নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"অস্তিত্বহীন তোমার কাব্য"
সময়ের বিবর্তনে ঝাপসা হয়ে আসা স্মৃতির ক্যানভাসে
তুমি কেন এতো রঙিন।
কেন তুমি ম্রিয়মাণ হও না
প্রেমশূণ্য হৃদয়ের দহনে।
কল্পনার রাজকণ্যা
কেন তুমি এখনো হানা দাও
ভোর রাতের আধোঘুমে আধোজাগরণে।
দিনের ব্যস্ততায় কেন হারিয়ে যাও
বাস্তব কঠিন নিষ্ঠুরতার যাতনে।
অস্তিত্বহীন তুমি আছো আমার সবটুকু জুড়ে
সবকটি অলিন্দ প্রকোষ্ঠে বিষিত অক্সিজেন হয়ে
তবু কেন বেঁচে থাকার একমাত্র আকুতি তুমি
কেন হারিয়ে যাওয়া তোমায় নিরন্তর খুঁজে চলা
অজানা এই প্রশ্নের উত্তরের সন্ধানে বিরামহীন হেঁটে চলা আমার।
কবিতা শব্দ বাক্য ছন্দে নূপুরের রিনিঝিনি ঝংকারে
হাস্যজ্জ্বল তোমার বিচরণ।
প্রেমসর্বস্য কবিতারা ঢুকরে কেঁদে ওঠে তোমার পাদপদ্মে
তবুও নির্বিকার তোমার চোখে খুঁজে পাই না আমায়
খুঁজে পাই কয়েক ছটাক করুণা
আর বিদ্রুপের হাসিতে ঝরে পরা অহমিকা
আবেগ প্রবেশাধিকার হারিয়েছে তোমার মনের ঘরে
ভালোবাসা পদদলিত হয়
প্রেমহীন হৃদয়ের ভারে।
তবুও ভালোবাসার ফানুস উড়িয়েছি তোমার আকাশে
দেখব কত কাঠিন্য আছে তোমার মাঝে।
আর কতগুলো কবিতা লিখলে তুমি আমার প্রেমে পড়বে
আমি দেখতে চাই।
প্রেয়সীর মন পেতে আর কতগুলি শব্দ বাক্যে প্রেম দিতে হবে
আমি দেখতে চাই।
ওই ইট পাথরের মনের দেওয়ালে
কতগুলো কবিতায় প্রেম জাগে
আমি উপলব্ধি করতে চাই।।
ছবিঃ গুগল।
উৎসর্গঃ হয়তো অদেখাই রয়ে যাবে তোমার। পৌঁছাবে না তোমার দৃষ্টিসীমানায়। তবুও আমার প্রতিটি কবিতাই উৎসর্গ করবো তোমার জন্য। "রাজকন্যা", ভালো থেকো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা!
আপনি তো করলেন।
এটাই অনেক।
ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল।
ভালো থাকবেন।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৪
নেক্সোপিয়ান বলেছেন: বেশ লেগেছে কবিতাটি ^_^
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ও ব্লগে আসার জন্য ধন্যবাদ।
ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগছে।
ভালো থাকবেন।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: যার বুকে প্রেমের এতো দহন, যার ভালোবাসায় এতো আত্মবিশ্বাস, তার ডাকে সাড়া না দিয়ে পারবে না রাজকন্যা। ভালোবাসার আকুতি আমাকেও ছুঁয়ে গেলো। বলতে পারেন দিশেহারা করে দিয়েছে। নিশ্চয়ই রাজকন্যাও একদিন দিশেহারা হবে আপনার এই আহ্বানে। কবিতা ভালো লাগলো রাজপুত্র। ভালোবাসার কবিতায় ভালোবাসার মাখামখি আছে যথেষ্ট। নিরন্তর শুভ কামনা রইলো আপনার জন্য আর আপনার কাঙ্ক্ষিত রাজকন্যার জন্য। রাজকন্যার বোধোদয় হোক এটাই কাম্য।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মন্তব্য সবসময়ইই কবিতার সত্ত্বাকে তুলে ধরে।
আমার কবিতার আবেগ যে আপনাকে ছুঁয়ে গেছে আমার স্বার্থকতা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৫
সুফিয়া বলেছেন: এরপরও যদি তার মনের কাঠিন্যতা না কাটে, আবেগের রুদ্ধ দুয়ার না খোলে তাহলে তাকে সরাসরি পাষাণী বলাই ভাল। অবশ্য আপনার যা প্রেমময় হৃদয়, সেটাও বলতে পারবেন না বোধহয়।
কবিতা খুব ভাল লেগেছে তাই এতগুলো কথা বললাম।
ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: অদ্ভুত সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আমার কবিতাগুলো (যা আদৌ কবিতা কিনা সন্দিহান) সে কখনই পড়বে কিনা জানি না। তাই পাষাণী তকমাটা তাকে সম্ভবত দেওয়া যাচ্ছে না।
মন্তব্যে ভালো লাগা।
ভালো থাকবেন।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৫
আরণ্যক রাখাল বলেছেন: দেখব কত কাঠিন্য আছে তোমার মাঝে লাইনটা খুব ভাল লেগেছে
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আরণ্যক।
ভালো লাগায় অনেক ভালো লাগা জানবেন।
শুভ কামনা।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩২
চন্দনপাল০২৩ বলেছেন: ভালো লাগলো
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
কবিতা পাঠে ও ব্লগে আসায় কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৮
রঙতুলি বলেছেন: আপনি দিশেহারা না আভিমানী রাজপুত্র।।
জানেন তো মেয়েরা ব্যাড বয় বেশি পছন্দ করে, কবির কাব্য উপভোগ করে যদিও।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হতে পারে।
তবে প্রিয় রঙতুলি কবিতা তখনি উপভোগ্য হয়ে ওঠে তখনি যখন হৃদয়ের রক্তহ্মরণে তা আবেগী হয়।
আর যে সেই কবিতাকে অনুভবের বাইরে শুধু উপভোগ করে সে প্রেমিকা হতে পারে তবে রাজকণ্যা হবার যোগ্যতা তার নেই।
ভালো থাকবেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজকণ্যা আমার কবিতাগুলো পড়ে নি কখনই তাই সে রাজকণ্যা হতেই পারে।
আমি গুড বয় যে নই সেটা সিওর। কিন্তু ব্যাড বয়.... (নিজের গুণকীর্তনে আগ্রহী নই)
মন্তব্যের প্রতিউত্তর যাই হোক, আপনার মন্তব্য ভালো লেগেছে।
আমি অভিমানী নই।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪০
জাফরুল মবীন বলেছেন: চমৎকার একটি কবিতা পাঠ করলাম।
ধন্যবাদ কবিকে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনাকেও ধন্যবাদ নিরন্তর উৎসাহের জন্য।
ভালো কিছু যদি হয় তা সৃষ্টির প্রেরণা পাই আপনাদের মন্তব্য থেকেই।
ভালো থাকবেন।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩
বৃতি বলেছেন: "রাজকণ্যা"র জন্য উপলব্ধিগুলো ভালো লাগলো
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছু বলব না।
ভালো থাকবেন শুভ কামনা রইল।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৫
বাড্ডা ঢাকা বলেছেন: দারুন একটি কবিতা লেখেছেন কবি । কবিতা পাঠে মন ভরে গেল।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগা।
পাঠকের মন ভরে যাওয়া- একজন লেখকের অনেক বড় পাওনা।
ভালো থাকবেন।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯
কলমের কালি শেষ বলেছেন: রাজপুত্র কি রাজকন্যার খোঁজে দিশেহারা হয়েছে নাকি ! ....
কবিতায় ভাালোলাগা । +++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
খুঁজে পেয়েছি আবার পাই নি।
++ প্লাচের জন্য কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০২
মনিরা সুলতানা বলেছেন: আবার ও রাজকন্যার প্রতি এত্তগুলি হিংসা
লেখা খুব ভাল হয়েছে ...।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা!
কি বলবো?
