![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কোন বিষয়েই একাধিক মানুষের একাধিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আর এই দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ফুটে ওঠে তার ব্যক্তিত্ব বা চরিত্র। তাই নিজের দৃষ্টিভঙ্গিটা ভালো করার চেষ্টা করুন না হলে কিছু অসুস্থ মস্তিস্কের ব্যক্তিদের কাতারে আপনার নাম লেখা হয়ে যাবে।
মনুষ্যত্ব
মনুষ্যত্ব আজ পদতলে,
সকলে নেমেছে নিষ্ঠুরতার প্রতিযোগিতায়,
হিংসা বিদ্বেষ আর হানাহানিতে,
প্রথম হতে চায় সবাই।
চারিদিকে ঘৃণার ছড়াছড়ি,
ভালবাসা আজ প্রায় বিলুপ্ত,
সবার বাসস্থান পৃথিবী হলেও,
কেউ কারো নয় এটি কঠিন সত্য।
অর্থ সমাজের চাবিকাঠি,
জীবন এখানে নগণ্য,
অর্থ আছে যার ভুরি ভুরি,
বাঁচার অধিকার শুধুই কি তার জন্য?
০৮ ই জুন, ২০১৬ রাত ৮:১৭
আমি দেলোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি এই ভাবেই পাশে থাকবেন।
২| ০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১
মহসিন ৩১ বলেছেন: বাচতে চাই বাঁচাতেও;
স্লোগানে , অন্ধকারেও,
না বুজলেও ভালবাসা চাই,
অরুনদয়ের অগ্নিসাখখিও হব যে তাই;
০৮ ই জুন, ২০১৬ রাত ৮:২১
আমি দেলোয়ার বলেছেন: ৩ বার পড়ার পর আপনার মন্তব্যটি বুঝতে পেরেছি। এই রকম সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য রইলো এক গুচ্ছ ভালবাসা।
৩| ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতিউত্তরের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১১ ই জুন, ২০১৬ দুপুর ২:০৭
আমি দেলোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২
মহসিন ৩১ বলেছেন: চালিয়ে জান। অনেক শুভকামনা জানবেন।
১১ ই জুন, ২০১৬ দুপুর ২:১০
আমি দেলোয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ। আশা করি এভাবেই পাশে থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: অর্থ সমাজের চাবিকাঠি,
জীবন এখানে নগণ্য,
অর্থ আছে যার ভুরি ভুরি,
বাঁচার অধিকার শুধুই কি তার জন্য?
অসাধারন লেখনি কবি হে। এগিয়ে যান শুভ কামনা থাকল।