নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

নারীর প্রতি বর্বরতা রুখে দাঁড়াও ll ধর্ষণের বিভীষিকায় দেশ

০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০৯


দেশে মহামারির মতো ছড়িয়ে পড়েছে ধর্ষণ। ধর্ষকের লোলুপ দৃষ্টি থেকে বাদ যাচ্ছে না কন্যাশিশু ও বৃদ্ধ নারীরাও। এমনকি রেহাই পাচ্ছে না বাক বা বুদ্ধি প্রতিবন্ধীরাও। শুধু তাই নয়, ধর্ষণ শেষে নির্মম নির্যাতন, এমনকি চলন্ত বাস থেকে ফেলে দিয়ে কিংবা আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটছে। মানুষ নামধারীরা এক বিভত্স রূপ নিয়ে হাজির হচ্ছে আমাদের কন্যাশিশু, কিশোরী ও নারীদের সামনে।

২০১৭ সালের ২৫ আগস্ট টাঙ্গাইলের কালিহাতীতে ছোঁয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালক-হেলপাররা কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে ধর্ষণের পর হত্যা করে লাশ টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পঁচিশমাইল এলাকায় (মধুপুর বন) রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। তারপর সবচেয়ে চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনাটি ঘটেছে রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাহেরচর গ্রামে যাওয়ার উদ্দেশে স্বর্ণলতা পরিবহনের একটি বাসে ওঠেন বাহেরচর গ্রামের মেয়ে ঢাকার কল্যাণপুরে অবস্থিত ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স শাহিনূর আক্তার তানিয়া। পরে মেয়েটিকে একা বাসে পেয়ে বাসের চালক নূরুজ্জামান, হেলপার লালনসহ আরও একজন বাজিতপুর উপজেলার বিলপাড় গজারিয়া নামক স্থানে চলন্ত বাসে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ড্রাইভার, হেলপারসহ অন্যরা তাকে গলায় ওড়না প্যাঁচিয়ে হত্যা করে।

২০১৮ সালে বাংলাদেশে ধর্ষণের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছিল নোয়াখালীর সুবর্ণচরে। ধর্ষণের শিকার চার সন্তানের একজন মা। গত ৩০ ডিসেম্বরের ওই ঘটনা দেশবাসীকে বিক্ষুব্ধ করেছিল।

তারপর আপনাদের নিশ্চয় মনে আছে ধর্ষক পরিমল জয়ধরের কথা যে ভিকারুননিসা স্কুলের ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করেছিল হয়তো আরো মনে আছে টাঙ্গাইলের এক নারী তার দেবরের হাতে ধর্ষণের শিকার হন ৷ তার স্বামী প্রবাসী৷ ঘটনার সময়ও তিনি প্রবাসে ছিলেন ৷ ধর্ষণের পর ওই নারীকে পুড়িয়ে হত্যার চেষ্টাও করা হয় ৷

সর্বশেষ আলোচিত ঘটনা সিলেটের এমসি কলেজে ঘুড়তে যাওয়া এক নবদম্পতির স্বামীকে বেধে রেখে তার স্ত্রীকে ছাত্রলীগের ছেলেদের সংঘবদ্ধ ধর্ষণের কারণে সমগ্রদেশের মানুষ ফুঁসে উঠেছিল। সেই রেশ কাটতে না কাটতেই নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের ছেলেদের কতৃক এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবাদে ফুঁসে উঠে বাংলাদেশ। প্রতিবাদে গতকাল সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। ধর্ষণবিরোধী গণজমায়েতে উত্তাল ছিল রাজধানীর শাহবাগ। উত্তরায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।



ধর্ষণের পরে যত ‘অন্যরকম ধর্ষণ’ - তদন্ত, বিচার প্রক্রিয়া এবং আইনের মধ্যেই অনেক ফাঁক আছে।

