নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেলকোনিতে খোলা চুলে
উষ্ণ মগের কাপে পড়ন্ত বিকেল
কাজল কালো চোখের চাহনিতে খুঁজেফেরো কাকে?
আমায় বুঝি...
আমি সেতো অতীতের ঘুনে ধরা স্মৃতির ফ্রেম
চার দেওয়ালের অন্ধকারেই আমার বাস
তবে কেন?
জীবনের ডায়েরীতে মলিন পৃষ্ঠায় বিলীন প্রায় অহ্মরগুলো
আবার নতুন করে কেন তোমার গুরুত্ব পায়।
জীবনের চেনা অচেনা অলিগলিতে হারানো মানুষগুলো
আবার নতুন করে কেন ফিরিয়ে আনার পায়তারা।
হারিয়ে যেতে দাও যে হারাতে চায়
অলীক স্বপ্নগুলোকে বাস্তবের কাঠিন্যে এনো না
গভীর রাতের বিছানার কোমলতায় তাকে থাকতে দাও।।
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: এটা আপেক্ষিক।
ব্যক্তি বিশেষ ভিন্ন। কেউ বাস্তবতার কাছে হার মানবে আর কেউ কল্পনার কাছে হার মানাবে বাস্তবতাকে।
আমি এখনও কল্পনাতেই আছি, বাস্তবে যাওয়ার আপ্রাণ চেষ্টায় আছি।
কিন্তু???
২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১
মনিরা সুলতানা বলেছেন: আমি সেতো অতীতের ঘুনে ধরা স্মৃতির ফ্রেম
চার দেওয়ালের অন্ধকারেই আমার বাস
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার হ্মেত্রে এটা চরম নিষ্ঠুর সত্য।
আশা করি আপনার হ্মেত্রে এটি মিথ্যে।
ভালো কামনা। শুভ কামনা আপনার জন্য।
আপনার ব্লগে গিয়েছিলাম। অনেকদিন কিছু লেখেন নি।
আপনার লেখার প্রতিহ্মায়।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪২
মনিরা সুলতানা বলেছেন: আমি তো পড়ুয়া ...
জি আলহামদুলিল্লাহ আমার কাছে অন্ধকারের জন্য কোন স্বাগত বার্তা নেই
১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি যদি পড়ুয়া হতে পারতাম।
স্কুল, কলেজ, ভার্সিটি কোথাও এই খেতাব অর্জন করতে ব্যর্থ।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫
নূসরাত তানজীন লুবনা বলেছেন:
হারিয়ে যেতে দাও যে হারাতে চায়
অলীক স্বপ্নগুলোকে বাস্তবের কাঠিন্যে এনো না
গভীর রাতের বিছানার কোমলতায় তাকে থাকতে দাও।।
___এটাই করা উচিত
কিন্তু ............