নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

মুখোমুখি আমাদের হতেই হবে

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩১

কোন এক চৈত্রের তাপিত দুপুরে হয়তো মুখোমুখি হবো। না হয় কোন বসন্তের পড়ন্ত বিকেলে।

তেপান্তরের মাঠে অথবা ফেনীল সমুদ্রের তীরে তা না হলে এই ইট পাথরের নগরীর ব্যস্ত কোন রাস্তায়।

মুখোমুখি আমাদের হতেই হবে। হোক না বয়সের ভারে নুয়ে পড়া কোন সকালে অথবা তারুণ্যের রোদন ভরা কোন জ্যোস্না রাতে চাঁদের আলোর প্রগাঢ়তা অথবা একাকী নিঃসঙ্গ কোন সন্ধ্যায়।

কিন্তু মুখোমুখি আমাদের হতেই হবে।

কতটা ব্যাথায় নীল হয়ে যায় হৃদপিন্ড তোমায় অনুভব করতে হবে।

ভালোবাসাহীন জীবনটা টেনে হিচড়ে নিয়ে যাওয়ার কঠিন বাস্তবতা তোমায় দেখতে হবে।

অপেক্ষার কতশত রাত আধপোড়া সিগারেট উপচে পড়া আবেগের শূণ্যতা তোমায় ছুঁয়ে যেতে হবে।

তোমায় বুঝতে হবে কতটা ভালোবাসলে সময়ের আবর্তনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফেলে আসা অতীতের প্রতীহ্মায় কাটানো যায় এতগুলো বছর।

মুখোমুখি তাই হতেই হবে।
হারিয়ে ফেলা তোমায় আমি খুঁজে পেতে চাই নতুন করে। শূণ্যতাগুলো চাই পুরোন করতে। স্মৃতি কিংবা কল্পনা দিয়ে নয় বরং কংক্রিট কঠিন বাস্তবতা দিয়ে।

মুখোমুখি তাই আমাদের হতেই হবে।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

আলম দীপ্র বলেছেন: আপনার কবিতাগুলো পড়লাম ! বেশ তো !
লেখালেখি থামাবেন না । সুন্দর সুন্দর লেখা লিখে চলুন !

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্য়ের জন্য় ধন্য়বাদ.
আপনাদের মন্তব্য় গুলোই আমার নিরন্তর লেখার পুঁজি হয়ে থাকবে আলম দীপ্র.

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

মনিরা সুলতানা বলেছেন: মুখোমুখি হতেই হয় ......।।

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেদিনের জন্যই অপেহ্মায় আছি।
মুখোমুখির সেই হ্মণে বস্তা বস্তা প্রশ্ন নিয়ে হাজির হবো।

ভালো থাকবেন।
আনেক শুভ কামনা আপনার জন্য।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা মজা পেলাম আপনার কথায়
কিন্তু বস্তা বস্তা প্রশ্ন গুলি রাজকন্যা কে কাছে পেলে মনে থাকবে তো ?

আমি সন্দিহান :)

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: তা তো জানি না।
তবে যদি বলতে না পারি তবে ঐ বস্তা বস্তা প্রশ্নগুলোই উপহার হিসেবে তুলে দিব ওর হাতে।

আপনার সন্দেহ অমূলক নয়।
ভাল থাকবেন।

৪| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৪

নীলপরি বলেছেন: বস্তা বস্তা প্রশ্ন পড়ার সময় রাজকন্যা পাবে তো ?

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: তোমার আছে তো?

৫| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৪

নীলপরি বলেছেন: কি ? সময় ? সেটা আমার মন্তব্য দেখে বোঝা যায় না ? আপনি এক লাইন আর আমি পাঁচ লাইন বা তারও বেশী ।

অবশ্য রাজসিক সময় অমূল্য । ভেবে চিন্তে খরচ করতে হয় ! আমার সে দায় নেই । তাই সময় অফুরান ।

কিন্তু রাজকন্যার সময়ও তো রাজসিক ! তাই প্রশ্নটা করেছিলাম ! :)

১০ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি বা কেউ। রাজসিক নই। সাধারণ পেটভর্তি করার ব্যস্ততা। আর কিছুই নয়।

আমি কথা কিছুটা কম বলি। তাতে কি? তুমি তো সেটা পুষিয়ে দাও। :)

৬| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৭

নীলপরি বলেছেন: তারমানে আমি বেশী কথা বলি ? :(

১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিশ্চিন্ত নির্ভাবনায়
বিভোর থাকি রাত্রিদেশ
যুঝি তোর যাতনায়
তোরই মাঝে হই নিরুদ্দেশ।

কথা বলা কমিয়ো না।

৭| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৬

নীলপরি বলেছেন: অপেক্ষার কতশত রাত আধপোড়া সিগারেট উপচে পড়া আবেগের শূণ্যতা তোমায় ছুঁয়ে যেতে হবে।

এই লাইনটা ভালো লাগেনি । বলতে ভুলে গেছিলাম । আপনার পয়েন্ট কারো কাছে কম হয়ে যেতে পারে ! তাই আবার বলে গেলাম । ইশ আবার বেশী বলে ফেললাম বোধহয় ! :|

১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: চেইন স্মোকার ছিলাম। ওভারকাম করছি। :(
বারবার ছাড়ি। তার থেকে বেশিবার ধরি।

৮| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৭

নীলপরি বলেছেন: কবিতাটা হয়েছে বেশ ।

অভয় দিচ্ছেন তো ?

১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অভয়! শব্দটা ভুল।

অন্যকিছু হবে।

৯| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৯

নীলপরি বলেছেন: এটা কি সাহসী স্বীকারোক্তী ? নাকি জেনে শুনে বিষ ........................

এবার যেন অন্য কিছু শুনি !

১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। স্বীকারোক্তি। সাহসী কিনা জানি না।
:)

১০| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৫

নীলপরি বলেছেন: আমার মতে পুরো সাহসী না । ওভারকাম করলে পুরোপুরি হবে । মনে থাকবে ?

আমার একটা ক্ষীণ ধারনা ছিল এরকম । কবিরা নাকি এরকম হন । তাই ...

তবে অন্যটা হলে বেশী ভালো লাগবা । :)

১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: অন্যটা দূর ভবিষ্যৎ।
তবে মনে থাকবে। :)

ধারণা ছিল!!

১১| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

নীলপরি বলেছেন: অভয় , শব্দটা ভুল ? তাহলে ঠিক কি ?

রাজপুত্র সবসময় এতো হেঁয়ালী করেন কেনো ? :(

১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ওখানে অন্যকিছু হবে। কি হবে তুমি বেছে নাও।

হেঁয়ালী তো করি নি। আর করলেও অল্প একটু।

১২| ১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪২

নীলপরি বলেছেন: বাহ , বেশ তো !

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

খায়রুল আহসান বলেছেন: মুখোমুখি হতেই হবে- চমৎকার প্রত্যয়। মুখোমুখি হওয়াটাই ভাল।
কতটা ব্যাথায় নীল হয়ে যায় হৃদপিন্ড তোমায় অনুভব করতে হবে - খুব সুন্দর বলেছেন।
বেশ কিছু মন্তব্য ও প্রতিমন্তব্য ভাল লেগেছে, উপভোগ করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.