![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কোন বিষয়েই একাধিক মানুষের একাধিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আর এই দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ফুটে ওঠে তার ব্যক্তিত্ব বা চরিত্র। তাই নিজের দৃষ্টিভঙ্গিটা ভালো করার চেষ্টা করুন না হলে কিছু অসুস্থ মস্তিস্কের ব্যক্তিদের কাতারে আপনার নাম লেখা হয়ে যাবে।
জানি আমি তুমিও যেন
ভাবো আমায় নিরবে,
চেয়ে থাকো আঁধারের মাঝে
আলো ভরা ঐ চাঁদটাতে।
মিছে কিছু আশা বুনে
চোখের কোণে ধারা ঝরে,
কিছু স্বপ্ন কুড়িয়ে এনে
রাখো আমায় হৃদয় জুড়ে।
কাছে ডাকো আড়াল হয়ে
তবুও রাখো অনেক দূরে,
মনের কথা মনতো জানে
লুকিয়ে রাখা যায় না তারে।
জানি তুমি উদাস মনে
কান্না লুকাও বৃষ্টির মাঝে,
চোখ বুঝে দেখো আমায়
আমি আছি তোমার পাশে।
মিথ্যে কথা বলো তুমি
সত্য সে তো মনের ধ্বনি,
হাসি সে তো চোখের দেখা
মন তো তোমার যায় না বোঝা।
জানি তুমি আমার মত
আমি যেন তোমার মত,
পুরানো পাতায় লেখা স্মৃতি
শিরনামহীন কোন এক গল্প।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৯
ইমরান আল হাদী বলেছেন: কান্না লুকাও বৃষ্টির মাঝে।
ভাল লাগলো।