তদন্ত, বিচার প্রক্রিয়া এবং আইনের মধ্যেই অনেক উপাদান ও ফাঁক আছে যা ধর্ষণের শিকার নারীর জীবন দুর্বিসহ করে তোলে ৷ বাংলাদেশে ধর্ষণের শিকার নারীর জীবনে ধর্ষণ কখনো শেষ হয় না ৷নানা প্রক্রিয়ার মধ্যে সে পরোক্ষ ধর্ষণেরই শিকার হতে থাকে ৷ মামলা, তদন্ত, সাক্ষ্য গ্রহণ, বিচার প্রত্যেকটি পর্যায়েই যেন পরোক্ষ ‘ধর্ষণের শিকার হয়' নারী ৷ ভিকটিমের শারীরিক আলামত সংগ্রহের নামে যে ডাক্তারি পরীক্ষা হয় তাও ভয়াবহ ৷ওয়ার্ড বয়দের মাধ্যমে এই পরীক্ষার সময় অনেকেই অসুস্থ হয়ে পড়েন ৷আর এই পরীক্ষায় শরীরের অনেক স্পর্শকাতর অঙ্গের মাপ উল্লেখ করা হয়, যা ধর্ষকের পক্ষে যায় ৷যেমন স্তনের আকার যদি বড় হয় তাহলে নারীকে হ্যাবিচুয়েটেড প্রমাণের চেষ্টা চলে ৷

ভিকারুননিসা স্কুলের ছাত্রী ধর্ষণের বিচারের সময় অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধরের পক্ষে ৬-৭ জন অ্যাডভোকেট ছিলেন ৷ তারা আদালতে প্রচণ্ড হইচই করে মেয়েটির শারীরিক গঠন নিয়ে আদালতকে বলছিলেন ৷তার শরীরের বর্ণনা দিচ্ছিলেন ৷তারা প্রমাণের চেষ্টা করছিলেন ঐ ছাত্রীর যা শারীরিক গঠন তাতে ওই মেয়ের সম্মতি ছাড়া কিছু হয়নি ৷

সুতরা ধর্ষণের এই বিভীষিকাময় সময়ে আমাদের সবার স্লোগান হোক - নারীর প্রতি বর্বরতা রুখে দাঁড়াও বাংলাদেশ ll









সূত্র ও ছবি বিভিন্ন পত্রপত্রিকা।

মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: ধর্ষক, জুলুমবাজ এবং দুর্নীতিবাজরা দেশ ও জাতির শত্রু। তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন।

০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওদেরকে বয়কট করার এখনই সবচেয়ে ভালো সময়।

২| ০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সরকার ছাত্রলীগের লাগাম না টানলে সামনে আওয়ামীলীগে ভরাডুবি হবে নিশ্চিত।

০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি জানেন কি রাতের ভোটে জনগনের দরকার হয়না।

৩| ০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ধর্ষণ প্রতিহত করা দরকার যে কোন মূল্যে।

০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সময় এসেছে ধর্ষণ সমূলে উপড়ে ফেলার।

৪| ০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৪

অরণি বলেছেন: অনেক মেয়ে ব্লগার আছেন তারা কেউই এই ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেননা; কারণ কি? :(

০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তাদের সবারই সোচ্চার হওয়া উচিত। যার যার অবস্থান থেকে সবাইবে সোচ্চার হতে হবে।

৫| ০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৭

যারীন তাসনীম আরিশা বলেছেন: @ অরণি ধর্ষণের বিরুদ্ধে আপনার ভুমিকা কি?

০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাইকে যার যার অবস্থান থেকে সোচ্চার হতে হবে।

৬| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দুষ্টান্তমূলক শাস্তি না হলে ওরা দানবে পরিনত হবে।

৭| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১১

নূর আলম হিরণ বলেছেন: যতটুকু আইনে শাস্তি আছে সেটা অন্তত প্রয়োগ হউক ।

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ

৮| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৯

অরণি বলেছেন: @ যারীন তাসনীম আরিশা তার আগে আপনার ভুমিকা কি সেটা একটু বলবেন?

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাইকে যার যার অবস্থান থেকে সোচ্চার হতে হবে।

৯| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:



রুখে কে দাঁড়াবে? ড: কামাল হোসেন, ইউনিভার্সিটির ভিসি'রা, ইন্জিনিয়ার, ডাক্তার, পুলিশেরা তো রুখে দাঁড়াচ্ছে না; কাহারা রুখে দাঁড়াবার কথা?

আপনি কি দেশে, নাকি প্রবাসে?

