![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আবেগের ডালপালা ছড়িয়ে বসে থাকি, আমার শিকড় আবেগের । কিছুটা মিশ্র, আবেগে লুতুপুতু হতেও পারি আবার কঠোর ও হয়ে যাই । তুমি কেমন সেটার উপর নির্ভর করবে আমি সাবাবিক সভাবের আনোয়ার নাকি রুক্ষ স্বভাবের আনোয়ারকে ডিজার্ভ করো। মন চাইলে ফেসবুকেও এডিং মারতে পারেন। http://www.facebook.com/anwaralhaz
স্বপ্নের অধিকার হারালে যদি দুঃস্বপ্ন হয়
তবে দুঃস্বপ্নের অধিকার ফুরালে কি হয়?
এক খন্ড নিরেট নিথর প্রবাস কষ্ট –
অস্তিত্বের বুকে টিকে থাকার ভ্রষ্ট!!
কেউ বোঝে না প্রবাস মনের
ফোঁটায় ফোঁটায় জড়িয়ে থাকা বেদনার লবনাক্ততা
তবুও বিশ্বাস-অবিশ্বাসের আয়নায় হাজারো তিক্ততা
বিষণ্ণময়ী-সোনালী আলোয় শ্লেষ-বিদ্বেষ কটু স্বাদে মেজাজের রুক্ষতা!!
জলহারা প্রবাসী মেঘ নীলাকাশে পুঞ্জে পুঞ্জে ভাসে
দুখের ভেলায় ঘাসের ডগায় শিশির বিন্দু ফোটিয়ে হাসে
প্রভাত রোদের ঝলকানিতে, যেন কষ্টের নিরেট মুকুট মাখে
কোমল-কুমুদ, বিষাদভারাতুর চোখে ক্লেশের বিভিষীকা আঁকে!
বিশাল শুন্যতা প্রিয়া হারানোর মৌনতা
জীবনের হাহাকার খণ্ড খণ্ড মেঘে নিরাকার
আঁধারের বুক চিরে আতান্তর জীবনের ভাঙচুর
আঁৎকে ওঠে পাথুরে দালান; অপেক্ষা_আরও এক খণ্ড নিথর কষ্ট!!
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৪ রাত ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রবাস জীবন আনন্দময় হোক ।