নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

বিল পেতে চাও যদি, দাও ঘড়ি কিংবা নারী

২৯ শে জুন, ২০২৫ বিকাল ৩:৩৩


কজন ওবায়দুল কাদের যিনি একসময় বাংলার বাণীতে সাংবাদিকতা করতেন। দুবেলা পেটপুরে খাওয়ার টাকাও থাকতো না তার কাছে, তিনি ঘুমাতেন বাংলার বাণী পত্রিকা অফিসের ফ্লোরে নিউজপ্রিন্ট বিছিয়ে। পরবর্তীতে যখন বাসাভাড়া নেন তখন দিতে পাররতেন না বাড়ি ভাড়ার টাকা ফলে দুবার বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন বাড়ির মালিক কতৃক। ততকালীন সময়ে যিনি একটি কাপড় শুকিয়ে আবার পরতেন অথবা একটি শার্ট ৩-৪ দিন করে পরতেন। সেই ওবায়দুল কাদেরের ছিলোনা কোনো বৈধ আয়। তিনি করতেন না কোনো ব্যবসা-বাণিজ্য। যিনি বাংলার বাণীতে সাংবাদিকতা করতেন এবং ইহাই ছিল তার জীবন যাপনের একমাত্র অবলম্বন।

তপর সেই ওবায়দুল কাদের যিনি ফুলটাইম যুক্ত হন আওয়ামী রাজনীতিতে। তারপরের গল্প কমবেশি সবারই জানা। রাজনৈতিক অঙ্গনে আলোচিত ওবা কাদের নিজেই বলেছিলেন, ১০ লাখ টাকা দামের নিচে কোনো ঘড়ি তিনি পরেননা, স্যুটের দাম ৩৮ লাখ টাকা।

কবার সগর্বে ওবা কাদের ঘড়ি দেখিয়ে বলেন, এই ঘড়ির দাম ৭৫ লাখ টাকা। তার চশমার ফ্রেম দেখিয়ে বলেন, এই চশমার ফ্রেম ১৫ লাখ টাকা এবং স্যুট দেখিয়ে বলেন, এই স্যুট কেনা হয়েছে ২০ হাজার ডলার দিয়ে।

বায়দুল কাদের নারীর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা চ্যাটিং করতেন। কথিত আছে সুন্দরী নারী পেলে যেকোন কাজ বাগিয়ে নেয়া যেত খুব সহজেই। তিনি যখন বিভিন্ন কাজে বিদেশ যেতেন তখন তার ফ্লাইটের আগে-পরে অনেক নায়িকা যেতেন।

বায়দুল কাদেরের এইসব বিলাসিতা করার অর্থের উৎস কী? এই প্রশ্নের কোন উত্তর নেই!

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:০৮

ইমরান৯২ বলেছেন: এত বড় দলের তেনা তার উপর আবার পয়সা পাতির অভাব নাই একটু আমোদ ফুর্তি না করলে কি চলে !

২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমোদফুর্তিতে উনি পারদর্শী।

২| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনি কই লুকাইছেন
দেশে আছেন কিনা কে জানে

আম্লীক নেতা মানেই টাকার খনি
তেনারাই আপার চোখের মণি

২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আম্লীক নেতা মানেই টাকার খনি
তেনারাই আপার চোখের মণি
- তা না হলে ভাগ পাবেন কেমনে মানবতার জননী :D

৩| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মহিলা বেষ্টিত অনেক ছবি সামাজিক মাধ্যমে দেখা যেত। নিন্দুকেরা কিছু উল্টাপাল্টা কথাও বলতো।

২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: লিঙ্ক দেওয়া আছে দেখতে পারেন ওনার কুকীর্তি।

৪| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫২

অরণি বলেছেন: রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন টাকা এনারা তসরুপ করেছে। X((

৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হ্যাঁ।

৫| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- উত্তর কেউ কি জানতে চায়!

৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তাদের অনুসারীরা জানতে চায়না শুনতেও চায়না।

৬| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: একজন কুলাঙ্গার ।

৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: লুটেরাদের অংশীজন।

৭| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:৫৪

ওমর খাইয়াম বলেছেন:



পারিবারিকভাবে ওবায়দুল কাদেরেরা আবাসন ব্যবসার মাফিয়া ছিলো; শেখ হাসিনা উহাকে নিয়েছিলো লাঠিয়াল বাহিনী গড়তে; কাদের আওয়ামী লীগ থেকে রাজনীতিকে অবসর দিয়ে, দলকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিলো।

৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কাদের আওয়ামী লীগ থেকে রাজনীতিকে অবসর দিয়ে দলকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিলো। যথযথ বলেছেন।

৮| ২৯ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:০৯

কামাল১৮ বলেছেন: বন্দুক বাহিনীর থেকে লাঠিয়াল বাহিনী ভালো।আখেরে দুটিই খারাপ।

৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বন্দুক, লাঠিয়াল, হেলমেট সবই তাদের অনুগত।

৯| ২৯ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

ভুয়া মফিজ বলেছেন: মাফিয়া লীগের ছোট-বড় বেশীরভাগ নেতারই এই চিত্র। কেউ বেশী এক্সপোজড, কেউ কম.........এই যা তফাৎ। বিএনপি'র মধ্যেও কম নাই। ক্ষমতায় আসুক, তারপরে দেখবেন। প্রতিযোগিতা তীব্র হবে। এখনই প্রচুর নমুনা দেখা যাচ্ছে!!!! :-B

৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মুদ্রার এপীঠ আর ওপীঠ।

১০| ২৯ শে জুন, ২০২৫ রাত ৮:৫২

এইচ এন নার্গিস বলেছেন: খুব খারাপ ব্যাপার । ভাবতেই পারি না ।

৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আসলেই ভাবতে না পারার মতোই ব্যাপার।

১১| ২৯ শে জুন, ২০২৫ রাত ১১:০০

ইফতেখার ভূইয়া বলেছেন: কাউয়ার গায়ে স্বর্ণ কিংবা হিরা খোঁচিত পোশাক থাকলেও তা কোকিল হয়ে যায় না। কাউয়া কা কা করবেই :P

৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কাউয়ার কা কা জনগনকে অতিষ্ট করেছিল।

১২| ৩০ শে জুন, ২০২৫ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: শুধু কাদের কেন?
যারা ক্ষমতায় ছিলেন তাদের সবারই এক অবস্থা।
বিএনপির নেতাদের কথা ভুলে গেছেন??

৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আওয়ারমীলীগের তুলনায় বিএনপি শিশু।

১৩| ৩০ শে জুন, ২০২৫ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: দূর্নীতি আর লুটপাতে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই।
সরকার পরিবর্তন হয়, সাথে সাথে কিছু নব্যধনী শ্রেনী জন্ম নেয়।

৩০ শে জুন, ২০২৫ বিকাল ৩:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক কথা।



আপনি কবিতা লেখা বন্ধ করবেনা। চালিয়ে যাবেন।

১৪| ৩০ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪৬

নতুন নকিব বলেছেন:



সুবিধাভোগীগণ আওয়ামী লীগের পাহাড়সম দুর্নীতির বিষয়ে শুনতে চান না। এটা তাদের বিশেষ মনোকষ্টের কারণ।

৩০ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দুর্নীতির কথা বললেই তারা রেগে যায় বলে প্রতিহিসংসা। তারা সত্য স্বীকার করতে চায়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.