নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল নিরাপত্তা আইন

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৭




২৫ ধারায় বলা হয়েছে, যদি কেউ কোনো ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে, এমন কোনো তথ্য-উপাত্ত প্রেরণ করেন, যা আক্রমণাত্মক বা ভীতি প্রদর্শক অথবা মিথ্যা; কোনো ব্যক্তিকে বিরক্ত, অপমান, অপদস্থ বা হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে তিনি যদি তা প্রকাশ বা প্রচার করেন, তাহলে তিনি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা তিন লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

আইনের ২৯ ধারায় বলা হয়েছে, যদি কেউ কোনো ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচার করেন, তাহলে তিনি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

৩১ ধারায় বলা হয়েছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা কোনো ডিজিটাল বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন বা করান, যা বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বা অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে অথবা আইন-শৃঙ্খলার অবনতি ঘটায় বা ঘটবার উপক্রম হয়, তাহলে তিনি সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

রাজীব নুর বলেছেন: ডিজিটাল নিরাপত্তা আইন সরকারের সুবিধার জন্য করা।

১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একেবারে নিজের মতো করে মডিফাই করেছে।

২| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

আমি সাজিদ বলেছেন: এখন ব্লগে মন্তব্য করতে গেলেও কয়েকবার ভাবতে হবে।

১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মনে হয় সবার মধ্যেই একটা ভয় কাজ করে।

৩| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩১নং ধারায় সমস্ত ওয়াজিরা পরে।

১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হম সবাই পরে।

৪| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

জাহিদ হাসান বলেছেন: :| :|

১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চিন্তার বিষয়।

৫| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: খুব ভালো হয়েছে।

১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধন্যবাদ।

৬| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫

সাহাদাত উদরাজী বলেছেন: লিখতে এখন ভয় লাগে।

২২ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ডিজিটাল নিরাপত্তা আইন এমন ভাবে করা ইচ্ছা করলে আপনার আমাকে যে কোন ফরমেটেই ধরতে পারবে।

৭| ২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



ডিজিটাল আইনের দরকার আছে; তবে, বাংলাদেশ সরকারের লোকেরা যেটা করেছে, উহার উদ্দেশ্য খারাপ; তারা শুঢু সরকারের সমালোচনা বন্ধ করার জন্যই ইহা করেছে

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সরকার এমন ভাবে এই আইন করেছে যে প্রয়োজন মতো সবাইকে এই আইনের আওতায় আনা যাবে এবং উদ্দেশ্য হাসিল করা যাবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।





আপনার শরীর এখন কেমন আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.