নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতিকে অনুভব করার জন্য কাউকে চোখে দেখা বা তার কথা কানে শোনা বা পরিচয়ের প্রয়োজন পরে না। একজন লেখক তার অনুভূতি লেখার মাধ্যমেই প্রকাশ করে থাকে যা যে কোন অনুভুতিশীল ব্যাক্তির অনুভব করার জন্য যথেষ্ট

আমি দেলোয়ার

যে কোন বিষয়েই একাধিক মানুষের একাধিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আর এই দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ফুটে ওঠে তার ব্যক্তিত্ব বা চরিত্র। তাই নিজের দৃষ্টিভঙ্গিটা ভালো করার চেষ্টা করুন না হলে কিছু অসুস্থ মস্তিস্কের ব্যক্তিদের কাতারে আপনার নাম লেখা হয়ে যাবে।

আমি দেলোয়ার › বিস্তারিত পোস্টঃ

কিছু কথা

১৬ ই জুন, ২০১৬ দুপুর ১:০৪

যখন ৩য় শ্রেণীতে পড়তাম তখন জীবনের প্রথম একটি কবিতা লিখে ছিলাম। যদিও কবিতাটি ছিল ৪ বা ৫ লাইনের। বন্ধুদের তা দেখিয়ে ছিলাম এবং সবাই প্রশংসাও করেছিল। তারপর অনেক বছর কেটে গেলো।আর কিছুই লেখা হয়নি।

যখন ৮ম শ্রেণীতে পড়ি। একদিন স্যার অংক করাচ্ছেন। অংক কোন দিনই ভালো লাগতো না আমার। ঐ দিনও একই অবস্থা ছিল। নিজের অজান্তেই কলম নিয়ে খাতার পেছনে কিছু লিখতে শুরু করলাম। প্রথম লাইন লিখলাম। লেখাটা ভালো লাগলো। তারপর ২য়, তারপর ৩য়। এভাবে দেখা গেলো ৮ লাইনের একটি কবিতা হয়ে গেলো। খুব আশ্চর্যবোধ করেছিলাম তখন এই ভেবে যে, আমিও কিছু লিখতে পারি। তবে ঐ বছর আর কিছুই লেখা হল না।

এবার নবম শ্রেণীতে আমি। এই বছরে লেখালেখির ভুতটা যেন আমাকে পেয়ে গেলো তার একটা মুল কারণ ছিল পড়ার বইয়ের পাশাপাশি অন্য লেখকেরও বই পড়া। এই ভাবেই শেষ করলাম এস এস সি। এই প্রথম ইন্টারনেটের সাথে যুক্ত করে মোবাইলের সাথে পরিচিত হলাম। তারপর পরিচিত হলাম ফেসবুকের সাথে। তবে মোবাইলে যে বাংলা লেখা যায় তা জানতাম না। ইংরেজি অক্ষরে বাংলা লিখে মনের কথা জানিয়ে দিতাম। এমনও দিন গেছে একই দিনে ২০ থেকে ৩০ টার উপরে স্ট্যাটাস দিয়েছি। এ নিয়ে বন্ধুরা বিরক্ত প্রকাশ করত। তবে আমার লেখা আমি লিখেই যেতাম।

একাদশ শ্রেণী থেকেই আমার লেখাটা পুরোপুরি ভাবে শুরু। তবে শব্দের অভাব আর ব্যাকরণ গত ভুল ছিল আমার লেখার সঙ্গী। কিন্তু লেখার প্রতি ছিল একটা নেশা। প্রতিদিনই কিছু না কিছু লিখতাম। এভাবেই কাটিয়ে দিলাম দ্বাদশ শ্রেণী পর্যন্ত। অনেক লেখা লিখেছি। এ নিয়ে বন্ধুদের সাথে কত হাসি ঠাট্টা।

ইংরেজি নিয়ে আগ্রহ থাকার কারণে অনার্সে এংরেজি সাহিত্য নিয়ে পড়া শুরু করলাম। কিন্তু তবুও বাংলার প্রতি আমার আলাদা আগ্রহ। যখন জানতে পারলাম বাংলাতে টাইপ করে লেখা যায় তখন থেকে বাংলাতেই লিখতে থাকলাম মনের কথা। এভাবেই কাটতে থকল দিন। কিন্তু কিছুতেই যেন লেখার পরিতৃপ্তি মেলেনা। তারপর একদিন জানতে পারলাম বাংলাদেশের একটি বিখ্যাত সাইটের কথা somewhereinblog.net । কয়েকদিন ধরে ব্লগারদের লেখাগুলো পড়তে থাকলাম। বেশ ভালো লাগলো এবং নিজ থেকে অনুপ্রাণিত হতে লাগলাম। একদিন সাহস করে খুলে ফেললাম একটি নিক। এখন পর্যন্ত রয়ে গেলাম এখানেই কিছু শেখার উদ্দেশ্যে।

এখনো অনেক ভুল আমার মধ্যে রয়ে গেছে। রয়ে গেছে শব্দের অভাব। শেখার রয়েছে অনেক কিছু। ভুল হলে হক, শব্দের অভাব থাকলে থাকুক। তবুও আমি লিখবো। আমি লিখবো শেখার জন্য। আমি লিখবো নিজেকে জানার জন্য। আমি লিখবো লেখায় পরিপূর্ণতা পাওয়ার জন্য।

আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ১:১৪

গাজী বুরহান বলেছেন: অবশ্যই

১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪১

আমি দেলোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২| ১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........ !:#P

১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

আমি দেলোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.