![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।
আজ ইন্ডিয়া-পাকিস্তানের ম্যাচ তো সাধারণতই বেশ উত্তেজনা পূর্ণ ম্যাচ হতে যাচ্ছে ।একটু আগে এক লোককে টিভি তে দেখলাম যে তিনি ইন্ডিয়া আর পাকিস্তান দুই দেশেরই পতাকা আঁকা জামা গায়ে দিয়ে আসছে ।তো তাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন যে তিনি মাঠে আসছেন খেলা উপভোগ করতে ,যুদ্ধ করতে আসেনাই ।
আসলে সবারই এমনটা ভাবা উচিত কেননা খেলায় হার জিত আছে এক দল জিতলে অন্য দল হারতে বাধ্য ।এখন সেইটা নিয়া মারামারি করার কিছু নাই ।খেলাটাকে মাঠের মাঝে রাখাটাই শ্রেয় সেটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করলেই দেশ ও দশের মঙ্গল ।
সেদিন দেখলাম যে স্কুলে কিছু পোস্টার যেখানে মূল বিষয় হচ্ছে বাংলাদেশের লোক কেন পাকিস্তানকে সাপোর্ট করবে !কথা পুরাই সত্য কিন্তু সেটা যদি বাংলাদেশের বিপক্ষে হতো তাহলে বেশি খারাপ লাগতো ।আমি ওদের সাপোর্ট করছিনা আবার পাকিস্তানকে সাপোর্ট করতে মানাও করছিনা কেননা পাকিস্তানের খেলোয়াড়রা তো আর আমাদের ক্ষতি করেনি !
©somewhere in net ltd.