নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।
বাংলাদে একটি মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ। বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনে গরুর মাংস রান্না নিয়ে আপত্তি তোলা এবং একইসঙ্গে ক্যান্টিনে গরুর মাংস রান্না বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সমিতির বর্তমান কমিটির প্রতি আহবান জানিয়েছেন আইনজীবী ঐক্য পরিষদ। তাদের এই আহবান উদ্দেশ্যপ্রণোদিত বিতর্কিত এবং দেশ বিরোধী গভীর ষড়যন্ত্র।
দেশ বিরোধী এই গভীর ষড়যন্ত্রকে অবশ্যই রুখতে হবে।
০৩ রা জুন, ২০২১ দুপুর ২:৫৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দেশে অস্থিরত তৈরি অপচেষ্টা।
২| ০৩ রা জুন, ২০২১ দুপুর ১:১৬
রাসেল বলেছেন: Some people like to create problem to gain their unfair goal.
০৩ রা জুন, ২০২১ দুপুর ২:৫৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক কথা। অস্থিরতা তৈরি করে বিশেষ স্বার্থসিদ্ধি করতে চায়।
৩| ০৩ রা জুন, ২০২১ দুপুর ১:২৮
নতুন বলেছেন: আমাদের দেশে ধর্ম নিয়ে জনগনের মাঝে কোন সমস্যা নাই। এটা নেতারা তৌরি করে আলোচনায় আসার জন্য।
আমার হিন্দু বন্ধু বাসায় বেড়াতে আসলে মা তার জন্য মুরগীর মাংস রান্না করতেন। তিনি আলাদা করেই রান্না করতেন এবং সেটাতে আলাদা চামচ ব্যবহার করতে হবে সেটাও খেয়াল রাখতেন।
০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:০০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছোট বেলায় আমরাও তাই দেখেছি কিন্তু ইদানিং কাদা ছোড়াছুড়ি উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
৪| ০৩ রা জুন, ২০২১ দুপুর ১:২৯
আমি সাজিদ বলেছেন: যাই হোক, আমাদের নবী কি গরুর মাংস খেতেন? কোথাও লেখা আছে গরুর মাংসের কথা? আমার তো মনে হয় গরুর মাংস আমাদের মুসলমানদের খাওয়া উচিত নাকি এটা নিয়ে আবার আলেম ওলেমাদের চিন্তা করা উচিত। গরুর মাংসের গরমে আমরা উগ্র আর মাথা মোটা হয়ে যাচ্ছি।
০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:০৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নবী রাসুলের খাওয়ার কথা আসছে কেন? গরুর মাংস আমাদের খাওয়ার নিয়ম আছে তাই সবাই খায়। উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু খায়না কিন্তু কিছু সংখ্যক হিন্দু খায় তাছাড়া বলতে গেলে হিন্দু বাদে সব ধর্মের মানুষ গরুর মাংস খায়। গরুর মাংস খাওয়ার জন্য উগ্র আর মাথা মোটা হয়না। যদি তাই হতো তাহলে ব্রিটেনের খ্রিষ্টানরা সবচেয়ে বেশি উগ্র ও মাথা মোটা হতো কারণ ওরাই সবচেয়ে বেশি গরুর মাংস খায়।
আমার কথা হচ্ছে, ওরা অযথা গরুর মাংস নিয়ে কেন জলঘোলা করার চেষ্টা করছে। নাকি বিশৃঙ্খালা সৃষ্টি করার অপততপরতায় লিপ্ত?
৫| ০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: অতি তুচ্ছ বিষয় নিয়ে আইনজীবীরা এসব কি শুরু করেছে!!!!
দেশে গুরুত্বপূর্ন সমস্যার অভাব নাই।
০৬ ই জুন, ২০২১ সকাল ১০:৩৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অযথা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা।
৬| ০৩ রা জুন, ২০২১ বিকাল ৩:৫০
খাঁজা বাবা বলেছেন: এ দেশে পাঠা বলি বা শুকর ভক্ষনে যেমন ভাধা নেই, গরুতেও সমস্যা থাকা উচিত নয়। যে যার যার পছন্দের খাবার খাবে।
একই ক্যান্টিনে গরু খাওয়া না খাওয়া গ্রুপের খেতে সমস্যা হলে, যারা গরু খায় না তাদের জন্য আলাদা ব্যবস্থা করা যেতে পারে।
০৬ ই জুন, ২০২১ সকাল ১০:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গরুর মাংস যে খায়না সে এড়িয়ে চলবে এটাই তো স্বাভাবিক।
৭| ০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:২৬
আমি সাজিদ বলেছেন: আমার মনে হয় কি এইসব বিষয়ে আমলেই আনা উচিত নয়। খাওয়া না খাওয়া পরের ব্যাপার। আইনজীবীদের এমন আচরন অবশ্যই আশা করি না।
০৬ ই জুন, ২০২১ সকাল ১০:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ১০০% সত্য কথা এইসব বিষয়ে আমলেই আনা উচিত নয়।
৮| ০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:২৭
রানার ব্লগ বলেছেন: যার যেরকম ইচ্ছা সে সেই রকম খাবে !!! কারো যদি ঝিঁঝিঁ পোকা খেতে ইচ্ছা হয় যথেষ্ট উদবৃত্ত থাকলে সে তাও খেতে পারে। খাবার নিয়া ত্যাদরামো বাংলাদেশে চলবে না। বেশি ভ্যাজাল করলে কানের নিচে দুইটা লাগিয়ে ভারোত পাঠিয়ে দেয়া হবে। মনে রাখতে হবে এটা বাংলাদেশ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এক সাথে নিজ নিজ ধর্ম মেনে শান্তিপুর্ন ভাবে থাকে , শান্তি নষ্ট করতে আসলে অশান্তির পরিনাম দেখিয়ে দেয়া জরুরী।
০৬ ই জুন, ২০২১ সকাল ১০:৪০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এটা শান্তি নষ্ট করার একটা অপততপরতা।
৯| ০৩ রা জুন, ২০২১ বিকাল ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
বটতলায় অশান্তি?
