নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

**সার্থ ছারা মানুষ নাই,এই কথার ভিত্তি নাই..কেননা,এখনো সার্থ ছারা মানুষ আছে বলেই,পৃথিবীটা টিকে আছে**

সব জীবেতে মানুষ সত্য,তাহার উপরে নাই. মানুষ হয়ে জন্ম নিয়েছি,গর্ব করি তাই

আমি আনোয়ার

আমি আবেগের ডালপালা ছড়িয়ে বসে থাকি, আমার শিকড় আবেগের । কিছুটা মিশ্র, আবেগে লুতুপুতু হতেও পারি আবার কঠোর ও হয়ে যাই । তুমি কেমন সেটার উপর নির্ভর করবে আমি সাবাবিক সভাবের আনোয়ার নাকি রুক্ষ স্বভাবের আনোয়ারকে ডিজার্ভ করো। মন চাইলে ফেসবুকেও এডিং মারতে পারেন। http://www.facebook.com/anwaralhaz

আমি আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এক লাইক = ৫ টাকা।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

'বাঁশের কেল্লা' নামে একটি পেজ আছে, সেইটায় লাইক দিলে না কী ৫ টাকা করে পাওয়া যায়! ভাবলাম একটা লাইকে যদি ৫ টাকা কামাই হয় মন্দ কী? ফেসবুকে সার্চ দিয়ে আমি তো অস্থির! বাঁশের কেল্লা, বাঁশের কেল্লা Basher Kella UK, Basherkella USA, বাঁশের কেল্লা-New, বাঁশের কেল্লা - আল্লাহর যিকির, বাঁশের কেল্লা - সিলেট, বাঁশের কেল্লা - চট্টগ্রাম, বাঁশের কেল্লা - সাতক্ষীরা ... আমি তো তব্দা লাইগা গেলাম! এখন কোনটায় লাইক দেই? টাকা পাওয়ার গ্যারান্টি কী?



ভাবলাম ৭১ টিভির কাউরে জিজ্ঞাসা করি। উনারা তো আবার নিউভিশন নামক জামাতী প্রতিষ্ঠানের এড প্রচার করে নিয়মিত টাকা রোজগার করে থাকেন। নিশ্চই লাইক দিয়েও কিছু কামাই করার অভিজ্ঞতা অর্জন করেছেন। আছেন না কী এমন কেউ? থাকলে আওয়াজ দেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.