নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতিকে অনুভব করার জন্য কাউকে চোখে দেখা বা তার কথা কানে শোনা বা পরিচয়ের প্রয়োজন পরে না। একজন লেখক তার অনুভূতি লেখার মাধ্যমেই প্রকাশ করে থাকে যা যে কোন অনুভুতিশীল ব্যাক্তির অনুভব করার জন্য যথেষ্ট

আমি দেলোয়ার

যে কোন বিষয়েই একাধিক মানুষের একাধিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আর এই দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ফুটে ওঠে তার ব্যক্তিত্ব বা চরিত্র। তাই নিজের দৃষ্টিভঙ্গিটা ভালো করার চেষ্টা করুন না হলে কিছু অসুস্থ মস্তিস্কের ব্যক্তিদের কাতারে আপনার নাম লেখা হয়ে যাবে।

আমি দেলোয়ার › বিস্তারিত পোস্টঃ

বন্ধু

২২ শে জুন, ২০১৬ রাত ১১:৩৮



বন্ধু তোদের,
কি করে ভুলে যাই বল,
তোরাতো কাছেই আছিস,
আছিস আমারই পাশে।

যতই দুরে থাকিস,
মনেতে তোরাই আছিস,
তোরাতো কাছেই আছিস,
আছিস আমারই পাশে।

আড়াল হয়ে,
যতই থাকিস না কেন,
তোরাতো কাছেই আছিস,
আছিস আমারই পাশে।

একা নই আমি,
সময়ের এই পথে,
তোরাতো কাছেই আছিস,
আছিস আমারই পাশে।

সময়ের সাথে,
প্রতিটি মুহুর্তের মাঝে,
তোরাতো কাছেই আছিস,
আছিস আমারই পাশে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ রাত ১১:৫৮

রায়হানুল এফ রাজ বলেছেন: বন্ধুত্ব বেঁচে থাকুক চিরকাল।

২৩ শে জুন, ২০১৬ রাত ১০:৫৭

আমি দেলোয়ার বলেছেন: বন্ধুত্ব বেঁচে থাকুক চিরকাল। সহমত! আপনাকে ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.