![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
เ ค๓ ҭђє ςคקҭคเภ ﻮคςк รקคгг๏ฬ ...... .........______ ҭђє ๏гเ๔เภคใ ....... .........______ ҭђє ๏ภใұ.......
এস . এস .সি পরীক্ষার সময় এলাকার হুযুর এর সাথে কথা হইছিল পরীক্ষার পরে যে উনার কাছে কোরআন শরীফ খতম দিব ।এই হুযুরের কাছেই ক্লাস টু তে থাকতে কোরআন শরীফ পড়ছিলাম
যাকগা , যাই হোক আমার কারনহীন ব্যাস্ততার কারনে বা হুযুরের কোনো ব্যস্ততার কারনে পরীক্ষার পরে আর পরা হয় নাই ।
গতকাল রাইতে wordpress এ বাংলা চটি পড়তেছি এই সময় দেখি হুযুর আইছে । ব্যাটা আইয়া কয় - জয় ,কোন টাইম এ পড়বা । আমি ত অবাক । প্রাইভেটের ছড়াছড়ি এখন । সকাল ছাড়া সময় নাই । আর থাকলেও সক্কাল বেলায় ঘুম থেইক্কা উঠনের কোনো ইচ্ছা নাই । যাই হোক , সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যের কারনে তিন দিন সকালে আর তিনদিন বিকালে পড়া ঠিক হইল । আজকা সকালে পড়ার কথা ছিল । হুযুর রে আমার no দিয়া কইছিলাম যে সকালে কল দিতে । বেহান রাইতে ঘুমাইছি , প্রতিদিনের মত মোবাইল সাইলেন্ট কইরা ঘুমাইছি । সুন্দর একটা সপ্ন দেখতাছি এরি মদ্ধ্যে জননীর ডাক - এই জয় , উঠ । তর হুযুর আইছে । সকাল বেলা ডাকাডাকিতে মেজাজ খারাপ । ওযু কইরা আইসা হুযুরের সাম্নে বইলাম । ব্যাটা আতর দিয়া আসছে । কিঞ্চিত পড়ে হুযুর পড়তে শুরু করাইল । প্রথমে আলহামদুলিল্লাহ সুরা । ভালভাবেই পড়লাম । বাকারাহ সুরা শুরু করছি । আলিফ লাম মিম …………ওবিল আখিরতি হোম ইউকিনুন । এই জায়গায় আইয়া গ্যাঞ্জাম টা লাগল । ইউকিনুন রে আমি বারবার ইউফিকুন কইতাছি । একবার হুযুর কইয়া দেয় - ইউকিনুন । আমি কই ইউফিকুন । যাই হোক এইটা পড়ে ঠিক কইরা নিছিলাম । সবচেয়ে আশ্চয্য হইছি হুযুরদের ধৈর্য্য দেইখা । আলিফ লাম মিম ……ইউকিনুন পর্য্যন্ত আমারে কম্পক্ষে চল্লিশ বার পড়াইছে । হুযুর যাওনের পড়ে মনে হইল - আহারে যদি রসায়ন , পদার্থ ডি এম নে পড়াইত ।
©somewhere in net ltd.