০৬ ই জুন, ২০২১ সকাল ১০:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বটতলার উকিল তো?
১০| ০৩ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:১১
জুন বলেছেন: আমি থাইল্যান্ডের কিচেন মার্কেটে গরু আর শুয়োর এর মাংসের দোকান পাশাপাশি দেখেছি। মজিলারা হিজাব পরে গরুর মাংস বেচতে বেচতে পর্কা আলাদের সাথে গল্পগুজব করছে। গেলো গেলো শুনি শুধু এই উপমহাদেশে।
০৬ ই জুন, ২০২১ সকাল ১০:৪৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সহঅবস্থানে থেকে শান্তি অন্বেষণের বিকল্প কিছু নেই এটা সবাইকে বুঝতে হবে।
১১| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: আইনজীবীরা যদি না বুঝে এই 'গরুর মাংস' বিষয়টা যথেষ্ট হাস্যকর। তাহলে সাধারণ মানুষ কি করবে?
০৬ ই জুন, ২০২১ সকাল ১০:৪৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বোঝেন না বিষটা তেমন না। বুঝেশুঝে শয়তানী।
১২| ০৪ ঠা জুন, ২০২১ রাত ২:৪৮
কামাল১৮ বলেছেন: রানার ব্লগ ঠিকই বলেছেন।আমাদের দেশে যে বিপুল সংখ্যক হিন্দু আছে তারা ভারতে চলে যাক আর ভারতে যে অল্প সংখ্যক মুসলমান আছে তারা সরকারী ব্যবস্থাপনায় পাকিস্তান ও বাংলাদেশে চলে আসুক,তাহল আর কানের নিচে লাগানোর দরকার হবে না।গরু খাওয়ার সমস্যাও থাকবে না।মনের আনন্দে দুই পারের মুসলমানরাই গরু খেতে পারবে।
০৬ ই জুন, ২০২১ সকাল ১০:৪৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যে যেখানে আছে সে সেখানেই থাকবে শুধু সবাইকে সহনশীলতার পরিচয় দিতে হবে।
১৩| ০৪ ঠা জুন, ২০২১ সকাল ৭:১৬
সোহানী বলেছেন: ভারতকে কবে থেকে গুরু মানা শুরু করলাম!!
০৬ ই জুন, ২০২১ সকাল ১০:৫২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওনারা নতুন মুরীদ।
১৪| ০৪ ঠা জুন, ২০২১ সকাল ১০:০৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মোদির অনুসারী নিজ দেশের গন্ডি পেরিয়ে পূর্বেও প্রসারিত হচ্ছে ? বটতলায় যতরকম প্যাচগোচ শেখানো হয় - তাই এর প্রোডাক্টগুলো এই সব ফালতু ইস্যু তুলে জলঘোলা করছে বলেই মনে হয়।
০৬ ই জুন, ২০২১ সকাল ১০:৫৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনুসারীরা ঘাপটিমেরে আছে সুযোগ পেলেই ফালতু ইস্যু নিয়ে স্বদলবলে লাফিয়ে পরে জলঘোলা করতে।
১৫| ০৪ ঠা জুন, ২০২১ সকাল ১১:০৫
পুলক ঢালী বলেছেন: ক্যান্টিনে গরু রান্না হলে শুকরও রান্না করা হোক।
চীন কোরিয়া ভিয়েতনাম থেকে কোর্টে কেউ এলে তাদের জন্য কুকুর রান্নারও ব্যবস্থা থাকা উচিৎ ।
অন্যথায় কমনলি সবাই যেটা খায় খাসী মুরগী শুধু সেটাই রান্না করা বাঞ্ছনীয়।
এরা প্রচলিত নিয়মের ব্যত্যয় করে শুধু শুধু ইস্যু তৈরী করার জন্য ধর্মীয় বিধি নিষেধ সামনে নিয়ে আসছে।
২০ শে জুন, ২০২১ দুপুর ২:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রচলিত নিয়ম সেটাই যেটা সংশ্লিষ্ট এলাকার জনগনের ম্যাক্সিমারই সাপোর্ট করে।
১৬| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:২১
ঠাকুরমাহমুদ বলেছেন:
উকিল বাবুরা গরু খাওয়া বন্ধ করলে কি তাবত বাংলাদেশে গরু জবাই বন্ধ হয়ে যাবে? উকিল বাবুরা ডায়াবেটিসের ভয়ে মিষ্টি খাওয়া ছেড়ে দিলে বাংলার মিষ্টির দোকান বন্ধ হেয়ে যাবে?
২০ শে জুন, ২০২১ দুপুর ২:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হয়তো উকিল বাবুরা তা ভাবছেন না তেনারা একটা ফ্যাসাদ লাগানোর চেষ্টায় ছিলেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২১ দুপুর ১:১১
রানার ব্লগ বলেছেন: নয়া কমেডি