![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।
“১০০ টা গাড়ি চললে মিডিয়া দেখাবে না । কিন্তু ১ টা গাড়ি পুড়লে মিডিয়া দেখাবে ।”-শিল্পমন্ত্রী
অনেক যুক্তিযুক্ত কথা বলেছেন আমাদের শিল্পমন্ত্রী । এনাকে অবশ্যই একদিন একটা জ্বলতে থাকা গাড়িতে তুলে দেওয়া উচিৎ ।
আরে আমার গুণধর মন্ত্রী; চলন্ত গাড়িতে থাকে কাজের পানে ছুটে চলা মানুষ, যাদের কাজই সব । যাদের বাসায় তাদের সন্তান, স্ত্রী/স্বামী, বাবা মা তাদের ফেরার পথের দিকে চেয়ে থাকে । আর জ্বলন্ত বাসে কারা থাকে জানেন ? ওই লোকগুলোরই পুড়ে যাওয়া স্বপ্ন, ছুটে চলা, আর কখনও বাড়িতে ফিরতে না পারার তীব্র যন্ত্রণা । যা আপনার মতো ৪টা গাড়ি সামনে পিছনে রেখে জানলার কাঁচ উঠিয়ে রাস্তায় জ্যাম বাঁধিয়ে ছুটে চলা লোকের পক্ষে কল্পনা করা কোনোক্রমেই সম্ভব না ।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮
সুপ্ত আহমেদ বলেছেন: ++ কথাটা। এরা বরাবর ধান্দায় থাকে কিভেবে সাধারন মানুষকে ড্যাম্প করা যায় ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫
হাম্বাখোর বলেছেন: ++++++++++