নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন দেশমাতৃকার আঁচল তলে উষ্ণ স্নেহের আলিঙ্গনে কাটানো দিন রাত্রি গুলো মাঝে মাঝেই বড় বেশি আহ্লাদী হয়ে ওঠে। বেপরোয়া ইচ্ছে গুলো বন্দুকের বেয়োনেটের মতো আস্ফালন করে ওঠে। ভুলে যাওয়া সে দিনের রক্তাক্ত স্মৃতি ভেসে ওঠে ধোঁয়া ওঠা মগের কাপে। স্নিগ্ধ বিকেলের আলসেমিতে চিঁড় ধরে। সেখানে বাসা বাঁধে বাঙালীর চিরচেনা আক্রোশ। ভাষার প্রতি ভালোবাসা। দেশের প্রতি প্রকাশহীন প্রেম। রাজনৈতিক দলাদলিতে ফিকে হয়ে যাওয়া এই আজন্ম লালিত প্রেম গুমরে কেঁদে ওঠে নববধূর সুদীর্ঘ ঘোমটার আড়ালে। তবু চিরচেনা অলিগলি দিয়ে পায়ে হাঁটা পথে উন্মুক্ত সূর্যের সান্নিধ্য পেতে বারবার ফিরে আসে বাস্তবতার সম্মুখে।
আর সেই জন্যই আজ আমার কলম ধরা। কোন রাজকণ্যার জন্য নয়, নয় কোন গল্প কবিতার জন্য। বই এর পাতায় আটকে পড়া ইতিহাস নয় বরং বর্তমানের কাছে হেরে যাওয়া সোনালী অতীত কে টেনে হিঁচড়ে সামনে আনার জন্য।
"অমর একুশে ফেব্রুয়ারি"
আমি বাঙালী
অামি গর্বিত
অামি গর্বিত বাঙালী।
বুকের পাজরে লালিত দেশপ্রেম আজ ধূলি ধূসরিত কর্দমাক্ত বাস্তবতার কাছে পরাজিত এক নায়িকা। যে তার আব্রু বিকিয়ে দিয়েছে নিলামহীন এক স্বেচ্ছাচারিতার কাছে। এদেশের প্রায় প্রতিটি মানুষ অবশ্যই যারা কিঞ্চিৎ পরিমাণ মানবিক গুণসম্পন্ন, তাদের প্রত্যকেরই বুকের প্রকোষ্ঠে ভালোবাসার লালন হয়। শুধুই এই দেশমাতার জন্য।
১৯৫২ তে ভাষার প্রতি দুর্বার প্রেম, বাঙালীকে দিয়েছিল নতুন দিশা। বেঁচে থাকার প্রেরণা। যদি ২১শে ফেব্রুয়ারি না হতো তবে ১৬ই ডিসেম্বর বাঙালীর জীবনে হয়তোবা অধরা রয়ে যেত। তাই স্বাধীন বাংলার ভিত্তির অন্যতম গাঁথুনি হল ভাষা আন্দোলন। যার পাল তোলা নৌকায় চড়েই আজ আমরা স্বাধীন।
কিন্তু একবিংশ শতাব্দীর আধুনিকতা কি আমাদের স্বকীয়তাকে গ্রাস করছে না? দেশের প্রতি ভাষার প্রতি আমাদের লালিত ভালোবাসা কি আজ আধুনিকতার আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে না? দেশের প্রতি আত্মিক সেই টান কি আজ অদৃশ্যমান নয়? প্রশ্নগুলো বড় বেশি অবাধ্য। মনের দেওয়ালের কার্নিশ বেয়ে ক্রমাগত উপরে উঠতে থাকে।
বরকত, রফিক, জব্বার, শফিউর আর সালামের আত্মত্যাগ আজ ঝড় তোলে না চায়ের কাপে। তাঁদের আত্ম বলিদানের পবিত্র বেদীর উপর দাঁড়িয়ে আজ আমরা আধুনিক। তাই তাদের জন্য তুলে রেখেছি ফেব্রুয়ারির ২৮টি অমূল্য দিন শুধুই ২৮টি দিন। আর কিছু নয়। সভ্যতার নির্মমতায় পিষ্ট বাঙালী আজ ভুলতে বসেছে তার ঐতিহ্যের ইতিহাস।
শহীদ মিনারের পাদপদ্মে শ্রদ্ধার ফুল যতটা না জমা হয় প্রেমিক যুগলের প্রেম নিবেদন আর একান্তে কাটানো কিছু মুহূর্তরা তার থেকে ঢের বেশি গুঞ্জরিত হয় এই পবিত্র ভূমিতে।
কেন এই শহীদ মিনার শুধু ওই একটি দিনই নববধূর মতো সাজবে; কেন প্রতিটি দিন নয়? কেন ছোট্ট শিশু পাঠ্যপুস্তকের একঘেয়েমি বর্ননার মধ্য দিয়ে জানবে আমাদের গৌরবের কথা; আমাদের বিজয়ের কথা; মহান ভাষা আন্দোলনের কথা?