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমজনতা ছাড়া কেউ রুখে দাঁড়াবেনা কারণ তারা সুবিধাভোগী। আমি দেশে আছি এবং আমি আমার অবস্থান থেকে যা করা তা চেষ্টা করছি। হাসিনার বিরুদ্ধে কিছু গেলে পুলিশ প্রতিদিন বাসা/বাড়িতে হানা দেবে, ধরতে পারলে ডিম থেরাপী দেবে এগুলো মাথায় রাখতে হয়।

১০| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ওদেরকে বয়কট করার এখনই সবচেয়ে ভালো সময়।

ইয়েস। এক ঢিলে দুই পাখি। ওয়ান স্টোন টু বার্ড। ধর্ষক এবং দূর্নিতিবাজ।

০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: Right dear bro.

১১| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১১

নেওয়াজ আলি বলেছেন: ধিক্কার ও ঘৃণা এইসব মানুষরূপী হায়নাদের।

০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক বলেছেন।

১২| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১২

মুহাম্মদ আরিফ হোসেন বলেছেন: সমূলে উৎপাটনের জন্য তো গোঁড়া কাটতে হবে । আর গোঁড়া হইল শেখ হাসিনা ।
নটে গাছটি মুড়োল , আমার গল্প ফুরোল ।

০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগার অনল চোধুরী বলেছেন --খালেদা -তারেকের মতো চুন্নি আর খুনী লম্পটদের সময় দেশ স্বর্গ ছিলো?

১৩| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৩:৩৫

অনল চৌধুরী বলেছেন: নারী নির্যাতন প্রায় সবাই করে।যারা করে, তাদের অনেকেই আবার প্রতিবাদী সাজার নাটক করে।
এদের মধ্যে নারী-পুরুষ সবাই আছে।
মুহাম্মদ আরিফ হোসেন বলেছেন সমূলে উৎপাটনের জন্য তো গোঁড়া কাটতে হবে........... মনে হচ্ছে খালেদা -তারেকের মতো চুন্নি আর খুনী লম্পটদের সময় দেশ স্বর্গ ছিলো?

০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রাইট নারী নির্যাতনকারীরাও এখন প্রতিবাদী সেজেছে।

১৪| ০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মধ্যরাতের ভোটে ক্ষমতাসীনদের জবাবদিহীতা নেই! স্বৈরাচারিতায় কাউকে পরোয়া করার নেই! বিচার বিভাগ যখন স্বকীয়তা হারায় -তখনই এমন ভয়াবহ মাৎসানায় সময় আসে।

এখন আপনি রোগের নিরাময় চাইলে রোগের উৎসেইতো আগে ঠিক করতে হবে। নয় কি?
একবছর দু বছরতো নয়, ইচ্ছেয় অনিচ্ছেয় দুই যুগ পেরিয়ে গেছে- সুতরাং ব্যার্থতা শতভাগই সরকারের।

রুখে দাড়ায়তো আমজনতাই। এভাবে যখন নিরুপায় দেয়ালে পিঠ ঠেকে যায় - তখনই গর্জে উঠৈ সবচে দুর্বলতমেরা।
দেশ বাঁচাও রুখে দাড়াও।

০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন ঘুড়ে দাড়ানো ছাড়া কোন উপাই থাকেন ।

১৫| ০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০৪

নতুন নকিব বলেছেন:



অনাচার অবিচারে ভরে গেছে দেশ। এসব থেকে দেশকে বাঁচাতে হবে। জাগতে হবে সকলকে। +

০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাই না জাগলে একদিন আমারই মে, আমারই স্ত্রী, আমারই বোন এই হায়েনাদের হাতে আক্রান্ত হবে।

১৬| ০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: সবার আগে পরিবারের শিক্ষা বিশেষ প্রয়োজন তারপর স্কুল কলেজ ইউনিভার্সিটি।

১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পরিবারের শিক্ষাই হলো বড় শিক্ষা।

১৭| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দুই নারী ব্লগার মূল যায়গা থেকে সরে এসে
নিজেরাই কলহে লিপ্ত হলেন। এর প্রভাব
অন্য নারী ব্লগারদের প্রভাবিত করতে পারে।
কেউ হয়তো সাহসী মন্তব্য করতে দ্বিধা করবে।

১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.