নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার সন্ধানে খুঁজে পাওয়া পূর্ণতা

২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪১



আজ প্রথম বারের মতো 'তুমিহীন' কবিতা লেখার চেষ্টা করছি। ব্যর্থতার পৃষ্ঠায় হয়তোবা আর একটা লাল দাগ।

রাজকণ্যাকে পেছনে ফেলে এটাই আমার প্রথম ভালোবাসা খোঁজা।



মন্দ কি!!!



"ভালোবাসার সন্ধানে খুঁজে পাওয়া পূর্ণতা"



অঝোর বৃষ্টিতে ভেসে বেড়ানো কিছু মেঘ

প্রকৃতির বৈরাগ্যে প্রেমহীন দিনযাপন।

ভালোবাসার সন্ধানে যাপিত কষ্টরা ঘরকুনো।



ভালোবাসা খুঁজে ফিরি ক্লান্ত পথিকের ঘর্মাক্ত শরীরে

তবু রয়ে যায় নিদারুণ শূন্যতা

ফিরি ব্যর্থ মনরথ

সম্বল শুধু হৃদয়ের রিক্ততা।



ভালবাসা ঠাঁই শুধু কবিতার খাতায়

সৌন্দর্য বর্ধক এক লালিত বাসনা

প্রেয়সীর মন প্রেমহীন কপর্দক।

তাই প্রেমের সন্ধান করি ষোড়শী বালিকার শ্যাম ঘন চুলের গহীনে

তবু আশাহত আমি খুঁজে পেতে ভালবাসা

মনের অভিধান তোলপাড় শুধু পেতে প্রেমের মর্মকথা।



শহুরে ভালবাসা ইট পাথরে বন্দী

ব্যস্ততার কাছে হেরে যাওয়া প্রেম

সভ্যতার চাদরে মুখগোঁজা নন্দীনি।



তাই ছুটে চলেছি গ্রামের মেঠপথ ধরে

ভালবাসা পেতে দিগন্ত জোড়া সবুজ মাঠ জুড়ে।

খুঁজে পেয়েছি অবারিত প্রেম কৃষাণীর হাঁসিতে,

ধানের প্রেমমাতাল ঘ্রাণ,

দেশমাতার মাটির সোঁদা গন্ধে।



তাই বোধের জগতে নতুন সংকলন

প্রেম শুধু প্রেয়সীর অধর জুড়ে নয়

নয় শুধু তার উষ্ণতার স্পর্শে,

প্রেম আছে এই প্রকৃতির সান্নিধ্যে

ভালবাসা আছে পত্র পল্লবের প্রতি পরতে পরতে।

শুধু আঁখিদুটি মেলে দেখো

প্রেমময় মুহূর্ত উপহার দেবে উপেহ্মিত মধ্যাহ্ন

শুধু আঁখিদুটি মেলে দেখো।।

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

বাড্ডা ঢাকা বলেছেন: দারুুন ভালো লাগলো কবিতা।

২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
দারুন লেগেছে জেনে অনেক ভাল লাগল।
ভাল থাকবেন।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

অবাকবিস্ময়২০০০ বলেছেন: ভালো লাগলো

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: 'তুমিহীন' রাজপুত্রকেই আজ বেশী ক্ষুরধার মনে হল। নিঃসন্দেহে আপনার আগের কবিতাগুলোর চাইতে অনেক বেশী ভালো হয়েছে আপনার এই 'তুমিহীন' প্রয়াস। শব্দচয়নে এবং পঙক্তি বিন্যাসে যথেষ্ট মাধুর্য এনেছেন। বাক্যগঠনও মুগ্ধ করার মতো। 'তুমিহীন' রাজপুত্র আসলেই রাজপুত্র হয়ে ধরা দিয়েছে। নিরন্তর শুভ কামনা রইলো।

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী বাঙালী।

আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভাল লাগল।
চেষ্টায় থাকব লেখায় ভিন্নতা আনার।

ভাল থাকুন।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০০

নূসরাত তানজীন লুবনা বলেছেন: বাহ ! অনেক ভালো লিখেছেন


আল্লাহ আপনাকে ভালো রাখুন

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ নুসরাত।

সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ভাল লাগা।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

শায়মা বলেছেন: সুন্দর!!!


ভাইয়া তোমার এক পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলাম কিন্তু পরে দেখি কমেন্টটা নাই !!!:(

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ভালো লাগা জানবেন।
আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশি হলাম। :)

হ্যাঁ, আপনার কমেন্টের প্রতিউত্তরও আমি করেছিলাম। আমি নিজে এই মাত্র খেয়াল করলাম কমেন্টটি নেই। :(
জানি না কেন!!!

