নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"অজানা প্রেম নিয়ে চেনা অচেনা আমি"
মেয়ে তুমি কি জানো
একবুক হাহাকারের তুলাযন্ত্রে ওজন কতো।
জানা নেই তোমার
জানলে খোঁপায় গোঁজা ঐ নীলকন্ঠ ফুল,
ঠোঁটের কোনে লেপ্টে থাকা সেই ভয়ংকর সুন্দর হাসি,
আর সযত্নে লুকিয়ে রাখা ঐ চির অাকাঙ্ক্ষিত হৃদয়,
সঁপে দিতে আমায়।
মেয়ে তুমি কি জানো
অপূর্ণ হৃদয়ে প্রেমহীন শূন্যতার তিক্ততা কতো।
জানা নেই তোমার
জানা থাকলে উপেহ্মার মধ্যাহ্ন উপটৌকন পাঁঠাতে না,
আবেগহীন সন্ধ্যায় ভালোবেসে ছুঁয়ে দিতে আমায়,
তোমার সেই প্রেমময় স্পর্শে
নিকোটিনের বিষে নীল হয়ে যাওয়া ফুসফুসের প্রকোষ্ঠে
অনুভব করতাম তোমার উপস্থিতি।
মেয়ে তুমি আমার রংধনু নও
যে শুধু বর্ষণরত বিকেলেই আমার আকাশে তোমার আগমন হবে।
মেয়ে তুমি আমার অবসরের দ্বিপ্রহরে ডেকে যাওয়া কোন কোকিল নও
যে শুধু বসন্তের রোদেলা কোন দুপুরে একান্তে তোমার আগমন হবে।
তুমি আমার
খোলা আকাশ জুড়ে অবারিত মেঘ,
গনগনে সূর্যের অালোয় তৃষ্ণার্ত অনুভূতি,
রাতের গভীরতায় জ্যোৎস্নার অাকাঙ্হ্মা।
মেয়ে তুমি কি অজানাই রয়ে যাবে
কখনই কি জানবে না
তোমার জন্য লালিত চিন্তারা আজ স্বপ্নবাজ,
অহেতুক কল্পনার ডানায় ভর করে
ভালোবাসার পরিভ্রমণ করে সঙ্গী করে তোমায়,
তোমার জানার প্রতিহ্মায় এই চেনা অচেনা অামি
এখনো স্বপ্নের জাল বুনে চলেছি নিরন্তরভাবে।।
২২ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি ঠিকই ধরেছেন নাজিয়া ফেরদৌস।
এটা শুধুমাত্র কবিতা নয়। বরং আমার অভিব্যক্তিকে শব্দ বর্ণে বাঁধার এক ব্যার্থ চেষ্টা।
হয়তোবা আরো অনেক কিছু।
আপনার ভালো লাগা আমার ব্যর্থতায় একটা সাফল্যের পেরেক।
শুভ কামনা।
২| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩
নূসরাত তানজীন লুবনা বলেছেন: আপনার লেখালেখির যাত্রা কবে থেকে ?
মাশাআল্লাহ ভালো লিখেন
২২ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মন্তব্যের প্রতিউত্তরে কি বলবো!!
অসংখ্য ধন্যবাদ।
আমার লেখালেখি ছোট থেকেই। তবে সেগুলো আদৌ লেখা কি না তা নিয়ে আমি সন্দিগ্ধ আর তা কখনোই আপনার এই মন্তব্যের দাবিদার হয়ে উঠতে পারি নি। এমনকি আজো নয়।
সামুতে আমি নতুন। আমার যাত্রাপথে আপনার মন্তব্য চিরস্থায়ী প্রেরণারর কাজ করবে।
ভালো থাকবেন।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫
সুমন কর বলেছেন: অাপনার কবিতাগুলো বেশী তুমি ময় হয়ে যাচ্ছে।
কবি কি প্রেমে পড়েছেন !!
২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা!
সত্যিই তাই সুমন ভাই। তুমি থেকে বের হবার বেশ চেষ্টায় আছি। কিন্তু ব্যার্থ।
প্রেম!!!
সেইটা কি ভাই। অনেকদিন তার মুখ দেখি না। কন্ঠ শুনি না। সেকি জীবিত নাকি মৃত??
ভালো থাকবেন সুমন ভাই। চেষ্টা করব পরের লেখাটা তুমিহীন করতে।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালোবাসার কবিতা ভালো লাগলো রাজপুত্র। বিশ্লেষণে যাওয়ার প্রয়োজন অনুভব করলাম না। কারণ পুরো কবিতা জুড়েই ভালোবাসারএকটা অব্যক্ত আকুতি ঝরে পড়েছে। তবে কিছু উপমা বেশ ভালো লাগলো। নিরন্তর শুভ কামনা রইলো রাজপুত্র।
২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ বিদ্রোহী বাঙালী।
ভাল লেগেছে জেনে যারপর নাই আনন্দিত হলাম।
তবে আপনার বিশ্লেষণী মন্তব্য না পাবার কষ্টটা রয়ে গেল।
আপনার মন্তব্যগুলো অনেকটা কবিতার মানদন্ড।
কবিতার আয়নাঘর উপমাটিও যথার্থ।
ভাল থাকবেন। শুভ কামনা।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩
কাবিল বলেছেন: মেয়ে তুমি কি অজানাই রয়ে যাবে
কখনই কি জানবে না
ভাল লাগল
কবিতায় ++++++++
ভাল থাকবেন
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
+ এর জন্য আরো একবার ধন্যবাদ।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩
জুন বলেছেন: নিকোটিনের বিষে নীল হয়ে যাওয়া ফুসফুসের প্রকোষ্ঠে :-&
প্রেমে পড়েন আর যাই করেন নিকোটিনের বিষে নীল হয়ে যাবেন না দিশেহারা রাজপুত্র।
কবিতা ভালোলাগ্লো কিন্ত
+
২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ জুন আপু।
উপদেশটি মনে থাকবে।
ভাল থাকবেন।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৮
তুষার কাব্য বলেছেন: ভালোবাসার কবিতা ভালো লাগলো রাজপুত্র।
২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাল লাগায় ভাল লাগা রইল।
ভাল থাকবেন।
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
রোদেলা বলেছেন: মেয়ে তুমি আমার রংধনু নও
যে শুধু বর্ষণরত বিকেলেই আমার আকাশে তোমার আগমন হবে।-------------
রাজপুত্র ,কবিতা খুব ভালো লেগেছে।
২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ রোদেলা।
আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল।
লেখায় প্রেরণা পেলাম।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩০
নাজিয়া ফেরদৌস বলেছেন: একি শুধুই কবিতা নাকি আরো অনেক কিছু ! ভালো লাগলো....