নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

জানতে চাওয়া কিছু মলিন ধূসর প্রশ্নরা

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

"জানতে চাওয়া কিছু মলিন ধূসর প্রশ্নরা"


অনেক গুলো বছর কেটে গেছে
সময়ের টানাপোড়েনে দিন মাস ঘন্টা সেকেন্ড গুলো থমকে গেছে অনেক আগেই।

দৃষ্টির সীমানায় আজ অদৃশ্যমান তুমি;
ঝাপসা হয়ে যাওয়া স্মৃতির তলানিতে তুমি আর তোমার আমি গুলি ঠাঁই খুঁজে নিয়েছি।

আজ এতো বছর পর
জানতে ইচ্ছে করে ---
দেওয়ালে মুখ থুবড়ে পরে থাকা সময়ের যন্ত্রটার দিকে আমার প্রতিহ্মায় কি আজও ফিরে তাকাও।

ঘরের ধূলিময় কোনায় ঝুলতে থাকা দিনপঞ্জিকাটা কি আমার ফিরে আসা দিনটির অপেহ্মায় আজও উল্টে দেখো।

এখনও কি আমার জন্য মধ্য রাতে সোডিয়ামের হোলদেটা আলোর সাথে পাল্লা দিয়ে রাত জাগো।

স্নিগ্ধ তুমি এখনো কি কোন কাকডাকা ভোরে  ধোঁয়া ওঠা কফির মগে আমার জন্য উষ্ণতা ছড়াও।

খুব জানতে ইচ্ছে করে ---
আমার কবিতারা এখনও কি আলশেমিতে ভরা দুপুরে তোমার মনের জানালায় উঁকি দেয়।

পড়ন্ত বিকেলবেলায় আঁধ খোলা জানালা দিয়ে এখনও কি আমায় খুঁজে পেতে দৃষ্টি বাড়াও।

খুব জানতে ইচ্ছা করে
না জানা এই মলিন ধূসর প্রশ্নগুলো।।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর

স্নিগ্ধ তুমি এখনো কি কোন কাকডাকা ভোরে ধোঁয়া ওঠা কফির মগে আমার জন্য উষ্ণতা ছড়াও।


ভারি ভালো লাগলো

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
ভালো লাগল জেনে উচ্ছ্বসিত হলাম।
ভালো থাকবেন।

২| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬

তুষার কাব্য বলেছেন: খুব জানতে ইচ্ছে করে ---
আমার কবিতারা এখনও কি আলশেমিতে ভরা দুপুরে তোমার মনের জানালায় উঁকি দেয়।

দারুন লেগেছে প্রেমময় কবিতা...

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আসলেই খুব জানতে ইচ্ছা করে।
ইচ্ছেগুলো মাঝেমাঝে বেপরোয়া হয়ে ওঠে।

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

উদাস কিশোর বলেছেন: আজ এতো বছর পর
জানতে ইচ্ছে করে ---
দেওয়ালে মুখ থুবড়ে পরে থাকা সময়ের যন্ত্রটার দিকে আমার প্রতিহ্মায় কি আজও ফিরে তাকাও।
ঘরের ধূলিময় কোনায় ঝুলতে থাকা দিনপঞ্জিকাটা কি আমার ফিরে আসা দিনটির অপেহ্মায় আজও উল্টে দেখো।
এখনও কি আমার জন্য মধ্য রাতে সোডিয়ামের হোলদেটা আলোর সাথে পাল্লা দিয়ে রাত জাগো।
স্নিগ্ধ তুমি এখনো কি কোন কাকডাকা ভোরে ধোঁয়া ওঠা কফির মগে আমার জন্য উষ্ণতা ছড়াও।

ভাল লাগা . . . . ++

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮

নীলপরি বলেছেন: পড়তে ভালো লাগলো ।

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ নীলপরি।
শুভ কামনা রইল।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:





ব্লগ এ স্বাগতম ...



:)

১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজপুত্রের ধন্যবাদ গ্রহণ করুন মৃত রাজকণ্যা।
আপনার জীবিত হবার প্রতিহ্মায়।
শুভ কামনা।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

কাবিল বলেছেন: আমারও জানতে ইচ্ছে করে এমন সুন্দর সুন্দর কবিতা কি আরও লিখবেন?




ভাল লাগল কবিতায়

১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কাবিল ভাই অজস্র ধন্যবাদ।
কিছুটা লজ্জিত করলেন।
সুন্দর কিনা জানি না তবে লিখে চলবো নিরন্তর।
ভালো থাকুন।

আর হ্যাঁ আপনার সুন্দর সুন্দর কবিতার অপেহ্মায়।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

বিদ্রোহী বাঙালি বলেছেন: স্মৃতিরোমন্থন আর স্বগতোক্তিমূলক প্রশ্নের অন্তরালে ভালোবাসার গভীরতাটা সহজেই টের পাওয়ায় গেলো। ভালো লাগলো রাজপুত্র।

১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ভালোলাগাটা অনেক অর্থবহ।
ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

বাড্ডা ঢাকা বলেছেন: অসাধারণ হয়েছে কবিতা।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ।
অনুপ্রেরিত হলাম।
ভালো থাকুন।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

বাতাসে দীর্ঘশ্বাসের শব্দ পেলাম !

হাহাকার !

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আপনাকে যে আমার লেখাটা ছুঁয়ে গেছে
আমার সার্থকতা।
আপনাদের মন্তব্যতেই লেখার প্রেরণা পাই।
ভালো থাকবেন।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৬

মনিরা সুলতানা বলেছেন: একলা থাকার আলসে সময়গুলো বডড জেদী
লাগাম ধরে থাকা মুশকিল
এক আকাশ বেদনা ছড়ায়।

শুভ কামনা :)


১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার মনের জানালায় বেদনার সার্বহ্মনিক উপস্থিতি।
অলস মধ্যদুপুরে বেদনারর তীব্রতা আসলেই বেশি।
ভালো থাকবেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.