ভালো থাকবেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কখনো যদি দেখা হয় রাজকণ্যার সাথে।
আপনার হিংসেগুলো তুলে দেব তার হাতে।
উপহার হয়ে থাকবে না হয়।
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: আমার ও একই প্রশ্ন কতকাল ? কত কবিতা ?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: এ এক উত্তরহীন প্রশ্ন।
আমি অপারগ।
খুঁজে চলেছি নিরন্তর। তবুও ব্যর্থতাই সম্বল।
ভালো থাকুন।
আর হ্যাঁ এই প্রশ্নটাই কিন্তু বাঁচিয়ে রাখে আমাদের আবেগকে। সৃষ্টি করে অসংখ্য কবিতা।
১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩
রঙতুলি বলেছেন: লেখক বলেছেন: রাজকণ্যা আমার কবিতাগুলো পড়ে নি কখনই তাই সে রাজকণ্যা হতেই পারে
এই জন্যই বলেছিলাম
আভিমানী আপনার সাথে ভাল যায় ^_^
নিজের ঢোল কিছুটা নিজেই বাজান ,হয়ত রাজকন্যা নয় হয়ত অন্য কেউ অপেক্ষা করে আছে আপনার জন্য
গুড বয়+ কবি = রবীন্দ্রনাথ
ব্যাডবয় + কবি = নজরুল
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। নিরেট যুক্তি।
মানতেই হচ্ছে অভিমানী আমি। কিন্তু সেটা থাকলেও আমার নিজের উপরেই সেই অভিমান।
ওকে। আজ থেকে পুরোদমেই চলবে আপন ঢোল বাজানো।
অতিষ্ঠ না হয়ে যান?
গুডবয় বা ব্যাডবয় চেষ্টা করলেই হতে পারব কিন্তু কবি কি আদৌ হতে পারব?
১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অস্তিত্বহীন তুমি আছো আমার সবটুকু জুড়ে
সবকটি অলিন্দ প্রকোষ্ঠে বিষিত অক্সিজেন হয়ে
তবু কেন বেঁচে থাকার একমাত্র আকুতি তুমি
কেন হারিয়ে যাওয়া তোমায় নিরন্তর খুঁজে চলা
অজানা এই প্রশ্নের উত্তরের সন্ধানে বিরামহীন হেঁটে চলা আমার।
তবুও ভালোবাসার ফানুস উড়িয়েছি তোমার আকাশে
দেখব কত কাঠিন্য আছে তোমার মাঝে।
আর কতগুলো কবিতা লিখলে তুমি আমার প্রেমে পড়বে
আমি দেখতে চাই।
প্রেয়সীর মন পেতে আর কতগুলি শব্দ বাক্যে প্রেম দিতে হবে
আমি দেখতে চাই।
ওই ইট পাথরের মনের দেওয়ালে
কতগুলো কবিতায় প্রেম জাগে
আমি উপলব্ধি করতে চাই।।
আপনার এই লাইনগুলো বেশি ভালো লাগছে ।
শুভেচ্ছা
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে জেনে অনেক ভাললাগা রইল।
ভালো থাকবেন।
১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩
আমি সৈকত বলছি বলেছেন: আবেগ প্রবেশাধিকার হারিয়েছে তোমার
মনের ঘরে
ভালোবাসা পদদলিত হয়
প্রেমহীন হৃদয়ের ভারে।
তবুও ভালোবাসার ফানুস উড়িয়েছি তোমার
আকাশে
দেখব কত কাঠিন্য আছে তোমার মাঝে।
আর কতগুলো কবিতা লিখলে তুমি আমার
প্রেমে পড়বে
আমি দেখতে চাই।
প্রেয়সীর মন পেতে আর কতগুলি শব্দ
বাক্যে প্রেম দিতে হবে
আমি দেখতে চাই।
ওই ইট পাথরের মনের দেওয়ালে
কতগুলো কবিতায় প্রেম জাগে
আমি উপলব্ধি করতে চাই।।
উফফফফফফফফ নেশা লেগে গিয়েছিলো।
ভেবেছিলাম ভালো লাগা দেবো না এত শর্ট করলেন কেন!!!!
তবুও ভালোলাগা না দিয়ে পারলাম না।
খুব ভালো লেখা লিখে যাবেন আশা রাখি।
ভালো থাকবেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠেরর জন্য ধন্যবাদ।
আপনাকে মন্তব্য করতে দেখে ভালো লাগছে। তার মানে এখন সেফ আপনি।
হুম, আমিও লিখে যেতে চাই। সভ্যতায় পিষ্ট হতে চাই না। লেখালিখির মাঝেই থাকতে চাই।
আপনার লেখা আমি পড়েছি। বেশ ভালো লেখেন। আশা করি নিয়মিত পাবো আপনাকে।
ভালো থাকবেন।
১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার একটি কবিতা।+++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
+ এর জন্য কৃতজ্ঞতা।
আপনাদের মন্তব্যগুলোই আরো লেখার ইচ্ছে তৈরি করছে।
ভালো থাকবেন।
১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আবেগ প্রবেশাধিকার হারিয়েছে তোমার মনের ঘরে
ভালোবাসা পদদলিত হয়
প্রেমহীন হৃদয়ের ভারে...... দারুন লাগলো লাইনগুলি ......