জন্মদিনের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ আপুমনি।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭

মহান অতন্দ্র বলেছেন: দারুন। চমৎকার কবিতা।

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ভালো লাগা।
ধন্যবাদ।।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩

এনামুল রেজা বলেছেন: প্রেম খুজে নিক তার স্বচ্ছ আর পূর্ণ গন্তব্য। কবিতায় ভাললাগা।

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।
আমিও চাই প্রেম খুঁজে পাক তার চিরকাঙ্ক্ষিত গন্তব্য।

ভালো থাকবেন।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯

শায়মা বলেছেন: ;(

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মন্তব্যটি মুছে যায় নি।
আমার দেখতে ভুল হয়েছিল।
সরি আ লট।

সে বহাল তবিয়তে আমার একটি পোস্টে তার উপস্থিতি জানান দিচ্ছে। :)

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩

প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। ধন্যবাদ

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্য ও পাঠে ধন্যবাদ।
ভাল থাকবেন।

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১

খেলাঘর বলেছেন:


কবিরা হলো মানুষের ভাবনার প্রকাশক।

৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মন্তব্যের সাথে আমি একমত।

কবিতা পাঠের জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

মনিরা সুলতানা বলেছেন: কবিতায় ভাল লাগা ...।

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।
ভাল লাগল জেনে খুশি হলাম।

শুভ কামনা।

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯

মাঝিবাড়ি বলেছেন: রূপকের ব্যাবহার অসাধারন! লিখে যান ভালো লেগেছে

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ মাঝিবাড়ি।
প্রেরণা পেলাম।
ভালো থাকবেন।

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

সুপ্ত আহমেদ বলেছেন: অনেক সুন্দর হয়েছে!!! চুবো কামুনা থাকুলু ;) ;) :P

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনের জন্য এত্তো গুলান ধইন্যা পাতা।
ভালা থাকবেন।

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪

রোদেলা বলেছেন: তাই ছুটে চলেছি গ্রামের মেঠপথ ধরে
ভালবাসা পেতে দিগন্ত জোড়া সবুজ মাঠ জুড়ে।
খুঁজে পেয়েছি অবারিত প্রেম কৃষাণীর হাঁসিতে,
ধানের প্রেমমাতাল ঘ্রাণ,
দেশমাতার মাটির সোঁদা গন্ধে।------------------

এতো সুন্দর কেন????

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিশ্চিত বিউটিপার্লার গিয়েছিল।
আমি এখনি গোয়েন্দা লাগাচ্ছি। এ রহস্যের উৎঘাটন আমি করবোই।
:) :)

কবিতা পাঠে ধন্যবাদ।
মন্তব্যের জন্য পড়ন্ত বিকেলের রোদেলা শুভেচ্ছা।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালবাসাময় কবিতায় ভাললাগা জানবেন

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাললাগা জনলাম।
কবিতা পাঠে ও আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।

নিরঙ্কুশ। শুভ কামন।

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১

জুন বলেছেন: ভালোলাগা কবিতায় দ্বিতীয় ভালোলাগা দিশেহারা :)

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন আপু।
কিছু কিছু মানুষের ছোট্ট একটি মন্তব্য অনেক বড় প্রেরণার জন্ম দেয়।
আপনি নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম।

ভাল থাকবেন।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৮

ডি মুন বলেছেন: ভালোবাসার সন্ধানে যাপিত কষ্টরা ঘরকুনো।

---- কষ্টেরা ঘরকুনোই হয়। লুকিয়ে থাকে ঘরের ভেতর। কেউ বোঝে না।



শহুরে ভালবাসা ইট পাথরে বন্দী
ব্যস্ততার কাছে হেরে যাওয়া প্রেম
সভ্যতার চাদরে মুখগোঁজা নন্দীনি।


--------- সুন্দর কয়েকটি লাইন।

শেষটাও ভালো লাগল।
সুন্দর কবিতা +++

শুভেচ্ছা রইলো
ভালো থাকা হোক

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে অনেক ধন্যবাদ।
নোটিফিকেশনে আপনার মন্তব্য সবসময়ই মুখে হাসির রেখা ফুটিয়ে তোলে।

একটা কবিতা লেখার, না কবিতা নয়, কবিতা তো পারি না, বাক্যস্তুপ লেখার চেষ্টা করব যার প্রতিটি লাইন আপনার পছন্দ হবে শুধুমাত্র কয়েকটি লাইন নয়।
তা হলে আমার এই লেখার চেষ্টা সার্থক হবে।

ভালো থাকবেন।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার একটা কবিতা , ভালো থাকবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ তনিমা।
ভালো থাকার শুভ কামনা রইল আপনার জন্যও।

:)

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬

সুমন কর বলেছেন: সুন্দর !!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.