![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
เ ค๓ ҭђє ςคקҭคเภ ﻮคςк รקคгг๏ฬ ...... .........______ ҭђє ๏гเ๔เภคใ ....... .........______ ҭђє ๏ภใұ.......
বাংলা সিরিয়াল
ভূমিকা : সিরিয়াল বলতে বুঝি আমাদের দেখা বাংলা নাটক গুলো থেকে অনেক বড় কাহিনি যা উদ্ভট , আলিফ লায়লার এক হাজার এক রাতের কাহিনি যার কাছে কিছুই না । যার মধ্যে প্রেম -অপ্রেম ,পরকীয়া ,পারিবারিক কলহ,রেষারেষি (বেশির ভাগ ক্ষেত্রেই ) , অযথা কাহিনি প্যাচানো , হাস্যরস ,প্যাচের পর প্যাচ ইত্যাদি ইত্যাদি। ৩০ মিনিট সময়ের মধ্যে ২০ মিনিট দেখায় মেগাসিরিয়াল আর ১০ মিনিট বিজ্ঞাপন । সুতরাং বলা যায় যে , সিরিয়ালের মধ্যে সবকিছুই আপেক্ষিক ,এটি ধ্রুবক বলে কিছুই রাখল না ।
প্রকারভেদ : প্রকার ভেদের দিক দিয়ে সিরিয়ালকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় -
১)প্যাচ খেলা টাইপ
২)হাস্যরস টাইপ ।
এই দুই এর মধ্যে প্যাচ খেলা টাইপ সিরিয়ালই বেশি । প্রধান দুই টিভি চ্যানেলের মাঝে স্টার জলসাই বেশি জনপ্রিয় । দ্বিতীয়তে আছে জি বাংলা ।
স্টার জলসার প্যাচ খেলা টাইপ সিরিয়ালের মাঝে উল্লেকযোগ্য হচ্ছে - বধুবরণ ,টাপুর -টুপুর ,জল নূপুর ,মা উল্লেখযোগ্য । জি বাংলার মধ্যে অগ্নিপরীক্ষা ,রাশি ,কেয়া পাতার নৌকো বিশেষভাবে উল্লেখযোগ্য ।
হাস্যরস সিরিয়ালের মাঝে জি বাংলার বয়েই গেলো ছাড়া আর দেখছি না ।
বর্ণনা ও জনপ্রিয়তা : সিরিয়ালের পুরু বর্ণনা দেওয়া সম্ভব না । এটা হয় ইলাস্টিকের মত । যত টানবেন তত লম্বা হবে । তবু কিছু কিছু বর্ননা দেওয়া যাক :
অগ্নিপরীক্ষা :: প্যাচ আর কুটিলতা ভরা পুরু সিরিয়ালটি । সিরিয়ালের একসময়কার মূল চরিত্র অপর্ণার জীবনে ছিল কষ্ট ,তার পর্যায়ক্রমে অপর্ণার মেয়ে আয়শীর জীবনেও রয়েছে কষ্ট । প্রেম ,কুটিলতা আর পরকীয়ায় ভরা সিরিয়ালটি জি বাংলার দর্শকদের পছন্দ । ৩+বছর ধরে চলছে সিরিয়ালটি ।
রাশি :: গ্রামের মেয়ে ছিল রাশি । যার ইচ্ছা ছিল মুক্ত বিহঙ্গের মত ডানা উড়ানো । গ্রামের মানুষদের প্রতি অসীম ভালবাসা ছিল তার । কাহিনি অনুযায়ী তার বিয়ে হয় প্রভাবশালি মহিলা অপলা রায়ের ছেলের সাথে । তারপর …………
অনেক দিন পার হল । অপলা রায়ের সুনজরে পড়ার জন্য আর স্বামি উজ্জলকে পাওয়ার জন্য রাশির এখনো আপ্রাণ চেষ্টা । কুটিলতা, প্রেম প্রেম খেলা আর ক্লাইমেক্সে ভরা সিরিয়ালটি চলছে ২+ বছর ধরে ।
বধুবরণ :: বেশি কিছু বলতে পারব না সিরিয়ালটি সম্পর্কে । অনেক ঝক্কি ঝামেলার পর অবশেষে সিরিয়ালের প্রধান আকর্ষন কনকের বিয়ে হচ্ছে । স্টার জলসার দর্শকদের পছন্দের মধ্যে অন্যতম এটি ।
টাপুর টুপুর :: দুই বোন টাপুর আর টুপুরের বিবাহিত জীবন নিয়ে কাহিনি । সাথে যুক্ত হয়েছে আরেক দম্পতির বিবাহউত্তর ঝামেলা ।
জল নুপুর : : কেন্দ্রিক চরিত্র কাজল নামের এক মেয়ের জীবন নিয়ে গড়া কাহিনি এর । সাথে যুক্ত হয়েছে এক পাগল মহিলার দিনলিপি ।
