![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আবেগের ডালপালা ছড়িয়ে বসে থাকি, আমার শিকড় আবেগের । কিছুটা মিশ্র, আবেগে লুতুপুতু হতেও পারি আবার কঠোর ও হয়ে যাই । তুমি কেমন সেটার উপর নির্ভর করবে আমি সাবাবিক সভাবের আনোয়ার নাকি রুক্ষ স্বভাবের আনোয়ারকে ডিজার্ভ করো। মন চাইলে ফেসবুকেও এডিং মারতে পারেন। http://www.facebook.com/anwaralhaz
শঙ্কচিল কাকের কান্নায় প্রকৃতি উদাস।
এমন সময় তন্দ্রামগ্ন বটের ছায়
ক্লান্ত-শ্রান্ত দিনমজুর পথিক গাড়িয়ালের গায়
বনের পাশ ঘেঁষে আসা মাঠের বাতাস
যে সুখ আর সর্গ ছোঁয়া দিয়ে যায়।
এবারের ঈদ সকল বেদনারে ধুয়ে মুছে তেমন
সবার হৃদয়ে অনাবিল সুখ আর শান্তি দিয়ে যাক!
সবার প্রতি ঈদের শুভেচ্ছা –ঈদ মোবারক!
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৬
সাজিদ উল হক আবির বলেছেন: অনেক দিন এত সুন্দর করে ইদের শুভেচ্ছা বলতে শুনিনি কাউকে।
সুন্দর কাটুক আপনার, আমার সহ পৃথিবীর সকল মানুষের ঈদ- সবসময়।