মুক্তিযোদ্ধারা কেন আজ অন্ধকারে? দেশের নেতৃত্বে তো তাদের থাকার কথা? তবে কেন আজ তারা দৃশ্যমান নয়? জাতির এই সংকটকালে শুধুমাত্র অন্নসংস্থানই কেন তাদের চিন্তার খোরাক?
৫২ এর সেই সে দিনের ১৪৪ ধারা ভঙ্গকারী দামাল ছেলেরা আজ কোথায়? দেশমাতা যে আজো ওদের দিকে তাকিয়ে। যারা বুক চেতিয়ে দাঁড়িয়েছিল বুলেট বেয়োনেটের সামনে, তারা কি পারবেনা এই স্বাধীন বাংলার বুক থেকে কিছু পশুশ্রেনীর মানুষকে বিতাড়িত করতে। নাকি সময়ের সাথে সাথে তাদের মতো তাদের বিপ্লবী চেতনাও আজ মহাকালে বিলীন।
বেশ কিছু প্রশ্ন বেড়ে উঠেছে প্রশ্রয়ের আতিশয্যে। এর উত্তর আমি চাই না। কেননা প্রতিটি বাঙালীর বিপ্লবী মন যখন দেখতে পাবে প্রিয় জননী তথা ভাষার অশ্রুসিক্ত অবয়ব, সেদিন এই প্রশ্নগুলো উড়িয়ে দেব রঙিন কাগজের সাথে। বাতাসে দেশপ্রেমের সাহ্মর রেখে যাবে উড়ন্ত সেই রঙ বেরঙের কাগজগুলো।
তাই আমি আবার মুক্তিযুদ্ধ দেখতে চাই। বহির্শক্তির বিরুদ্ধে নয়। এই বাংলার বুকে বেড়ে ওঠা জাত পাত ধর্ম দোষে দুষ্ট একটা গোষ্ঠীর বিরুদ্ধে। রাজনৈতিক তকমার আড়ালে লুকানো হায়েনার বিরুদ্ধে। অপ সংস্কৃতির বিরুদ্ধে।
আমি আবার দেশপ্রেমিক হতে চাই। শরীরের প্রতিটি লোমকূপে অনুভব করতে চাই একুশের চেতনা। ইতিহাসের পাতায় নয় বরং বর্তমানের বুকে রঙিন অালপনা আঁকতে চাই অমর একুশের।
➡আমার লেখাটা যেহেতু 'অমর একুশে ফেব্রুয়ারি' এর উদ্দেশ্যে তাই পাঠক মনে হতেই পারে ভাষা আন্দোলন অথবা ভাষা শহীদদের আত্মাহুতির কাহিনীকে এড়িয়ে কেন গোটা লেখা জুড়ে রয়েছে এক ধরনের আক্রোশ ছড়িয়ে আছে।
আমি শুধু একটি কথাই বলব, বুকে হাত দিয়ে বলুন তো আপনার হৃদয় মাঝে কি আক্রোশের জন্ম হয় নি?
