নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

Be_Positive "ভাবনা চিন্তা"

১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৯


আমেরিকার বোস্টনে ১৮৮৬ সালে একটি অদ্ভুত পরীক্ষা করা হয়। এক ফাঁসির আসামীকে ফাঁসির সাজা শোনানো হলো৷কতিপয় বিজ্ঞানী সে আসামীর উপর একটি পরীক্ষা করার প্রস্তাব করলেন। কয়েদীকে শোনানো হলো ফাঁসির বদলে তোমাকে বিষাক্ত কোবরা সাপ দংশন করিয়ে হত্যা করা হবে। কয়েদীকে চেয়ারে বসিয়ে তার হাত-পা বেঁধে দেয়া হলো, তারপর তার চোখে পট্টি বেঁধে বিষাক্ত কোবরা সাপ না এনে তার বদলে দুটি সেফ্টি পিন ফুটানো হলো। ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েদির মৃত্যু হলো।

পোস্টমটেম রিপোর্টে দেখা গেল সাপের বিষ রয়েছে তার শরীরের মধ্যে। প্রশ্ন হলো এই বিষ কোথা থেকে এলো, যা ঐ কয়েদীর প্রাণ কেড়ে নিল। বলা হয় সেই বিষ তার নিজের শরীর থেকেই উৎপত্তি হয়েছিল। আমাদের সংকল্প থেকে positive এবং negative এনার্জির সৃষ্টি হয়। আর সে এনার্জি আমাদের শরীরে হরমোনের উৎপত্তি করে ৷ 75% রোগের মূল কারণ হলো আমাদের negative চিন্তাধারা। মানুষ নিজের চিন্তাধারা থেকে ভস্মাসূর হয়ে নিজ প্রজাতিকে বিনাশ করছে। আপনার চিন্তাধারা সর্বদা positive রাখুন এবং খুশী থাকুন।

২৫ বছর বয়স পর্যন্ত আমরা ভাবি যে "মানুষ কি মনে করবে?" ৫০ বছর আমরা ভয় পাই "মানুষ কি ভাববেন?" ৫০ বছর পরে আমরা বুঝতে পারি কেউ আমার কথা চিন্তাই করেনি ৷ কিন্তু তখন তেমন কিছু করার থাকে না! তাই ইচ্ছে শক্তিকে কখনোই থামতে দেয়া যাবে না। কে কি বলে তা নিয়ে না ভেবে নিজের পজিটিভ চিন্তাগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই সফলতা (Desired Goal) ধরা দিবে।


(সংগ্রহীত)

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৩

Ahamed বলেছেন: Nice post. how long does it take to learn python?

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৮

মিরোরডডল বলেছেন:



শুধু রোগের কারণ না, নেগেটিভ চিন্তা জীবনে চলার পথে নানারকম সমস্যা আর বাধার সৃষ্টি করে ।
পজিটিভ চিন্তা থেকে পজিটিভ অ্যাকশন হয় । পজিটিভ ভাবনা যে কোনও প্রবলেম সমাধানে হেল্প করে ।
বাঁচার জন্য সুন্দর স্বপ্ন দেখায় । সফল এবং সুখী জীবনের বেইজ হচ্ছে পজিটিভ দৃষ্টিভঙ্গি ।


১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১২

চাঁদগাজী বলেছেন:


ইন্টারেষ্টিং ফ্যাক্ট

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই ইন্টারেষ্টিং।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মজার বিষয়!

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আসলেই মজার বিষয়।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৬

নেওয়াজ আলি বলেছেন: গভীর চিন্তাজনক ও শিক্ষণীয় ।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আসলে পজেটিভ চিন্তাও একটা ফ্যাক্টর।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৯

অরণি বলেছেন: মনেহয় ফেবুতে কোন একসময় দেখেছিলাম।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুবই স্বাভাবিক!!

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: এটা আমি আগে পড়েছি।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বলেই তো দিয়েছি ভাই সংগ্রহীত।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: শিক্ষণীয় এবং উপলব্ধিরও বটে।

শুভেচ্ছা জানবেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।






ভালো থাকবেন নিরন্তর।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৮

পদ্মপুকুর বলেছেন: সেফটিপিনের আঘাতে সে মারা গেছে- পর্যন্ত ঠিকাছে, কিন্তু তার শরীরে বিষ পাওয়া গেছে! খুবই অদ্ভুতুরে!!

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই অদ্ভুত ব্যাপার!






ভালো থাকবেন নিরন্তর।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আগেও শুনেছি।
তবে কাহিনী সত্য না ও হতে পারে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এগুলোক Authenticated বলা মুশকিল।






ভালো থাকবেন নিরন্তর।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বলেই তো দিয়েছি ভাই সংগ্রহীত।

ওকে । ওকে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো থাকবেন নিরন্তর।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৫

নতুন বলেছেন: আপনি ব্লগার ফেসবুকের পোস্ট লেখার মতন সংগ্রহীত বলে কিছু একটা লিখে দিলেই হবে না।

পিন ফোটালে উনি যদি মনে করেন তার বিষক্রিয়া হচ্ছে এবং তার পরে মারা গেলেন সেটা হয়তো কোন ভাবে সম্ভব। ( হয়তো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছিলেন)

কিন্তু শরীরে বিষ পাওয়া গিয়েছিলো এটা অযৌক্তিক। এবং ভুয়া খবর হবার সম্ভবনা ৯৯.৯৯৯৯%

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এগুলোকে Authenticated বলা মুশকিল।

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৯

নতুন বলেছেন: নিজের লিংকে দেখতে পারেন।

Click This Link

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: লিংক দেখলাম।






ভালো থাকবেন নিরন্তর।

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো পোস্ট

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.