![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কোন বিষয়েই একাধিক মানুষের একাধিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আর এই দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ফুটে ওঠে তার ব্যক্তিত্ব বা চরিত্র। তাই নিজের দৃষ্টিভঙ্গিটা ভালো করার চেষ্টা করুন না হলে কিছু অসুস্থ মস্তিস্কের ব্যক্তিদের কাতারে আপনার নাম লেখা হয়ে যাবে।
কঠিন শব্দে লুকিয়ে থাকা অনুভূতি,
বুঝতে হয়তোবা হয়ে যায় দেরী,
সময়ের কাটা ঘুরে ঘুরে চলে যায়,
আড়ালে কিছু ছন্দহীন স্মৃতি রয়ে যায়।
কত যে কবিতা আঁধারে মিশে যায়,
কত যে গল্প অজানাই থেকে যায়,
কত যে কথা প্রাণহীন হয়ে যায়.
কত যে স্বপ্ন শুধুই সাদা কালো হয়ে রয়।
১৬ ই জুন, ২০১৬ রাত ৯:৫৩
আমি দেলোয়ার বলেছেন: আপনার ভালো লেগেছে তাই আমার এই স্বল্প চরণের কবিতা সার্থক। আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৬ রাত ৯:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: স্বল্প চরণে সুন্দর কবিতা । ভাল লেগেছে।