যদি না হয় তবে আপনি বাঙালী নন।
ছবিঃ গুগল।
ধন্যবাদঃ খুব প্রিয় একটি মেয়ে 'মূর্ছনা' কে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ বিজন।
ভাল লেগেছে জেনে ভাল লাগল।
আশা রাখি দেশের জন্য অনিঃশেষ ভাল লাগা লালন করছেন বুকের মাঝে।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখেছেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আশা রাখি দেশের জন্য অনিঃশেষ ভালোবাসা লালন করছেন বুকের মাঝে।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমাদের ভাষা এবং মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র হওয়া উচিত ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: একমত।
ভাষা ও মুক্তিযুদ্ধের উপর অান্তর্জাতিক চলচ্চিত্র হওয়া উচিত।
কিন্তু তারথেকে বেশি প্রয়োজন ১৬ কোটি বাঙালীরর বুকে ভাষার জন্য ভালোবাসার লালন।
পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩
কলমের কালি শেষ বলেছেন: ভালো লিখেছেন ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আশা রাখি দেশের জন্য অনিঃশেষ ভালোবাসা লালন করছেন বুকের মাঝে।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩২
অনন্ত৪২ বলেছেন: ভালো লিখেছেন
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আশা রাখি দেশের জন্য অনিঃশেষ ভালোবাসা লালন করছেন বুকের মাঝে।
ভাল থাকবেন।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
মন্তব্যে নতুন সৃষ্টির প্রেরণা।
আশা রাখি দেশের জন্য অনিঃশেষ ভালোবাসা লালন করছেন বুকের মাঝে।
ভালো থাকবেন।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৩
বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার ক্ষোভের কারণটা উপলব্ধি করার চেষ্টা করলাম। এবং তাতে মনে হল আপনার ক্ষোভ যথার্থই কারণেই।
যারা একুশ এবং ১৬ই ডিসেম্বর এনে দিয়েছে, তারা নানা কারণেই পরবর্তীতে অবহেলিত হয়েছে। কেউ কেউ হয়তো এখনো লাইম লাইটে আছে কিন্তু আগের মতো আর চেতনা বুকে নাই তাদের। তারাও যুগের চাহিদায় গা ভাসিয়ে দিয়েছে। আমাদের কষ্টের ইতিহাস যাদের বুকে নাই, তারাই দাবড়িয়ে বেড়াচ্ছে। আমাদের গর্বিত অর্জনগুলোকে আমরা বিভিন্ন সময়ে কালিমালিপ্ত করে দিয়েছি স্বার্থের সংঘাতে। ফলে নূতন প্রজন্ম সেগুলো সম্বন্ধে মিশ্র ধারণা পোষণ করছে। তাইতো নির্দিষ্ট দিবস ছাড়া আমরা বায়ান্ন, ঊনসত্তর, একাত্তরের অর্জনগুলো মনে করি না। মনে করি না যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ওসব অর্জন করেছিলাম। তাই আমাদের মধ্যে দেশপ্রেমটাও অনেকটা সিজনাল হয়ে গেছে। তবে অতীত যারা অস্বীকার করে, ভবিষ্যৎ তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করে। এটা প্রমাণিত।
আপনার চেতনার দ্রোহের প্রকাশ ভালো লাগলো রাজপুত্র।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঠিকই বলেছেন। একমত আমি।
আমাদের গৌরবের ইতিহাস আজ কিছু স্বার্থান্বেষী মানুষের হাতে বেআব্রু।
চাই দলগত প্রচেষ্টা।
রুখে দাঁড়াতে হবে আমাদের।
ভালো থাকবেন। মন্তব্যে বরাবরের ন্যায় ভালো লাগা।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো লেখাটা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
মন্তব্যে অনেক অনেক ভালো লাগা।
আশা রাখি দেশের জন্য অনিঃশেষ ভালোবাসা লালন করছেন বুকের মাঝে।
ভালো থাকবেন।
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮
মনিরা সুলতানা বলেছেন: অপসংস্কৃতির বিরুদ্ধে আক্রোশ , ঘৃণা আমার জন্মসুত্রে পাওয়া ।
একাই হোক দল বন্ধ ভাবে হোক লড়ে জাব আজীবন ।।
আপনার লেখায় ভাললাগা ।।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাংলার প্রত্যেক মানুষ যদি বুকে এই প্রত্যয় লালন করতো।
তবে বাংলা সোনার বাংলা হয়ে যেত।
সেদিনের প্রত্যাশায়।
লেখা ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আপনার জন্য শুভ কামনা।
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৩২
জাফরুল মবীন বলেছেন: অসাধারণ লেখা!
