নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"তুমি কি সেই পুরনো তুমি আছো"
মেয়ে তুমি কি এখনও আকাশ দেখো
নাকি দিনপঞ্জিকার মতো সময় ঘড়ির হাত ধরে পাল্টে গেছো।
তুমি কি সেই পুরনো তুমি আছো
মধ্য দুপুরে ক্লান্ত আমার জন্য কি চিন্তা হয় তোমার।
নাকি ফিকে হয়ে যাওয়া আমায়
ফেলে দিয়েছো ভাঙা আয়নার মতো।
আচ্ছা মেয়ে,
তুমি কি এখনো স্বপ্ন বিভোর হও
বর্ষণরত কোন সন্ধ্যায় খোলা জানলা দিয়ে হাত বাড়াও।
নাকি তোমার চারপাশে আজ অহমিকার প্রাচীর
বৃষ্টি আকাশ আর আমি অবাঞ্চিত।
নিষ্ঠুর সত্যের কাঠগড়ায় আজ
আমি আর আমার অবলুপ্ত ভালবাসা
ঘাস ফড়িং হয়ে তাই প্রেম দেই না আর
বুনো ঘাস হয়ে লুটিয়ে পড়ি পদতলে।
অন্তরের প্রকোষ্ঠে ভালোবাসার লালন হয় না আর।
মেয়ে এখনও কি তুমি আয়নায় নিজেকে দেখো
কপালের টিপ আর খোঁপায় গোঁজা নাম না জানা ফুল।
নাকি অগোছালো হয়ে গেছো বয়সের পরিক্রমায়
বলিরেখা পড়েছে নাকি
এখনো আগের মতোই উচ্ছ্বল ষোড়শী মন তোমার।
উস্কখুস্কো আমায় মনে করে
এখনও কি হাসি পায়।
নাকি প্রেমিকার মতো শাসনে স্বরে
ভালোবাসা দিতে ইচ্ছে করে।
উষ্ণ আলিঙ্গনে প্রেমশূন্য আমায়
মুঠো ভরে ভালোবাসা দেবে।
নাকি এখনও আমার জন্য
তোমার রাতগুলো জোনাকশূন্য
শুধুই ঝিঁ ঝিঁ পোকার একঘেয়েমিতা।।
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
কিছু কিছু মানুষের মন্তব্যে একটা সফল কবিতা লেখার আনন্দ খুঁজে পাই।
ঠিক তেমন আনন্দ পেলাম।
আমি অপেহ্মায় ছিলাম আমার লেখায় আপনার প্রথম মন্তব্যের।
ভালো থাকবেন।
আশা রাখি পাশে পাব আপনায়।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৬
মনিরা সুলতানা বলেছেন: ঘাস ফড়িং হয়ে তাই প্রেম দেই না আর
বুনো ঘাস হয়ে লুটিয়ে পড়ি পদতলে।
অন্তরের প্রোকষ্ঠে ভালোবাসার লালন হয় না আর।
=================================
কবিতায় ভাললাগা
শুভ কামনা
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভাল লাগল শুনে অনেক অনেক খুশি হলাম।
আমার লেখায় আপনার ক্রমাগত উৎসাহের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকবেন।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩
মনিরা সুলতানা বলেছেন: আমি পড়ুয়া মানুষ যেখানে জা ভাল লাগে পড়ি
আপনি উৎসাহিত হয়ে থাকলে বাড়তি পাওনা
এবং আমার ই লাভ ,আরো চমৎকার কিছু লেখা পাব
শুভ কামনা
১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনাদের এই যা ভাল লাগে তাই পড়া
আমাদের মতো নতুন লেখকদের কাছে বাড়তি নয় বরং আরো বড় কিছু।
ভাল থাকবেন।
শুভ কামনা আপনার জন্য।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২৭
আমি অথবা অন্য কেউ বলেছেন: সুন্দর কবিতা, ভালোলাগার কথা জানিয়ে গেলাম
১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আমি অথবা অন্য কেউ।
ভালো লাগা জানলাম।
ভাল থাকবেন।
নিরন্তর শুভ কামনা।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৫২
বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালোবাসার কবিতা ভালো হয়েছে রাজপুত্র। সাবলীল প্রকাশ। দূরে সড়ে এসেও পিছু টানের অনুভূতিতে নিজের ভালো লাগার ভালোবাসার কথাই বলে গেলো যেন কবি। বেশ কিছু বানান ছুটে গেছে। আমারও হয়। তবুও সতর্ক থাকা উচিৎ। কবিতায় বানান ছুটে গেলে চোখে পড়ে সহজেই। আশা করবো নিজেই সেগুলো ঠিক করে নিতে পারবেন। তাড়াহুড়ো করে পোস্ট না দিয়ে পোস্ট দেয়ার আগে পোস্টের প্রতি যত্নবান হওয়া উচিৎ। প্রতিটা লেখাই একজন লেখকের কাছে সন্তানতুল্য। সন্তানের প্রতি অবহেলা কি ঠিক? নিরন্তর শুভ কামনা রইলো রাজপুত্র।
