![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কোন বিষয়েই একাধিক মানুষের একাধিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আর এই দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ফুটে ওঠে তার ব্যক্তিত্ব বা চরিত্র। তাই নিজের দৃষ্টিভঙ্গিটা ভালো করার চেষ্টা করুন না হলে কিছু অসুস্থ মস্তিস্কের ব্যক্তিদের কাতারে আপনার নাম লেখা হয়ে যাবে।
শেষ বিকেলের সোনালী রোদ
এক চিমটে খুশি,
রাঙ্গাবে মন রঙ্গিন রঙ্গে
ফোটাবে মুখে হাসি।
ক্লান্ত দেহ, ক্লান্ত মন
পথের দেখিনা কোন শেষ,
হাঁটছি আমি, সঙ্গী ছায়া
দুজনে আছি বড় বেশ।
মেঘেদের আড়ালে রবি সে হাসে
উঁকি মেরে দেখে মোরে,
চোখ দুটো যেন লজ্জায় তাই
নিজেকে রাখে ঢেকে।
পাখিদের গান মিষ্টি সুর
বাতাসে বাজে বাসি,
সত্য যেন সত্য নয়
স্বপ্ন যেন সবি।
©somewhere in net ltd.