খুব ভাল লাগল আপনার লেখনিতে নিজ ভাবনার প্রতিচ্ছবি দেখে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শুভকামনা জানবেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ভালো লাগা জানবেন।
নিজের লেখায় অন্যের চিন্তার প্রতিফলন।
শুনে বেশ ভাল লাগছে।
ভালো থাকবেন।
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩১
দ্য নিশাচর বলেছেন: বেশ লিখেছেন।
ভালো লাগলো।
তবে একটা কথা জানতে ইচ্ছা করে।
আপনার মন্তব্য দেখে আপনাকে খুব গম্ভীর বলে মনে হয়।
তাছাড়া, ব্লগের একটা ব্যাপার কি-এখানে প্রায় সবাইই গম্ভীরভাবে,কঠিন ভাষায় মন্তব্য করেন!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল জেনে খুশি হলাম।
জী আমি একটু নিঃসঙ্গতা প্রিয় মানুষ। একা থাকতে ভালোবাসি। সত্য বলতে সময় আর পরিস্থিতির জন্যই আমার এই স্বেচ্ছায় গাম্ভীর্য গ্রহণ।
তবে রোবটিক নই। আবেগ, ভালোবাসা, স্নেহ এগুলি এখনো দুর্দান্ত প্রতাপে আমার মাঝে আছে।
শুধু তার উপস্থিতি, একটু ছুঁয়ে যাওয়া আমার আমিকে আবার আমার করে দেবে।
ভালো থাকবেন। আপনার গল্পটা বেশ লেগেছে।
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩
শায়মা বলেছেন: গুরু গম্ভীর লেখাটা পড়লাম ভাইয়া।
তবে লাস্টে এসে নিশাচরভাইয়া আর তোমার কমেন্ট রিপ্লাই পড়ে হাসছি। নিশাচর ভাইয়া তো আর জানেনা তুমি ভিতুর ডিম আর তাই এই গূরুগম্ভীর ছদ্মাবরণ বা মুখোশ!!!!!!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখা পড়েছেন সেজন্য ধন্যবাদ।
গুরুগম্ভীর। :।
আমার নিক পরিবর্তন করবো।
তবে মুখোশ না আপু। কিছু কথা কিছু ঘটনা সাইলেন্ট মোডে নিয়ে গেছে আমায়।
ভালো থাকবেন।
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লিখেছেন, ভাল লাগল।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
মন্তব্যে নতুন সৃষ্টির প্রেরণা।
ভালো থাকবেন।
১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৯
শায়মা বলেছেন: কি ঘটনা? শুনি একটু ভাইয়া?
আমি মনে হয় জানি!
বলবো?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: একটু শুনলে তো হবে না। পুরোটা শুনতে হবে।
কোন এক পোস্টে না হয় বলে দেব।
জানেন!
ব্যাপক বিস্মিত।
বলতে খুব বেশি ইচ্ছে হলে তো বাঁধা দিয়ে লাভ নেই তাই না?
