![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার নিজের সমালোচনা করতে ভয় পাই । সেখানে অন্যের । আমার মতে; সমালোচনা করা তো দুরের কথা কারো সম্পর্কে কোন কিছু বলার জন্য যতটুকু জানার বা চেনার প্রয়োজন তার এক শতাংশ কম হলে সেটি জঘন্ন অপরাধ বলে সংজ্ঞায়িত করা হবে । হ্যা, আমরা সমাজের দুই শ্রেণির মানুষদের নিয়ে সমালোচনা করে থাকি ; যারা সমাজের ভাল কাজ করে তাদের নিয়ে আর যারা মন্দ কাজ করে তাদেরকে নিয়ে ।
এখন বলতে পারেন, "সমাজে তো এই দুই শ্রেণির মানুষই বসবাস করে" তাহলে তো আমরা সমাজের সকল মানুষদের নিয়েই সমালোচনা করে থাকি । আর কারাই বা বাকি থাকে আর কারাই বা সমালোচনা করে । তাই তো ?
আমি মনে করি, এই দুই শ্রেণির মানুষ ছাড়াও সমাজে আরেক শ্রেণির মানুষ বসবাস করে । যারা সমাজের সাথে তাল মিলিয়ে নিষ্ক্রিয় দর্শকের ভুমিকা পালন করে । তারা "ভালোকে মন্দ বলে, আর মন্দকে ফাঁসির রায় প্রাপ্ত আসামির মত বুঝে" । আর এটা বুঝেই তারা হাত তালি দিতে খুব ভালোবাসে ।
কেউ যদি নিজেকে প্রতিষ্ঠিত চাই, অথবা সমাজের ভাল কিছু করতে চাই, অথবা ঐসব তৃতীয় শ্রেণির মানুষদের ভাল থাকার জন্য কিছু করতে চাওয়া হয় তবে তারা খুব সহজ ভাষাই বলে উঠে, "ব্যাটা তোর বাবা এতদিন কিছু করতে পারেনি আর তুই ! " ।
কি সুন্দর সমালোচনা ?
আমি আমার কথা বলি । আমি জানি, আমি ভাল গান গাইতে পারি না । আমার গলার স্বর কর্কশ । অনেকটা পুরাতন টিনের দরজার খড়খড়ির শব্দের মত । তারপরেও আমি আমার সাথে সমালোচনা করি না । কারন সমালোচনা করলে আমার "আমি স্বত্বা" আমাকে বলবে "তোর গলার স্বর ভাল না, তুই গান গাইতে পারিস না, তোর গান কেউ শুনবে না, তুই গান বন্ধ কর " । হ্যা, ঠিক এইভাবে একদিন আমার পুরাতন টিনের দরজার খড়খড়ির শব্দের মত গলা দিয়ে ঐ সুরও বের হবে না ।
আর আমার মতই হাজারো মানুষের স্বপ্নকে বিসর্জন দিতে হয় এই সমালোচনা করার জন্য । ঠিক যেন জলন্ত নক্ষত্রগুলোকে আকাশ থেকে টেনে নিচে ফেলে দেওয়া হচ্ছে ।
আর কাল অন্ধকারে ডুবে যাচ্ছে এ সমাজ, এ দেশ, আর এ সম্পূর্ণ পৃথিবি ।
প্রত্যেকটা মানুষেরই প্রায় পোষা প্রাণীর উপর শখ থাকে । আর আমারো একটি পোষা প্রাণী আছে । সেটি হল একটি কুকুর । তার নাম "রানি" (নামটা আমার দেওয়া) । আমরা অনেকেই কুকুরকে দেখে ভয় পাই । কারন সে উগ্রমেজাজী প্রাণী । তার দাঁতে বিষ আছে । সে কামড় দিলে জলাতাংক রোগে মানুষ মারা যেতে পারে । তাই তো ?
এখন আপনারা বলবেন "কী বলেন আপনি এসব ?"
আমরা তো সবাই এখন "বিলাতি কুত্তা" পুষি ।
ওহ ! আমি দুঃখিত বিলাতি কুকুর পুষি ।
একই প্লেটে খাই , একই বিছানাই ঘুমাই, আর সকালে অফিস যাওয়ার সময় মুখে না না (হাহ হাহহ হাহ) মাথাই চুম্বন দিয়ে যাই ।
হ্যা, চুম্বন দেয়া ভাল । পারলে আপনার সাথে সেটিকে অফিসে নিয়ে গিয়ে সারাক্ষন চুম্বন দিতেই থাকেন আমার কোন যাই আসে না । আমার যাই আসে তখুনি যখন নিজের দেশের কুকুর গুলোকে ফাঁসির রায় প্রাপ্ত আসামির মত (আমার চোখের সামনে) বিষাক্ত বিষ দিয়ে গলা টিপে হত্যা করা হয় । আর এটি নাকি আমাদের দেশের পৌরসভা গুলকে পরিষ্কার রাখার জন্য হত্যা করা হয় । যাহোক আজকের পৌরসভা পরিষ্কার করা বা না করা আমার মুল বিষয় না ।
আজকের মুল কথা হল; যারা মন্দ কাজ করে তারা হল ফাঁসির আসামির মত । কুকুরের মত প্রাণীকে যখন পোষ মানানো যাই তখন একজন মন্দ মানুষকে কেন ভালোবেসে বা তার প্রশংসা করে তাকে ভাল মানুষ বানানো যাবে না ?
ঐ যে বলেছিলাম না, মন্দ মানুষেরা হল ফাঁসির রায় প্রাপ্ত আসামির মত । বেঁচে থাকার অধিকার নেই তাদের । তাদেরকে তো বেঁচে থাকার স্বপ্ন না, তাদেরকে মৃত্যুর স্বপ্ন দেখাতে প্রস্তুত আমরা । কারন আমরা কারো প্রশংসা করতে জানি না, ভালোবাসতে জানি না কিন্তু সমালোচনা হুহ খুব ভালোই পারি । আর এইভাবে গাছ পালার মত আমাদের সমাজ থেকে মানুষদের ধ্বংস করে দিচ্ছি ।
আমরা কি জানি তার মন্দ হওয়ার পেছনের গল্পটা কী ?
কেন সে সমাজের চোখে মন্দ ?
সেও তো একটা মানুষ ।
সেও তো চাই আমাদের মত ভাল মানুষ হয়ে এ সমাজে মাথা উছু করে বসবাস করতে ।
কিন্তু পারে না । আর তার একটাই কারন । সমালোচনা ।
তাই, আর সমালোচনা নয় । এবার না হয় একটু ভালোবাসা । যেভাবে মা তার সন্তানকে মানুষ করার সময় সন্তানের দিকে হাত বাড়িয়ে দেয় । দেয় না তাদের প্রতি আমাদের হাতটা বাড়িয়ে ।।
©somewhere in net ltd.