নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

অষ্টম শ্রেণি পাশ হলেও উনি ‘স্মায়ুরোগ বিশেষজ্ঞ’!!

০৭ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪৪

মুহাম্মদ খোরশেদ আলম পড়াশুনা করেছেন মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত। অভাবের তাড়নায় কাজ নিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে। অথচ সেই তিনিই চাকরি ছেড়ে বনে গেছেন বিশেষজ্ঞ ডাক্তার। খুলেছেন চেম্বার; নামের পাশে লাগিয়েছেন এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি) ডিগ্রি ও ‘নিউরোমেডিসিন, স্মায়ুরোগ ও ডায়াবেটিস’ বিশেষজ্ঞ!! বিশেষজ্ঞ হিসেবে ৫০০ টাকা ভিজিট নিয়ে নিয়মিত রোগী দেখতেন।



সূত্র এখানে।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:০৯

সাসুম বলেছেন: যে দেশে ইন্টার ফেল আরিফ আজাদ এর প্যারাডগিস্টাইল মজিদ বই জ্ঞান বিজ্ঞানের গোয়ামেরে দেশের সেরা ধর্মীয় বই হিসেবে বিবেচিত হয় সে দেশ এমন ডাক্তার ডিজার্ভ করে। যেমন পাব্লিক তেমন চিকিৎসা

০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাবতেই অবাক লাগে!

২| ০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: এই 'বিশেষজ্ঞ' কে বিশেষ 'চিকিৎসা'র আওতায় আনা উচিত।

০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ও একটা প্রতারক ওর চিকিৎসা হলো জেলে পুরে রাখা।

৩| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনার বিরুদ্ধে কী কোনো একশন নেয়া হয়নি। এটা কী করে সম্ভব আশ্চর্য্য :(

০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সে আরো দুই বার গ্রেফতার হয়েছিল জেল খেটে বের হয়ে আবারো প্রতারণা শুরু করেছিল কিন্তু বিধিবাম আবারো ধরা খেয়েছে। তবে কথা হলো কি করে সম্ভব!

৪| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এমন যে আরো কতো আছে!!!!
শা***দের সোহরাওয়ার্দী উদ্যানে একটি লোহার খাঁচায় পুরে রাখা উচিত। খাঁচার বাইরে একটা চোখা লোহার শিক থাকবে। লোকজন গিয়ে একটা করে খোঁচা দিলে ও ওর কু কর্মের কথা বলবে জোড়ে জোড়ে।

০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এ রকম একটা শাস্তির ব্যবস্থা করলে ওর জাতিভাই গুলো সতর্ক হবে।

৫| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪৮

আমি সাজিদ বলেছেন: এমন হাজার হাজার দেশের আনাচে কানাচে।

০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কতৃপক্ষের উচিত সাঁড়াশী অভিযান চালিয়ে এদেরকে দমন করা।

৬| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৩

শায়মা বলেছেন: আহা এমন করো কেনো ভাইয়া?
বাঙ্গালীর হাসির গল্পে নাপিত যদি ডক্টর সার্জেন হতে পারে তবে ইনি নন কেনো????


বাঙ্গালীর হাসির গল্প বুঝি বিলুপ্ত হয়ে যাবে?

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হা হা হা আপা আপনি এক ভালো কথা মনে করে দিলেন ভুলেই গিয়েছিলাম গল্পটির কথা।

৭| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৫

জুন বলেছেন: আমাদের দেশের অসহায় মানুষরা এভাবেই প্রতারিত হয় এদের কাছে

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এভাবেই মানুষ প্রতারিত হচ্ছে।

৮| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রতারক সবখানে যেন উৎপেতে বসে আছে।

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এরা সুযোগ পেলেই ছোবলমারে।

৯| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৯

প্রামানিক বলেছেন: তার চিকিৎসায় রুগি মারা গেছে না বেঁচে আছে সেটা খুব জানতে ইচ্ছা করছে।

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সেই তথ্য অবশ্য জানা যায়নি।

১০| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৬

পুলক ঢালী বলেছেন: আপনারা এত ক্ষেপছেন কেন বুঝলাম না। বাংলাদেশের জেলা-শহর, উপ-জেলাশহর, গ্রাম গঞ্জের হাটবাজারে সানবোর্ড টাঙ্গিয়ে ওনারা ভালই ব্যবসা করছেন । একজন মহিলাকে ঔষধের দোকানে গলায় স্টেথেস্কোপ ঝুলিয়ে কন্সালটেন্সি করতে দেখে সন্দেহ হওয়াতে গিয়ে সালাম দিয়ে বললাম, যেতে যেতে আপনার কথা শুনে এলাম, তিনি কৌতুহলী হয়ে জিজ্ঞাসা করলেন আপনার কি কোনো ঔষধ দরকার?
না ঔষধ লাগবেনা আসলে আপনার বাচনভঙ্গী, রোগীদের পরামর্শ দেওয়ার দক্ষতা দেখে আকৃষ্ট হয়েছি। কোথা থেকে এত অভিজ্ঞতা অর্জন করলেন? কোন মেডিকেলের ছাত্রী ছিলেন এগুলো জিজ্ঞাসা করাতে চুপ করে রইলেন। তারপর অন্যদিকে ফিরে আরেক রুগীর দিকে মনযোগ দিলেন।
পরে ঐ এলাকায় আমার পরিচিত একজন বললেন, ঐ মহিলা রংপুর মেডিক্যালের মাষ্টার রোলের একজন আয়া ছিলেন। ঘটনার স্থান মর্ডান মোড়-বাজার রংপুর।
যে দেশে আন্ডার ম্যাট্রিক একজন প্রধানমন্ত্রীও হতে পারেন সেই দেশে এমন চিকিৎসক থাকতেই পারে সমস্যা কোথায় (হবু চন্দ্রের দেশে গবুচন্দ্র রাজা)।
জনসংখ্যা করোনায় যত কমিয়েছে ওনারা তত কমাতে সমর্থ হননি। জনসংখ্যা নিয়ন্ত্রনের জন্য আরো অসংখ্য কোয়ার্ক ডাক্তারে দেশ ভরে যাক এই কামনা রইলো। :D =p~

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো এবং মজাও পেলাম। সে যাইহোক এমপি হতে হলে কমপক্ষে বিএ পাশ বাধ্যতামূলক হওয়া দরকার।

১১| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৫

ঢুকিচেপা বলেছেন: গতকাল নিউজে দেখলাম এর আগেও ২ বার ধরা খেয়েছিল।
আর যাইহোক নিজের স্নায়ুর চিকিৎসা সে ঠিকভাবেই করেছিল, তা না হলে এত সাহস পায় কিভাবে ?

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সেই ২ বারে তার যে সাজা হওয়া দরকার ছিল তা হয়নি সে জন্য আবারো ডাক্তারী করার সাহস পেয়েছে। যদি প্রথমবারেই তার কঠোর সাজা হতো তাহলে সে আর কখনো এমন কাজ করতোনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.