আপুমনিরা বাঁধা মানে না। এইটা প্রুভড।
১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫১
দ্যা লায়ন বলেছেন: এই ব্লগে যেভাবে পাকিরা অবাদ বিচরণ করছে তাতে মনে হয় সামু কর্তৃপক্ষকে বাংলার পাশাপাশি উর্দু ফন্ট রাখতে হবে।
আমি ভোরে বেশি ব্লগে আসি তখন দেখি পাকিরা ফজর নামাজ পড়েই শুরু করে মিথ্যা প্রচার সেটা কিযে যন্ত্রণার ,যারা সেই সময়ে আসে তারাই জানে।
এই রাজাকার গুলোকে ব্লগ থেকে তাড়ানো উচিৎ।এদের সাথে যুক্তি দিয়ে সভ্যতা দিয়ে বলে বুঝিয়ে কোন লাভ নেই। তাই এদের কানের নিচে ভন চটকনার বিকল্প নেই।
রাগের চোটে কি বলছি কে জানে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার রাগটা অমূলক নয়।
আমারও তো রাগ হয়।
তবে কি জানেন, আমার রাগটা আপনার কথিত পাকি গোত্রীয় ওই বিশেষ গোষ্ঠীর উপর নয়।
বরং তাদের উপর যারা দেশকে ভালোবাসে কিন্তু তাদের সামনেই যখন আমাদের মুক্তিযুদ্ধ এর চেতনা উলঙ্গ হয় তারা থাকে নিষ্প্রহ।
সেই সব দেশপ্রেমিকদের উপর।
আমার রাগ মুক্তিযোদ্ধাদের উপর। দেশদ্রোহীদের উপরর নয়।
আলোর কাজ আলোকিত করা। সে যদি তার কাজ না করে তবে অন্ধকারের দোষ কি?
এটা একান্ত আমার ধারনা।
ভালো থাকবেন। আর বুকে জমা দেশপ্রেমের লালন করুন। পাকিরা পালাবে।
১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩০
আরজু পনি বলেছেন:
প্রতিবাদের ভাষা যে কী চমৎকার হতে পারে আপনার এই লেখা পড়ে দারুণভাবে তা উপলব্ধি করা যায়...
আপনার এই লেখার লিঙ্কটা পাঠকদের জন্যে আমার এই পোস্টে যুক্ত করে দিলাম ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনার মন্তব্য এরূপ লেখার হ্মেত্রে প্রেরণা হয়ে থাকবে।
চমৎকার মন্তব্যে ভাল লাগা।
আর আমার এই লেখাটি আপনার পোস্টে যুক্ত করায় অনেক অনেক কৃতজ্ঞতা।
ভাল থাকবেন।
১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩১
রোদেলা বলেছেন: লেখাটা বুকে ছুড়ি মাড়ার মতোই লেগেছে-এইটুকু বলতে পারি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার এটুকু বলাই অনেকটা ভালো লাগায় পরিণত হল।
ভালো থাকবেন।
আশা করি আপনার এটুকু বলা কখনই শেষ হবে না।
১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩
মহান অতন্দ্র বলেছেন: ভাল লাগল। জয়ী হোক আপনার দেশপ্রেম।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমার দেশপ্রেম জয়ী হলে পুরো বাঙালীর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবে রূপ নেবে।
আমিও সেটাই প্রত্যাশা করি।
১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: অসাধারণ একটি পোস্ট।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ইমতিয়াজ ভাই, ভালো লেগেছে জেনে অনেক অনেক ভালো লাগছে।
নিরন্তর শুভ কামনা।
২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: : ধন্যবাদ আপনাকে।আশা রাখি দেশের জন্য অনিঃশেষ ভালোবাসা লালন করছে আপনাকে দোয়া রইল
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
একই প্রত্যাশা রইল আপনার জন্যও।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১১
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন, ভাল লাগল।