বয়েই গেল :: একমাত্র হাসির সিরিয়াল এটি । মূল কাহিনি দুই পরিবারকে কেন্দ্র করে । দুই পরিবারের মাঝে মিল নেই বললেই চলে । সিরিয়ালটি শুরু হয়েছে বেশি দিন হয় নি ।
দি গ্রেট মা সিরিয়াল :: কাহিনি ঝিলিক নামক এক মেয়েকে ঘিরে । সে তার বাবার সংসারে থাকলেও কোনো কথা বলতে পারে না ফুলকি র উপর । সিরিয়ালটি বর্তমানে রোমান্টিকের দিকে মোড় নিয়েছে । ৫± বছর ধরে চলছে সিরিয়ালটি ।
ঊপকারিতা : : সিরিয়ালের যে উপকারিতা আছে তা একটু খেয়াল করলেই দেখতে পাবেন । আমাদের মা ,বোনের একমাত্র বিনোদন বলতে এই সিরিয়াল । সারা দিনের কাজের শেষে যখন পুরুষেরা বাহিরে বন্ধু দের সাথে গল্প গুজব করে তখন সন্ধ্যা ৬,৩০ হতেই তারা বধুবরন দেখা শুরু করে দেয় । চলে নন স্টপ ১১,০০ পর্যন্ত । সিরিয়ালে মেয়েরা মহিলারা কতটা আসক্ত তা বলি - আমার এক খালাত ভাই দেশের বাইরে যাবে । সে জন্য আমার খালা সারা দিন ছেলের জন্য কাদল । কেউ তার মুখে হাসি আনতে পারল না । সারা দিন তিনি কিছু খেলেন না । কিন্তু সন্ধ্যা ৭,০০ টা বাজতেই দেখলাম খুশি মনে অগ্নিপরীক্ষা দেখতে বসে গেল । এ থেকে বুঝা যায় সিরিয়ালের ক্ষমতা কতটুকু ।
অপকারিতা :: পেপারে কয়েক দিন আগে একটা নিউজ পড়েছিলাম - সিরিয়াল দেখতে না দেয়ায় বোনের আত্মহত্যা । বোন "মা" সিরিয়ালটি দেখতে চেয়েছিল । কিন্তু ভাই দেখছিল খেলা । তাই ভাইয়ের উপর রাগ করে বোন আত্মহত্যা করে । এর থেকে বড় অপকার খুজে পাচ্ছি না । তারপরেও বলি -- পরিবারে অশান্তি ,মেয়েদের কুটিলতা ,পরকীয়া ইত্যাদি বৃদ্ধিতে সিরিয়ালের অবদান অপরিসীম ।
উপসংহার :: মা কথাটি কত মধুর । পৃথিবীতে মায়ের নাম শুনলে সবার বুক শীতল হয় । মা ছাড়া শিশুর জীবন অর্থহীন । মা ডাকটি একবার শুনলে জীবন ধন্য হয় ।
কিন্তু
রাত ৮.৩০ এ যখন স্টার জলসা থেকে ভেসে আসে তুমায় ছাড়া ঘুম আসে না মা ……
তখন মা ডাকটি কতই না বিস্বাদ মনে হয় । ।
আর আমার কথা - প্রাইমারী পাশ করলাম ,হাই স্কুল পাশ করলাম ,কলেজে উঠলাম মাগার " মা " সিরিয়াল শেষ হইল না ।
২| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯
খেয়া ঘাট বলেছেন: বাংলাদেশ টেলিভিশনের কোনো সিরিয়াল নাই? লিখলেন না তো।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৩
এন এফ এস বলেছেন: যাদের দেখার দেখতে দেন না ডিশ-টাপ করেন কেনু
৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৪
দি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো বলেছেন: বাংলা দেশ টেলিভিশন চোখে পড়ে নাই ।
৬| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩
ট্রিপল এ বলেছেন: হাসতে হাসতে জান বের হয়ে যাওয়ার অবস্থা
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮
খেয়া ঘাট বলেছেন: জটিল লিখেছেন।
হাসতে হাসতে শেষ।