১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনার কথাটা মনে থাকবে এবং চেষ্টা করব যাতে এই ভুলগুলোর পুনরাবৃত্তি না হয়।
ভালো থাকবেন।
নিরন্তর শুভ কামনা।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৯
লাবনী আক্তার বলেছেন: কবিতা ভালো লেগেছে।
১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল লাগল জেনে খুশি হলাম।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো হয়েছে কবিতা, তবে সেদিনের লেখাটা আরো অনেক বেশি ভালো ছিল।
শুভ কামনা রইল।
১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
আর আমার লেখা মনে রেখেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ।
আসলে ওটা বেশ পুরনো লেখা।
চেষ্টায় থাকব ভালো কিছু লেখার।
আসলে দেখার অনেক কিছু বাকি আর অভিজ্ঞাতার ঝুলিও সমৃদ্ধ নয়। আশা করি সময়ের সাথে সাথে লেখার পরিপক্কতা আসবে।
ভালো থাকবেন।
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৮
আরমিন বলেছেন: সুন্দর !
১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
শুভ কামনা।
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: বাহ । দারুন রুমান্টিক কবিতা । দিশেহারা রাজপুত্র ।
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে যেন খুশী হলাম।
ভালো থাকবেন।
শুভ কামনা রইল।
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
দর্পণ বলেছেন: রাজপুত্রের রাজকন্যা কেমন আছে?
১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
রাজকণ্যা
সে আমার কবিতার মতো নয় তাই হয়তোবা ভালোই আছে।
ভালো থাকবেন।
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২
নীল-দর্পণ বলেছেন: আমরা দুই ভাইবোন মিলে জোরে জোরে মজা করে আবৃত্তি করলাম আপনার কবিতাটি। ভাল লাগল
১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাদের।
মজা করে আবৃতি করেছেন শুনে ভালো লাগল।
কিন্তু আমার কবিতা তো আমার বিষন্নতার আয়না ঘর।
আপনার জন্য শুভ কামনা।
১২| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৫
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় অনেক ভালোলাগা । ++++++
২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
অগ্রজদের এরূপ ভালো লাগা নিরন্তর লেখার সহায়িকা।
ভালো থাকবেন।
১৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৫
ডি মুন বলেছেন:
আপনার আন্তরিক প্রত্যুত্তরে আনন্দ পেয়েছি ভীষণ।
দারুণ লেখার হাত হোক আপনার।
অনেক অনেক ভালো থাকুন
শুভেচ্ছা
২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: পুনরায় মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার জন্যও শুভ কামনা।
আপনার অসাধারণ লেখার হাত যেন আমাদের প্রতিনিয়ত উপহার দেয় অদ্ভুত সুন্দর সব কবিতা।
ভাল থাকবেন।
১৪| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২
সুমন কর বলেছেন: আচ্ছা, কোন গানকে মাথায় নিয়ে কি কবিতাটি লেখা হয়েছে? কৌতুহল হয়ে জানতে চাইলাম।
কবিতা ভাল লাগল।
২০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।
না, সুমন ভাই।
কোন গানকে মাথায় রেখে কবিতাটি লেখা নয়।
ভাল থাকবেন।
১৫| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২
দীপান্বিতা বলেছেন: ভাল
২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮
ডি মুন বলেছেন: মেয়ে এখনও কি তুমি আয়নায় নিজেকে দেখো
কপালের টিপ আর খোপায় গোঁজা নাম না জানা ফুল।
নাকি অগোছালো হয়ে গেছো বয়সের পরিক্রমায়
বলিরেখা পড়েছে নাকি
এখনো আগের মতোই উচ্ছ্বল ষোড়শী মন তোমার।
বাহ, দারুণ। কবিতাটা আমার ভীষণ ভালো লেগেছে।
+++
অনেক অনেক শুভেচ্ছা কবিকে।
ভালো থাকা হোক