নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবাধ্য চুলগুলো শাসন করতে শেখ
ঠোঁটে লেগে থাকা ঐ হাসিটা লুকাতে শেখ
দিশেহারা আমি নতুন করে হারাতে চাই না
চাই না নতুন করে তোমার প্রেমে পরতে।
তুমি কবিতাতেই সুন্দর
বাস্তবে তুমি বড় বেশী ভয়ংকর।
ঐ অবাধ্য চুলগুলো নিয়ে আর খেলতে চাই না
অধর রাঙানো ঐ হাসিটা আর ছুঁতে চাই না
হারানো কষ্টরা পলেস্তার খোসে পড়া দেওয়ালেই সুন্দর
হৃদয় পাঁচ তারা মল
রংহীন কষ্টরা তাই বড় বেশি বেমানান।
ইট সুরকির জীবনে তুমি হয়তোবা মিথ্যে
কাব্যময় রাত গুলোন এখনও তোমার।
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা!
হিংসা করার জন্য ধন্যবাদ।
২| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার শিরোনামে একটা চমৎকার কবিতা পড়লাম। 'লাইক' করলাম। প্রথম 'লাইক'।
হৃদয় পাঁচ তারা মল
রংহীন কষ্টরা তাই বড় বেশি বেমানান। -- সুগভীর উপলব্ধি ও তার কাব্যিক প্রকাশ।
ইট সুরকির জীবনে তুমি হয়তোবা মিথ্যে
কাব্যময় রাত গুলোন এখনও তোমার। -- চমৎকার কবিতার চমৎকার সমাপ্তি।
২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আহসান ভাই। পুরনো লেখায় আপনার ভালো লাগা আমার আনন্দের কারণ।
সুন্দর মন্তব্যের জন্য আবারো কৃতজ্ঞতা।
ভালো থাকুন। সতত।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০
তাসলিমা আক্তার বলেছেন: শুরুটা কেমন ছিলো জানতে এসেছিলাম। এখনকার মত অতো শানিত নয়। দেশলাই কাঠিতে বারুদ, একদিন বিস্ফোরন অনিবার্য সম্যক বুঝা যায়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: এটা ঠিক করেছেন।
আমার প্রথম দিককার লেখাগুলোই আমার কাছে অন্যরকম লাগে। অদ্ভুত।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭
মনিরা সুলতানা বলেছেন: কাব্যময় রাত গুলোন এখনও তোমার।
রাজকন্যা কে এত্তগুলি হিংসা ...