![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আবেগের ডালপালা ছড়িয়ে বসে থাকি, আমার শিকড় আবেগের । কিছুটা মিশ্র, আবেগে লুতুপুতু হতেও পারি আবার কঠোর ও হয়ে যাই । তুমি কেমন সেটার উপর নির্ভর করবে আমি সাবাবিক সভাবের আনোয়ার নাকি রুক্ষ স্বভাবের আনোয়ারকে ডিজার্ভ করো। মন চাইলে ফেসবুকেও এডিং মারতে পারেন। http://www.facebook.com/anwaralhaz
ভিডিওটা দেখেছেন হয়তো। মানে একুশের রিপোর্টের ভিডিওটি। কার কি অনুভূতি সেটা জনে জনে জানা সম্ভব না হলে আমার কিছু অনুভূতি আছে সেগুলোই আগে বলি।'গাজী ট্যাংকের' একটা এড ছিল এমন: 'দেশ এগিয়ে যাচ্ছে, ভাবতে ভালোই লাগে...।।'আসলেই, আমাদের চারপাশের সবকিছু এগিয়েই যাচ্ছে, দেশে ধর্ষণের সেঞ্চুরি হল, এখন হল সিরিজ, শ'য়ের অধিক। এ থেকে একটা ব্যাপার আমার কেমন জানি বিশ্বাস হতে চলছে, এই ধর্ষণ বাংলাদেশের জন্য এক অপার সম্ভাবনা এনে দেবে। কারণ, যা দেশের জন্য মঙ্গল, যা দেশকে এগিয়ে নেয়, সেটিই তো প্রসারিত হয়, রাষ্ট্রতো সেটাকেই অনুপ্রেরণা দেয়।
©somewhere in net ltd.