নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ৪০ বছর বয়সী একজন সাধারণ পুরুষ মানুষ । আমি কোনদিন কোনো কাজে স্থীর হতে পারিনি তাই নিদৃষ্ট কোন কাজ আমি করছি না। আমি দুই সন্তানের জনক। দায়িত্ব বোধ প্রবল থাকা সত্বেও আমি তা এড়িয়ে চলি কারন দায়িত্ব পালনের জন্য অর্থ প্রয়োজন। আমি পাগলাটে স্বভাবের। জোর কর

অাসাদুজ্জামান লিটন

আসাদুজ্জামান লিটন, সাংবাদিকতা ভালোবাসি আর ভালোবাসা থেকে একটু শিখছি ও করার জন্য চেষ্টা করছি।

অাসাদুজ্জামান লিটন › বিস্তারিত পোস্টঃ

ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক অভিযানে পিস্তলসহ ভুয়া র‌্যাব গ্রেফতার

৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৮



ঢাকা: রাজধানী ঢাকার কাকলী ও বনানী ক্রসিং এ ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক অভিযান চলাকালে একটি পিস্তল,০৫ রাউন্ড গুলি,র‌্যাব লেখা ০৩টি জ্যাকেট,০১টি ওয়াকিটকি ও একটি হ্যান্ড কাফ সহ ৪ ব্যক্তিকে আটক করা হয়।

গত ২৯শে এপ্রিল রোজ শনি বার ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম এর নির্দেশে অতি: উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল আলম (ট্রাফিক গুলশান)এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক গুলশান জনাব মোঃ জুনায়েদ আলম সরকারের নেতৃত্বে টিআই মাহববু আলম তালুকদার সার্জেন্ট রিপন চন্দ্র সরকার, সার্জেন্ট রাইসুল হাকিম সহ ডিউটি রত অন্যান্য সকল ফোর্স সহ ট্রাফিক উত্তর বিভাগের কাকলী ও বনানী ক্রসিং এলাকায় ট্রাফিক অভিযানের জন্য বিশেষ চেক পোষ্ট বসানো হয়।চেকপোস্ট চলাকালীন সময় আনুমানিক বেলা ১২টা৩০মিনিটের দিকে মেট্রো-চ-১৬-১০৫৪ নং এর সাদা রঙের নিউসেপ একটি মাক্রোবাস সন্দেহজনক ভাবে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা কালে দায়িত্ব-রত পুলিশ অফিসার মাইক্রো-বাসটির গতি রোধ করে এবং গাড়িটিতে চুলচেরা তল্লাশি চালিয়ে অবৈধ একটি পিস্তল,পিস্তল,০৫ রাউন্ড গুলি,র‌্যাব লেখা ০৩টি জ্যাকেট,০১টি ওয়াকিটকি ও একটি হ্যান্ড কাফ উদ্ধার সহ সঞ্চয় সরকার (৩৮), সেলিম মিয়া (৪০),হারুন অর রশিদ (৩৬) ও বাদশা মিয়া (৩০) সহ মোট ০৪ জনকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে গ্রেফতারকৃতদের বনানী থানায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর জানাযায় র‌্যাব পরিচয়ে ডাকাতির উদ্দেশ্যে বনানী এলাকায় এসেছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করা হয়।










মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.