নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতিকে অনুভব করার জন্য কাউকে চোখে দেখা বা তার কথা কানে শোনা বা পরিচয়ের প্রয়োজন পরে না। একজন লেখক তার অনুভূতি লেখার মাধ্যমেই প্রকাশ করে থাকে যা যে কোন অনুভুতিশীল ব্যাক্তির অনুভব করার জন্য যথেষ্ট

আমি দেলোয়ার

যে কোন বিষয়েই একাধিক মানুষের একাধিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আর এই দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ফুটে ওঠে তার ব্যক্তিত্ব বা চরিত্র। তাই নিজের দৃষ্টিভঙ্গিটা ভালো করার চেষ্টা করুন না হলে কিছু অসুস্থ মস্তিস্কের ব্যক্তিদের কাতারে আপনার নাম লেখা হয়ে যাবে।

আমি দেলোয়ার › বিস্তারিত পোস্টঃ

যত অন্ধকার ততই যেন আলোর আশা

১৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:১২

যত অন্ধকার ততই যেন আলোর আশা,
সামনে এগুলে পেছন আমায় দেয় বাঁধা,
সময়ের কাজ এসে আবার চলে যাওয়া,
স্বপ্ন আজ সবই যেন দিশেহারা।

যত অন্ধকার ততই যেন আলোর আশা।

রাতের কালোই নিস্তবতা জেগে আছে,
মেঘের আড়ালে চাঁদটা ও যে লুকিয়ে আছে,
নিরঘুম আমি ঘুমান্ত এই শহরে,
ভেবে যাই একটি কথাই আনমনে।

যত অন্ধকার ততই যেন আলোর আশা।

রাত গভীর যেন প্রভাত হওয়ার অপেক্ষায়,
আঁধারের দৃশ্যমান কাটবে যেন আলোর প্রতিটি ফোঁটায়,
জেগে উঠবে সবাই ঘুমের ঘোর কাটিয়ে ,
সোনালী দিনের সতেজতা মনের মাঝে জাগিয়ে।

যত অন্ধকার ততই যেন আলোর আশা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:




মানুষ শিক্ষিত হয়ে উঠছে, সামনে ভালো দিন আসছে।

১৭ ই জুন, ২০১৬ দুপুর ২:২৪

আমি দেলোয়ার বলেছেন: এই আশা রাখি। মানুষ অন্ধকারকে কাটিয়ে আলোর পথ দেখছে। আলোর মাঝেই সবাই ফিরে আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.