![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কোন বিষয়েই একাধিক মানুষের একাধিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আর এই দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ফুটে ওঠে তার ব্যক্তিত্ব বা চরিত্র। তাই নিজের দৃষ্টিভঙ্গিটা ভালো করার চেষ্টা করুন না হলে কিছু অসুস্থ মস্তিস্কের ব্যক্তিদের কাতারে আপনার নাম লেখা হয়ে যাবে।
ধনীদের শ্যাম্পুতে যে পরিমাণ ফল থাকে তার এক ভাগও থাকে না কোন দরিদ্রের প্লেটে। এটাই যেন সমাজের একটি নিতি হয়ে দাঁড়িয়েছে। সৃষ্টি কর্তা জা কিছু সৃষ্টি করেছে সব মানুষের জন্য। আমাদের সমাজে যেন মানুষ বলতে একক ভাবে ধনীদেরকেই বোঝান হয়।আর দরিদ্ররা মানুষের কোন ক্যাটাগরিতেই পড়ে না। এ জন্য সমাজের নিয়ম অনুসারে সমাজে তাদের কোন অধিকার নেই। যত অধিকার সব ধনীদের। ধনীদের জন্মই যেন দরিদ্রদের শোষণ করার জন্য। মাঝে মাঝে তাই আফসোস করি আর দুঃখ প্রকাশ করি এমন সমাজের একজন হয়ে। এই পুঁজিবাদী সমাজে জীবন নয়, অর্থই সব। অর্থই মানুষের পরিচয়, সম্মানের পরিমাপক। অর্থই বলে দেয় কার অধিকার কতটুকু এই সমাজে। যার অর্থ বা সামর্থ্য নিম্ন পর্যায়ের, সে যেন এই সমাজের নিকৃষ্ট কীট বা বোঝা। তার মৃত্যুতে সমাজের যেন উপকারই হয়। এ কোন সমাজ!
আবারও চাই সেই সোনালী যুগ, চাই সেই খিলাফত, চাই খলিফায়ে রাশেদিনের মত আমির, চাই সাহাবাদের মত মাটির মানুষ, চাই সেই সমাজ যেখানে কে শাসক আর কে প্রজা, কে ধনী আর কে গরীব এই পার্থক্য বের করা কষ্টকর। ইনশাআল্লহ! সে সমাজ অবশ্যই প্রতিষ্ঠিত হবে। ইতিহাস রুপ নেবে ভবিষ্যতে। মানুষের জীবনের মূল্য হবে হীরার চেয়ে দামী। থাকবে না কোন পার্থক্য। তখন সবার পরিচয় হবে একটি, তা হল মানুষ।
©somewhere in net ltd.