রাজকন্যা কোথায় লুকিয়ে আছে? বাস্তবে ধরা দিক তাড়াতাড়ি এই শুভ কামনায়......
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে ভালো লাগা।
কিছু কিছু চিন্তারা বাস্তবে না আসাই মনে হয় ভালো।
কল্পনাতেই তারা অদ্ভুত সুন্দর।
ভালো থাকবেন।
১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩১
আমি সৈকত বলছি বলেছেন: হুম্মম্মম্ম মডারেটর মহোদ্বয় আমাকে সেইফ করেছেন
ধন্যবাদ আমার লিখা পড়ার জন্য।
আর হ্যাঁ ইনশা আল্লাহ যতদিন ভেতরে সাহিত্য কাজ করবে লিখে যাবো নিরন্তর।
আপনাদেরও অনেক অনেক লিখা পাবো আর আশা রাখি পাশে পাবো।
ভালো থাকবেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সাদরে গৃহীত হলো।
ভালো থাকবেন।
২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭
রোদেলা বলেছেন: রাজকন্যে -কোথায় তুমি?
এমন আহবান -তুমি শুন্তে পাচ্ছো না।
ফুটনোটে বেশি মুগ্ধতা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজকণ্যা কথায় সে তো রাজকণ্যাই বলতে পারবে।
মন্তব্যে রাজপুত্র খুশী।
ভালো থাকবেন।
২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ হামা ভাই।
আপনার মন্তব্য সবসময়ই উৎসাহ ও নতুন সৃষ্টির প্রেরণা দেয়।
ভালো থাকবেন।
২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭
শায়মা বলেছেন: আহালে রাজকন্যা শিঘরী দেখা দিক রাজপুত্র ভাইয়াজী!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আল্লাহ শায়মা আপু ভালো মাইয়া, তার দোয়া কবুল করো।
আমিন।
কবিতা পাঠে ধন্যবাদ।
ভালো থাকবেন।
২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৬
কাবিল বলেছেন: প্রেমশূণ্য হৃদয়ের কবিরা সব সময় ভাবাবেগ হয়। আর সেই ভাবাবেগ থেকে উৎপন্ন হয় ভাল ভাল গল্প, কবিতা।
রাজকন্যার সঙ্গে দেখা হোক সবাই চাই। আমি বলি কি, থাকনা আরও কিছুদিন... ।
এরই মাঝে অনেকগুলো প্রেমময় কবিতা
উপলব্ধি করবেন আর পাঠকদের উপহার দিবেন।
আপাতত কল্পনার মাঝেই বিরাজমান থাক রাজকন্যা।
মন ছুঁয়ে গেল কবিতা পাঠে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনার মন্তব্য যে কোন লেখক সে কবিতা লিখুক আর আমার মতো অকবিতা। যাই হোক তার জন্য হবে অনেক বড় প্রাপ্তি।
অনেক অনেক শুভ কামনা রইল।
২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫
দীপংকর চন্দ বলেছেন: আবেগ প্রবেশাধিকার হারিয়েছে তোমার মনের ঘরে
অনেক আবেগমাখা লেখায় অনেক ভালো লাগা ভাই।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার জন্যও রইল শুভ কামনা।
২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭
টুম্পা মনি বলেছেন: অস্তিত্বহীন তুমি আছো আমার সবটুকু জুড়ে
সবকটি অলিন্দ প্রকোষ্ঠে বিষিত অক্সিজেন হয়ে
তবু কেন বেঁচে থাকার একমাত্র আকুতি তুমি
কেন হারিয়ে যাওয়া তোমায় নিরন্তর খুঁজে চলা
অজানা এই প্রশ্নের উত্তরের সন্ধানে বিরামহীন হেঁটে চলা আমার।
বাহ আবেগের ঘনঘটা! মুগ্ধ হতে বাধ্য।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক ধন্যবাদ টুম্পা মনি।
আপনার মুগ্ধতা আমার প্রেরণা।
ভালো থাকবেন।
২৬| ৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
নীলপরি বলেছেন: অস্তিত্বহীন তুমি আছো আমার সবটুকু জুড়ে
সবকটি অলিন্দ প্রকোষ্ঠে বিষিত অক্সিজেন হয়ে
তবু কেন বেঁচে থাকার একমাত্র আকুতি তুমি
কেন হারিয়ে যাওয়া তোমায় নিরন্তর খুঁজে চলা
অজানা এই প্রশ্নের উত্তরের সন্ধানে বিরামহীন হেঁটে চলা আমার।
হুম এবারে বুঝলাম , কেনো রাজপুত্র ফুল মাড়িয়ে হাঁটেন ! রাজকণ্যার এতো চিন্তা করলে আর কোনো দিকে খেয়াল থাকবে কি করে !
