![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কোন বিষয়েই একাধিক মানুষের একাধিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আর এই দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ফুটে ওঠে তার ব্যক্তিত্ব বা চরিত্র। তাই নিজের দৃষ্টিভঙ্গিটা ভালো করার চেষ্টা করুন না হলে কিছু অসুস্থ মস্তিস্কের ব্যক্তিদের কাতারে আপনার নাম লেখা হয়ে যাবে।
আঁধারের মাঝে আঁধার নামে,
ঘুম আছে ঘুমিয়ে,
স্বপ্ন আছে স্বপ্ন হয়ে,
নির্বাক চোখ তাই তাকিয়ে।
নিস্তব্দতা শোনায় নিরবতার ধ্বনি,
মুহুর্ত্ব হারায় সময়ে,
অলসতা বুঝি অলস তাই,
পলক পরে না চোখে।
গল্প বুনে গল্পের মেঘ,
দৃশ্য আঁকে ছবি,
মন যে নাই মনের ঘরে,
নির্ঘুম কি তাই আঁখি?
©somewhere in net ltd.