নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ৪০ বছর বয়সী একজন সাধারণ পুরুষ মানুষ । আমি কোনদিন কোনো কাজে স্থীর হতে পারিনি তাই নিদৃষ্ট কোন কাজ আমি করছি না। আমি দুই সন্তানের জনক। দায়িত্ব বোধ প্রবল থাকা সত্বেও আমি তা এড়িয়ে চলি কারন দায়িত্ব পালনের জন্য অর্থ প্রয়োজন। আমি পাগলাটে স্বভাবের। জোর কর

অাসাদুজ্জামান লিটন

আসাদুজ্জামান লিটন, সাংবাদিকতা ভালোবাসি আর ভালোবাসা থেকে একটু শিখছি ও করার জন্য চেষ্টা করছি।

অাসাদুজ্জামান লিটন › বিস্তারিত পোস্টঃ

অনুরূপ আইচ‘র “আমি তোমায় ভালোবাসি” গল্পের বইটি সব্যসাচী’র ৬২২ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:০৫



“আমি তোমায় ভালোবাসি” গল্পের বইটি লিখেছেন এস ময়ের বেশ আলোচিত লেখক অনুরূপ আইচ। বইটির প্রচ্ছদ করেছেন কাব্য কারিম।গল্পের বই “তোমায় ভালোবাসি” প্রকাশিত হয়েছে প্রাপ্তমনস্ক মানুষ চাই সব্যসাচীর প্রকাশনায়। লেখক বইটি উৎসর্গ করেছেন শিল্পী ধ্রুব গুহকে।

বরাবরের মত এবারও একুশে গ্রন্থ মেলায় লেখার জাদুকর অনুরূপ আইচে-এর নতুন গল্পের বই “আমি তোমায় ভালোবাসি” পাওয়া যাচ্ছে।

লেখক তার নতুন গল্পের বইটিতে গল্পের গাঁথুনি গেঁথেছেন একটু ভিন্ন আঙ্গিকে। তিনি মোট ৪ টি গল্প ক্রম দিয়ে সাজিয়েছেন এবারের তার নতুন গল্পের বই “আমি তোমায় ভালোবাসি”।

অসাধারণ এ গল্পের বইটিতে লেখক প্রথম গল্প লিখেছেন “আমি তোমায় ভালোবাসি”। এই গল্পে পাঠক পাবেন সমসাময়িক কিছু অনাকাঙ্ক্ষিত সত্য ঘটনার কিছু বাস্তব ম্যাসেজ। যে সত্য গুলো হয়তো সাধারণ মানুষের জানবার কথা নয়। লেখকের লেখা গল্পে এমন কিছু লোমহর্ষক ঘটনার তথ্য উপন্যাসের ভাষায় প্রকাশ করেছেন, যা দেখা মাত্র আপনার চোখ কপালে। বলতে পারেন অপরাধের দুনিয়ায় মানুষ কত পদ্ধতিতে অপরাধ করে বেড়াচ্ছে।যেগুলো রয়েছে ধরা ছোঁয়ার সম্পূর্ণ বাহিরে।

দ্বিতীয় গল্প “অনুশোচনা”, লেখক তার এ গল্পটি সাজিয়েছেন দাম্পত্য জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। গল্পে স্বামী স্ত্রীকে খুন করতে ভাড়া করে হত দরিদ্র এক পুরনো বন্ধুকে। কিন্তু সরল, নীরিহ ও স্বামী ভক্ত স্ত্রীকে খুন হতে হয়নি। বরং সুন্দর করে জীবন সাজাতে পেয়েছে নতুন কোন প্রভাত। অপর দিকে নন্দিত মডেলের পেমে হাবুডুবু খাওয়া প্রতারক স্বামী সব হারিয়ে এখন নিঃস্ব।

তৃতীয় গল্প “প্রতিশোধ” লেখক এ গল্পটি সাজিয়েছে ভৌতিক কিছু ঘটনা নিয়ে। সাথে আলতো ভাবে বুঝিয়ে দিয়েছেন মিডিয়া জগতের অল্প কিছু নারী খেকো পুরুষের রাতের গল্প।

একজন পরিচালকের প্রেমের ফাঁদে পড়েন সমাজের নামকরা একজন র‌্যাম্প মডেল। পরিচালক তাকে বিয়ে করবে বলে তার সবচাইতে মূল্যবান সম্পদ লুট করেন।কিছু দিনে যাওয়ার পর যখন ওই র্যা ম্প মডেল পরিচালককে বিয়ে করতে চায় তখনই ঘটনার শুরু। অনেক আকুতি মিনতি করার পরও পরিচালকের পাষাণ মনে নিরীহ ওই র্যা ম্প মডেলের জন্য বিন্দু মাত্র যায়গা হয় না। এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় ওই মডেল কন্যা।

আত্মহত্যা করার পর থেকে অতৃপ্ত আত্মা ঘুরপাক খাচ্ছিল কখন শেষ করে দিবে ওই প্রতারককে। এ ছাড়াও লেখক তার লেখনীতে চিকিৎসা বিজ্ঞান দ্বারা একজন মানুষ কে কিভাবে মেরে ফেলা হয় তাও জানিয়েছেন।

চতুর্থ গল্প “রাতদুপুরের চাঁদ” লেখক এ গল্পটি সাজিয়েছেন একজন সাংবাদিককে নিয়ে। জনৈক এক সাংবাদিকের লেখা প্রতিনিয়তই পড়েন প্রবাসী এক যুবতি কন্যা।লেখা পড়ে প্রেম তাই ছুটে এসেছেন প্রবাস ছেড়ে বাংলাদেশে। বিন্দু যার নাম। প্রিয় লেখককে একনজর দেখতে ছুটে এসেছিলেন সুদূর প্রবাস ছেড়ে বাংলাদেশে।

এক কথায় বলতেই পারি লেখক অনুরূপ আইচে-এর “আমি তোমায় ভালোবাসি” একটি অনা বেদ্য সৃষ্টি।গল্পের বইটি তিনি লিখেছেন বটে কিন্তু তিনি মোলায়েম ভাবে অতি তীক্ষ্ণ লেখনীর মাধ্যমে সমাজের জন্য দিয়েছে অনেক গুলো ম্যাসেজ।

বইটি নিয়ে লেখক অনুরূপ আই‘র সাথে কথা বললে তিনি বলেন, সমাজে অনেক ধরনের ঘটনা ঘটে চলেছে কিন্তু আসল সত্যটা আমরা জানতে পারিনা । আর সেই সব অজানা তথ্যই আমার গল্পে প্রকাশ করেছি।

লেখক আরও বলেন, আজ ২৮ ফেব্রুয়ারি আমি সোহরাওয়ার্দী উদ্যান বই মেলায় সব্যসাচী’র ৬২২ নাম্বার স্টলে উপস্থিত থাকবো। চাইলে প্রিয় পাঠকগণ আমার অটোগ্রাফ সহ মাত্র ১৫২ টাকা মূলে বইটি সংগ্রহ করতে পারেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.