![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সন্তান। একজন ভাই। একজন বন্ধু। একজন স্বামী। একজন বাবা। একজন মানুষ।
সূরাঃ আল আ-দিয়াত(বাংলা)
অর্থঃ অভিযানকারী
আয়াত সংখ্যাঃ ১১
রুকূর সংখ্যাঃ ১
কোরআনে অবস্থানঃ পারা ৩০
সূরা ক্রমঃ ১০০ তম সূরা।
অবতীর্ণঃ মক্কাবতীর্ণ
অবশ্যই, দয়া করে, ভুল ত্রুটি চোখে পরা মাত্রই সংশোধনের জন্য তা তুলে ধরবেন।
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
(১) শপথ উর্ধ্বশ্বাসে(হাঁফাতে হাঁফাতে) চলমান(দৌড়ায়) অশ্বসমূহের(ঘোড়াগুলোর)।
(২) অতঃপর ক্ষুরাঘাতে(ক্ষুর দিয়ে) অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের(ঘোড়াগুলোর)।
(৩) অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের।
(৪) ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত(উড়ায়) করে।
(৫) অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে।
(৬) নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
(৭) এবং সে অবশ্যই এ বিষয়ে অবহিত(জানে)।
(৮) এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত(মগ্ন)।
(৯) সে কি জানে না, যখন কবরে যা আছে(কবরবাসী), তা(কবরবাসী) উত্থিত হবে।
(১০) এবং অন্তরে যা আছে, তা অর্জন(প্রকাশ) করা হবে?
(১১) সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা(আল্লাহ) সবিশেষ জ্ঞাত(সব জানেন)।
২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৪
জাহিদ অনিক বলেছেন: এতবার এতভাবে ঘোড়াগুলির নামে শপথ করার তাতপর্য কি ?
১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৪
আমি আলী বলছি বলেছেন: আপনার জন্য সহজ হবে যদি একটু কষ্ট করে এই সূরার বিস্তারির একবার পড়ে নেন।
এই ক্ষেত্রে আপনাকে খুব সহায়তা করতে পারে, তাফসির ইবনে কাসির।
অনলাইনে পিডিএফ পাবেন।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
সাহিদা সুলতানা শাহী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।