![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আবেগের ডালপালা ছড়িয়ে বসে থাকি, আমার শিকড় আবেগের । কিছুটা মিশ্র, আবেগে লুতুপুতু হতেও পারি আবার কঠোর ও হয়ে যাই । তুমি কেমন সেটার উপর নির্ভর করবে আমি সাবাবিক সভাবের আনোয়ার নাকি রুক্ষ স্বভাবের আনোয়ারকে ডিজার্ভ করো। মন চাইলে ফেসবুকেও এডিং মারতে পারেন। http://www.facebook.com/anwaralhaz
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, মধ্যপাচ্য সহ বিশ্বের অনেক প্রান্তে কাল পালিত হবে পবিত্র ঈদুল ফিতির।
শৈশবে আমার জীবনের ঠিক কোন ঈদটা প্রথম ঈদ ছিলো তা আমি কিছুতেই মনে করতে পারিনা । তবে কিছু কিছু স্সৃতি স্সৃতির ফ্রেমে কখনও কখনও নারা দিয়ে যায়। বাবার কিনে দেয়া জামার কথা, অথবা জামা কেনার জন্য বাবার কাছে টাকার বায়না এখন কেবলই শুধু শৈশব স্সৃতির জাবর কাটি।
প্রবাসে আমার সাত বছরে প্রায় চৌদ তম ঈদ এটা। এর মধ্যে শুধু একটি কুরবানির ঈদ পরিবারের সাথে উপভোগ করার সৌভাগ্য হয়েছে আমার, বাকী ১৩ টিই পরিবার চুত্য অবস্তায় অর্থাৎ প্রবাসে কাটাতে হয়েছে। কেমন হয় এই ঈদ গুলি প্রবাস পিঞ্জিরে....! সেটা নাই বল্লাম।
নামাজ পড়ার পর পরিবার পরিজনের সাথে মোবাইলে ঈদ মোবারক বিনিময় করাই এক মাত্র মাধ্যম। হাওয়ার মধ্যেই যেন অজানা এক মায়ার অনুভব অভিভূত হয় প্রবাসীদের। সব মায়ার বাঁধন যেন মোবাইলেই বেধে রাখা, যেন সব প্রাপ্তি গুলি এখানেই খুঁজে পাওয়া। সব মায়ার কথাগুলি যেন বন্দী ছুট্ট এই ভ্রাম্যমাণ যন্ত্রে।
সকালে উটেই ঈদের নামাজ আদায় করার পর ঈদ মোবারক শুভেচ্ছার বার্তা জানাতে প্রথম যে কলটি করতাম সেটা "বাবা"কে। এতদিন করে আসা নিয়মটি কাল আমাকে চেইঞ্জ/ভাংতে হবে ভাবতেই ঈদের স্বাদ পানষে হয়ে যাচ্ছে। ছুট্ট এই পৃথিবীতে সেই বুধহয় সবথেকে অসহায় যার "বাবা" নেই...! যখন বাবা ছিলেন তখন যেন মণেহত বাবাত বাবাই, বাবাত আছেন সেই কবে থেকেই। বাবা যেন ছায়ার মতই পাশে থাকবেন চিরদিন, যেন এমনটাই কথা ছিল। বুঝতেই পারিনি প্রাকৃতিক নিয়ম বড়ই কঠিণ, সব রেখে বাবাকে চলে যেতেই হবে। সেই ছুট্ট থেকে বাবা বুকের ভিতর আগলে রেখে এতটা পথ চলতে শিখিয়ে, এখন নীরবে চলে গেলেন না ফেরার দেশে। বাবা জেনে না জেনে অনেক কষ্ট দিয়েছি তুমায়, জানি তুমি এই অবুঝের কথায় কিচ্ছু মণে করনি তবুও আমায় মাফ করে দিও বাবা। বাবা ভাল থেক না ফেরার দেশে।
ভাল থাকুক পৃথিবীর সকল "বাবা" ভাল থাকুক পৃথিবীর সকল মানুষ। সবাইকে পবিত্র ঈদুল ফিতিরের শুভেচ্ছা।
"ঈদ মোবারক"
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৪২
প্রবাসী পাঠক বলেছেন: ভাল থাকুক পৃথিবীর সকল "বাবা" ভাল থাকুক পৃথিবীর সকল মানুষ।
"ঈদ মোবারক"