![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আবেগের ডালপালা ছড়িয়ে বসে থাকি, আমার শিকড় আবেগের । কিছুটা মিশ্র, আবেগে লুতুপুতু হতেও পারি আবার কঠোর ও হয়ে যাই । তুমি কেমন সেটার উপর নির্ভর করবে আমি সাবাবিক সভাবের আনোয়ার নাকি রুক্ষ স্বভাবের আনোয়ারকে ডিজার্ভ করো। মন চাইলে ফেসবুকেও এডিং মারতে পারেন। http://www.facebook.com/anwaralhaz
এক লিবিয়ান আমি বাংলাদেশি জেনে বললো ওর ফ্যাক্টরিতে ৮০ জন বাংলাদেশি চাকরী করে যার শতকরা ৮০ জনের নামের শেষে মিয়া আছে। সবার নামে মিয়া ক্যান ? :O
আমি বললাম বাংলাদেশিরা মিয়া মিয়া ( আরবি মিয়া মানে ১০০, আর মিয়া মিয়া মানে শতে শত, মানে সেরাই সেরা )
সে বলল- ওয়াল্লায়ি বাঙ্গালী মিয়া মিয়া ( কসম আল্লার বাঙ্গালি সেরার সেরা )
উল্লেখ্য, আমি "মিয়া"র সঠিক মানে জানি না
২| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৯
আমি আনোয়ার বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৩ সকাল ৯:০৩
খেয়া ঘাট বলেছেন: ১মুসলমান ভদ্রলোক;
২. মহাশয়।