কিন্তু এভাবে হাঁটলে রাজপুত্র যদি পড়ে যান ? তখন ? হ্যা জানি , রাজকণ্যা আছেন দেখার জন্য । তবে ব্যথাটা তো রাজপুত্রেরই লাগবে । ইশসস .......
তাই শুভকামনা ।
০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমাকে পড়তে হয়। কারণ আমার ডানা নেই।
আর রাজকন্যা থাক্লে কবিতা লিখতাম না। তাকিয়ে থাকতাম।
২৭| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৪
নীলপরি বলেছেন: তাই ? তাহলে এটা ঠিক ধরেছি । রাজপুত্র পড়ে যান ?
সরি । হাসতে চাইনি । এমনি এমনি এসে গেলো ! আমি সমব্যথী ।
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কারো পৌষমাস কারো সর্বনাশ।
কেমন আছো?
২৮| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৫
নীলপরি বলেছেন: বললাম সমব্যথী , তাও এরকম বললেন ?
বললাম সমব্যথী , তাও এরকম বললেন ?
একটু দেরী হয়ে গেছে বোধহয় । তবু রইল ।
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ স্বাদ।
পরিময়।
২৯| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৭
নীলপরি বলেছেন: বলেছি তো কেমন আছি , সময় পেলে দেখবেন ।
আপনি কেমন আছেন ?
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: তুমিও দেখে নাও।
৩০| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৫
নীলপরি বলেছেন: দেখেছি ।
আর একবার বললে কি হতো ?
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: তোমার বললে কি হতো?
৩১| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩২
নীলপরি বলেছেন: আমি তো বাজে ।
আপনি রাজপুত্র বলে কথা ! এক হোলো ?
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: এগুলো কি ধরণের কথা।
সরি বলো।
৩২| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৭
নীলপরি বলেছেন: রাজপুত্র এতো রেগে যান কেনো ? উফ
ঠিক আছে সরি ।
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: সাদামাটা এক আকাশ নাও।
৩৩| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৯
নীলপরি বলেছেন: হুম নিলাম । পেয়ে খুশি হলাম ।
আর আকাশ তো সাদামাটাই ভালো ।
০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শুভ সকাল।
৩৪| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯
নীলপরি বলেছেন: সকাল যেমনই কাটুক এখন আর কিছু ভালো লাগছে না । আমি আপনার আরেকটা উত্তর দেখেই এসেছি ।
শুভ কি শুধু লিখলেই হয় ?
শুভকামনা রইল অনেক । আমার লেখা আর মনের কথা একই । আপনার সবসময় ভালো কাটুক । অ----------নে--------------ক------------------
০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছুই বুঝলাম না। বুঝাও তো। তোমার লেখা আর মনের কথা একি। ভিন্ন তো বলি নি। তুমি কি আমাকে কিছু নিয়ে কিছু বুঝাচ্ছো?
৩৫| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১২
নীলপরি বলেছেন: ওখানে উত্তর দিয়েছি । আগে দেখুন । কি বোঝাবো ? এতো জটিল করে ভাবেন কেনো সবসময় ?
০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও জটিল যে? মেঘের কবিতা পড়বো কবে?
৩৬| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২০
নীলপরি বলেছেন: প্রথম যে মেঘের কবিতাটা লিখেছিলাম সেটাই তো এখনো পড়েননি । বলেছিলাম আপনাকে । তাও
০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
লিংক দাও।
৩৭| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৮
নীলপরি বলেছেন: লিংক কি করে দেয় ? পারি না । দেয়নি কখনো ! দেখছি
০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: নামটা বলো।
৩৮| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৯
নীলপরি বলেছেন: মেঘ জমেছে মেঘের কারনেই
০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। দেখছি।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮
সুমন কর বলেছেন: ১০.৩০ থেকে ১১.৫৮ !! কোন মন্তব্য নাই !!!
কবিতা ভাল লাগল।