নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

গাজায় ধ্বংসস্তূপেই শুরু নতুন জীবন

০১ লা জুলাই, ২০২১ সকাল ১১:০৪

১। বাসার বদলে তাঁবু
ভেঙে পড়া বাসার ধ্বংসস্তূপের ওপরে তাঁবু গেড়ে বসে আছে জাওয়ারা পরিবারের সদস্যরা৷ রাতের আঁধারে মোমবাতির আলোই তাদের সম্বল৷

২। অন্ধকারে আলো
গাজা উপত্যকার উত্তরাঞ্চলের একটি ঘর৷ আশেপাশে কোথাও আলো নেই৷ শুধু একটি বাসার আলো দেখা যাচ্ছে৷ সেই বাসার একটি ছেলেকেও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে৷

৩। পতাকা
ইসরায়েলের বিমান হামলায় ভেঙে পড়েছে গাজা উপত্যকার বহু বাড়িঘর৷ এমনই এক ভবনের উপরে উড়ছে ফিলিস্তিনের পতাকা৷

৪। পড়ে আছে শুধু বিছানা
ছবিতে দেখা যাচ্ছে একটি ধ্বংস হওয়া বাসা৷ সেই বাসার ধ্বংসস্তূপ থেকে একটি জামা ও তোষক উদ্ধার করতে পেরেছে এক বালক৷

৫। রান্নাবান্না
বাসার বেশিরভাগ ঘর ধ্বংস৷ অক্ষত আছে রান্নাঘরের একাংশ৷ সেখানে চুলা জ্বালিয়ে রান্না করছেন এক ফিলিস্তিনি নারী৷

৬। ধ্বংসস্তূপে শৈশব
শহরের বেশ বড় একটা অংশ ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত৷ এর মাঝেই শৈশবের নানা মুহূর্ত খুঁজে নিচ্ছে শিশু-কিশোররা৷ ছবিতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া এক বালককে৷

৭। চলছে আড্ডা
যেখানে কয়েক দিন আগেই চলেছিল বিমান হামলা, সেইখানেই এখন স্থানীয় যুবকেরা জমাচ্ছেন আডডার আসর৷ ভাঙা বাসার গায়েই তামাক-হুঁকো সহযোগে আড্ডা চলছে৷

৮। সংসার
ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির পর থেকে ধ্বংসস্তূপের মধ্যে আবার সংসার সাজাতে শুরু করেছেন গাজা উপত্যকার স্থানীয়রা৷ ছবিতে এমনই একটি পরিবার৷

৯। সাজসজ্জা
বিমান হামলায় ধ্বংস হওয়া ভবনের গায়েই পাতা রয়েছে চেয়ার, সামনে আয়না৷ এ অবস্থাতেই স্থানীয় এক নাপিত তার খদ্দেরদের চুল কাটছেন৷

১০। বাস্তবের মুখোমুখি
রাতের অন্ধকারে হাতে ধরা মোমবাতির আলোতেও চলছে ধ্বংসস্তূপের মধ্যে প্রয়োজনীয় জিনিসের খোঁজ৷ ছবিতে মোমবাতি হাতে এক বালককে তার বাসার ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে৷

তথ্যসূত্র এখানে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২১ সকাল ১১:৩৮

জুন বলেছেন: মর্মান্তিক ঘটনায় জর্জরিত হৃদয় আর সীমাহীন কষ্টের জীবনের চালচিত্র। ফিলিস্তিনবাসীদের সাধারণ জীবন পাওয়ার আশা বোধহয় সুদুরেই মিলিয়ে গেছে দেশ প্রেমিক বাংগালী।
+

২| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:৩৫

হাবিব বলেছেন: ফিলিস্তিন আর ইসরায়েলের সমস্যা কি কখনোই দূর হবার নয়?

৩| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এমন ছবি দেখলে খুব কষ্ট লাগে

৪| ০১ লা জুলাই, ২০২১ বিকাল ৩:২৪

আমি সাজিদ বলেছেন: ইয়েমেন আর সিরিয়ারও কিছু ছবি দিয়েন।

৫| ০১ লা জুলাই, ২০২১ রাত ৮:১৫

স্বপ্নাশিস বলেছেন: এসব ছবি দেখলে, বুকে চিনচিন ব্যাথ্যা হয় খুব।

৬| ০১ লা জুলাই, ২০২১ রাত ৯:৪৫

কামাল১৮ বলেছেন: বিভিন্ন দেশে মুসলমানরাই ঘরবাড়ি ছাড়া হচ্ছে,তার পরও তাদের কোন শিক্ষা হয় না।জিহাদের নামে তারা উন্মাদ,সৌদিরা হাজার হাজার ইয়েমেনিকে হত্যা করছে প্রায় সমস্ত স্থাপনাই ধ্বংষ করে দিয়েছে।কবে যে এর শেষ হবে কেউ জানে না।

৭| ০১ লা জুলাই, ২০২১ রাত ১১:৪৯

স্প্যানকড বলেছেন: আহ! ফিলিস্তিন
ভুলে যাও
ভুলে যাও
জীবন রঙিন।

আহ! ফিলিস্তিন
আবার হাসবে তুমি
আবার ছুটবে নদী
আবার হাতে হাত
আর একটু সবুর
আসছে
প্রেম কামনা রাত!

ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.