড়বো তাহলে ভুল বুঝেছেন। আমি জীবনে আমার কাজের অনেক সমালোচনা পেয়েছি এবং সেগুলো আমাকে আরো শক্তিশালী করেছে।
কোন্ জিনিষটা অবাস্তব বললাম সেটা স্পষ্ট করে বলুন, দেখি বাস্তবিক হওয়া যায় কিনা।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০২
দুরের পাখি বলেছেন: অবশ্যই , ইংরেজি