![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কোন বিষয়েই একাধিক মানুষের একাধিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আর এই দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ফুটে ওঠে তার ব্যক্তিত্ব বা চরিত্র। তাই নিজের দৃষ্টিভঙ্গিটা ভালো করার চেষ্টা করুন না হলে কিছু অসুস্থ মস্তিস্কের ব্যক্তিদের কাতারে আপনার নাম লেখা হয়ে যাবে।
অন্ধকার হয়ে আলোকে খোঁজার ব্যর্থ চেষ্টায়,
কতবার পুড়িয়ে স্বপ্ন গুলোকে করে ছাই,
স্মৃতিদের মাঝে নিজেকে পাই বড় অসহায়।
গোপনে ঝড়েছে কত বৃষ্টি,
তবুও শক্ত হয়ে দাঁড়িয়ে থেকেছি
ঐ সীমাহীন পথের দিকে তাকিয়ে,
যদি ফিরে আসে কোন এক পরিচিত মুখ এই ভেবে।
তবুও দেখিনি আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটো,
অপলক দৃষ্টিতে মায়া ভরা চোখে দেখছে আমায়,
বুঝি মনে বইছে বিশাল এক ঘূর্ণি ঝড়
তবুও শান্ত ভাবে দাঁড়িয়ে যেন কিছুই হইনি তার।
বারবার কাছে আসতে চেয়েও,
ভেবে কি সে দূরে চলে যায়,
তবুও যেন আমি তারই অপেক্ষায়।
১৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৪
আমি দেলোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লাগায় এই কবিতা সার্থক।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৬ রাত ১:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: এই অপেক্ষা যেন চায় করতে অপেক্ষা ! ভাল লেগেছে কবিতা ।