নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

দরবেশ বাবা ও তার বেক্সিমকোর ব্যবসায়ীক স্বার্থ দেশ ও জাতির চেয়ে অনেক বড়! এটাই বাংলাদেশ!!

২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৫২


ভারত থেকে টিকা আনার দায়িত্ব বেক্সিমকোর কারণ ভারতের সেরাম ইনস্টিটিউটের সংগে করোনাভাইরাসের টিকা আনার চুক্তি করে বেক্সিমকো ফার্মা। সরকারের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর হয় যাতে সরকারের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়া যায়, সরকারও নিরবে কাঁঠাল ভেঙ্গে খাওয়ার সুযোগ করে দেয় দরবেশ বাবাকে। এখন টিকা আনতে না পারার ব্যর্থতা ঢাকতে এখন চলছে পরস্পরকে দোষারূপ; ফলে বের হয়ে আসছে নানা অজানা তথ্য।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মুখ ফসকে হাটে হাড়ি ভেঙ্গে দিয়েছেন, তিনি বললেন, ‘ব্যবসায়িক স্বার্থ রক্ষায় বেক্সিমকোর চাপেই সরকার টিকার বিকল্প উৎসে যেতে পারেনি। যদিও চীন ও রাশিয়া বাংলাদেশের সাথে চুক্তি করতে চেয়েছিল।’

এদিকে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল পাপন বললেন, 'টিকার জন্য আমরা অর্ধেক অর্থ পরিশোধ করেছি। অথচ সেরাম আমাদের টিকা দিচ্ছে না। এমতাবস্থায় সরকারের উচিত ভারতকে চাপ দেয়া। এ মুহূর্তে বেক্সিমকোর আর করার কিছু নেই।’

এটাই বাংলাদেশ সেখানে দরবেশ বাবার ব্যবসায়ীক স্বার্থ দেশ ও জাতির চেয়ে অনেক বড়! সাবাশ বাংলাদেশ!!

মন্তব্য ২৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১২

শাহ আজিজ বলেছেন: দমাদম মাস্তে কালান্দার হাজি সাব কো পহেলা নাম্বার

২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জ্বীনের বাদশা সবসময়ই পহেলা নাম্বার।

২| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২৩

নেওয়াজ আলি বলেছেন: কিছু বললে বাবা নারাজ হবে । ওরসে তবারক কম দিবে । ডিজিটাল ৫৭ দিবে। বাবা তোমাদের দেশ।

২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাবা...............আমাদেরকেও একটু ঠাঁই দিও তোমাদের দেশে।

৩| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: @নেওয়াজ আলি বলেছেন:: কিছু বললে বাবা নারাজ হবে। ওরসে তবারক কম দিবে। ডিজিটাল ৫৭ দিবে। বাবা তোমাদের দেশ।

২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাবার দেশে আমরা আছি সেটাইতো বড় পাওয়া।

৪| ২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৯

আল ইফরান বলেছেন: বিচারহীনতার সংষ্কৃতির দেশে দরবেশ বাবারাই ছড়ি ঘুরাবে বারবার আমাদের ট্যাক্সের টাকার উপর সেইটা অস্বাভাবিক কিছু না।
অস্বাভাবিক হচ্ছে এই বিষয়ে কথা বলা কারন যে যার মত করে ধনী হওয়ার মজার খেলায় মেতেছে।

২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই অস্বাভাবিক হচ্ছে এই বিষয়ে কথা বলা কারন যে যার মত করে ধনী হওয়ার মজার খেলায় মেতেছে। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৭

পদ্মপুকুর বলেছেন: বাবা তোমার দরবারে সব পাগলের মেলা.... হরেক রকম পাগল মিলে মিলাইছে মেলা...

২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাবা।
ঐ হাতটা খুলে দেখ.......... :D

৬| ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৫

আমি সাজিদ বলেছেন: দরবেশ AKA জ্বিনের বাদশা AKA প্রা** মিনিস্টার'স ম্যান? এত দেখি হারিসের চেয়েও বড় ডাকাত।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক বলেছেন।

৭| ২৭ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

মা.হাসান বলেছেন: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাহেবের বড্ড বাড় বেড়েছে। অনেক বেশি কথা বলছেন কয়েকদিন ধরে। সরকার প্রধান ওনাকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেন নি এটা ভুলে না যাওয়াই ওনার জন্য ভালো হবে।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মনে হয় এই সত্য কথা বলাতে ভবিষ্যতে ওনার সমস্যা হতে পারে।

৮| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৭

কামাল১৮ বলেছেন: আমেরিকা থেকে টিকা নিলে কবে টিকা দেয়া শেষ হয়ে যেতো।এখন আমরা শুধু তাইরে নাইরে গান গেয়ে বেড়াতাম।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমেরিকা থেকে টিকা নিলে আমাদের হর্তাকর্তা ভারত যে বেজার হয়ে যাবে।

৯| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ২:০১

সোহানী বলেছেন: হেহেহেহেহে.... হাটে খালি হাড়িই ভাঙ্গবে। আর আমরা চেয়ে চেয়ে দেখবো কোন কোনা থেকে কার হাড়ি নেক্সট...।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হ্যাঁ আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো কোন কোনা থেকে কার হাড়ি ভাঙ্গে।

১০| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৩৬

অনল চৌধুরী বলেছেন: মোমেন সাহেবের মেরুদন্ড আছে, তাই সবসময় সত্য বলেন।
দেশের বাকীরা তো অমেরুদন্ডী।
বেক্সিমকো ডিশ এ্যান্টেনা থেকে করোনা টিকা কোনো ব্যবসা ছাড়ে না।
এরা কি টলষ্টয়ের জমি গল্পটা পড়েছে ?
টাকার লোভে লাখ মানুষকে নি:স্ব করলেও মরার পর মাত্র ৬ ফুট জমি লাগবে, যেমন লেগেছিলো ওই গল্পের চরিত্র পাখোম-এর।

২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মনে হয় এই সত্য কথা বলাতে ভবিষ্যতে ওনার সমস্যা হতে পারে কারণ ভন্ডদের হাত অনেক লম্বা হয়েগেছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৩

নীল আকাশ বলেছেন: কোন কালে সেটা ছিল না?

২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সব কালেই ছিল আছে এবং থাকবে।

১২| ০৫ ই মে, ২০২১ রাত ২:২৪

রাজীব নুর বলেছেন: সব কিছু নষ্টদের দখলে।

০৬ ই মে, ২০২১ দুপুর ২:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.