নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মেয়ে তুমি - অপূর্ণতার অহমিকা"
মেয়ে তুমি
বিষন্ন অলসতায়
ভালো লাগা কিছু মুহূর্তের মতো
অসংলগ্ন চিন্তার মাঝে ধুমকেতু সম
টুকরো স্মৃতির একরাশ দমকা বাতাস যেন
বেগের প্রবলতায় উড়িয়ে দাও কষ্টগুলো
পর্ণকুটিরে আঁকো ভালোবাসার নিশ্চিত নিবাস।
মেয়ে তুমি
বৃষ্টিভেজা মুহূর্তের কাছে
অকৃপণ যাযাবর
দামমাত্র মূল্যে তাই
ভালোবাসার কেনাবেচা।
মেয়ে তুমি
আকাশের কান্না কষ্টকে বুকে নিয়ে
সেই পরিশুদ্ধ অশ্রুকণার তীক্ষ্ণ আস্বাদনে
ঘোরলাগা কোন হ্মণে তোমায় গোপণে
লুকিয়ে প্রেম করেছি অর্পণ লোকচক্ষুর আড়ালে।
মেয়ে তুমি
আশার বসত গড়েছো নিকোটিনের বিষাক্ত হৃদয়ে
বেদনার নীল রঙে রাঙিয়ে
যাপিত জীবনের কষ্টদের তাড়িয়ে
এক বাসযোগ্য পৃথিবীর নির্মান আমার বুকে।
মেয়ে তুমি
অসাধারণত্বকে দূরে ঠেলে
ঠাঁই নেবে কি বুকের মাঝে?
বাঁচিয়ে রাখা প্রতি নিঃশ্বাসের
হিসেব মিলবে আমার কাছে।
তোমার জন্যই রেখেছি তুলে
অলিন্দের প্রতি প্রকোষ্ঠের কোণে
রক্তাক্ত কবিতার বিশুদ্ধ প্রেম।
মেয়ে তুমি
জ্যোৎস্নাময়ী রাত্রির কাছে
অকৃপণ যাযাবর
দামমাত্র মূল্যে তাই
হৃদয়ের কেনাবেচা।
মেয়ে তুমি
আবেগকে বিকিয়েছো সময়ের দৈন্যতায়
আমাকে ফিরিয়েছো কিসের ছলনায়
রক্তাক্ত আমি আর আমার কবিতা
প্রেম তাই ছন্দহীন শব্দের উপমা।
মেয়ে তুমি
নিয়ন আলোর আঁধারিয়া জগতে
ভালোবাসা খসে পড়া পলেস্তারাহীন দেওয়ালে
প্রেমশূন্য আমার তৈলচিত্র।
মেয়ে তুমি
পাবে না ফিরে এই আমার আমিকে
কবিতার খাতা ভাঙা পেন্সিলের মতো
রয়ে যাবে পুরনো ডায়েরির মলিন পৃষ্ঠাগুলো
তাই অপূর্ণতাই হোক তোমার অহমিকা।
টুকরো কথাঃ
অন্ধকারময় চারপাশ। জলন্ত সিগারেটের যবনিকা। কুন্ডলী পাকিয়ে ধোঁয়াদের হারিয়ে যাওয়া।
যা! শেষ হয়ে গেল।
ছাইভস্ম সিগারেট জীবনের প্রতিরূপ যেন।
কিন্তু তুমি সিগারেট নও। নও বাতাসে মিলিয়ে যাওয়া ধোঁয়াদের মতো। তুমি প্রতিনিয়ত জলন্ত সিগারেটের আগুনে তাপিত একজোড়া ঠোঁট।
ঝলসে গেছো। কিন্তু এখনো রয়েছো পুরোটা জুড়ে।
কথা দিলাম ঠিক ততোদিন তোমায় মনে রাখবো যতদিন বুকের মাঝে হৃদপিন্ডটা জানান দেবে "বেঁচে আছি"।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে জেনে নিজের খুব ভালো লাগল।
ভালো থাকবেন।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩
নবণীতা বলেছেন: অনেক ভাল লাগলো, শুভেচ্ছা রইল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম নবণীতাপু।
শুভেচ্ছায় ভালো লাগা।
ভালো থাকবেন।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মেয়ে তুমি
বৃষ্টিভেজা মুহূর্তের কাছে
অকৃপণ যাযাবর
দামমাত্র মূল্যে তাই
ভালোবাসার কেনাবেচা।++++
চমৎকার শব্দমালা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনিঃশেষ ভালো লাগা জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল লাগায় প্রথম লাইক দিলাম আপনার কবিতা পোস্টে ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ কামনা জানবেন ইমতিয়াজ ভাই।
+ এর জন্য ধন্যবাদ।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল হামা ভাই।
ভালো থাকবেন।
আপনার মন্তব্য সবসময়ই অনুপ্রেরিত করে।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩
আরণ্যক রাখাল বলেছেন: প্রথমটা খুব সুন্দর| ২য়টা তেমন লাগে নি
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আরণ্যক ভ্রাতা,
ভালো লাগার সাথে মন্দ লাগাটা জানানোর জন্য ধন্যবাদ।
কিন্তু কবিতাতো একটাই দিয়েছি। :O
আপনি সম্ভবত 'টুকরো কথা' টা খেয়াল করেন নি।
ভালো থাকবেন।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪
কাবিল বলেছেন: খুব ভাল লাগল।
টুকরো কথাঃ গুলো বেশি ভাল লাগল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগায় অনিঃশেষ সুখানুভূতি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮
ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে জেনে আমার নিজের অনেক ভালো লাগল।
নিরন্তর শুভ কামনা। ভালো থাকবেন।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬
শায়মা বলেছেন: হায়রে মেয়ে.......
তো এই মেয়ে কি রাজকন্যা নাকি বেদের মেয়ে জ্যোসনা ভাইয়া রাজকুমার???
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: শায়মাপু,
এমনটা কেন বল্লেন?
তবে হ্যাঁ রাজকন্যা খুব সাধারণ অতি সাধারণ একটা মেয়ে। যার এই মাত্রাতিরিক্ত সাধারণতত্ত্বই আমাকে মুগ্ধ করে।
তবে আমার কল্পনায় সে রাজকন্যাই।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লিখেছেন -- মুগ্ধতা রেখে গেলাম
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ কামনা রইল আপু।
মুগ্ধতায় অনুপ্রেরণা পেলাম। নব সৃষ্টির প্রেরণা।
ভালো থাকবেন আপু। অনেক ভালো। সবসময়।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩
বিদগ্ধ বলেছেন: মুগ্ধতা.....
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
আর আপনার লেখাটা পড়লাম। বেশ ভালো লেগেছে।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩
শায়মা বলেছেন: আহা রাজকন্যা আর বেদের মেয়ে জ্যোস্নাকন্যার পার্থক্য কোথায়!!!!!!
তুমিই তো এমনটা করলে!!!!!!!!!!আমি কি করেছি ভাইয়ু!!!!!!!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: কি পার্থক্য আছে তা আমি জানি না।
আর আমি কি করলাম? শান্ত শিষ্ট ভদ্র ছেলে আমি। আমার মতো এমন আর হয়? হুম!
আর এমন মনে হবার কারন কিন্তু এখনো বলা হয় নি।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬
বিজন রয় বলেছেন: অনেক অনেক ভাল লাগল।
++++++++++++++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ বিজন রয়।
আপনার ভালো লাগায় আমার নিজেরও অনেক ভালো লাগছে।
অনিঃশেষ শুভ কামনা। ভালো থাকবেন।
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: রাজপুত্রের মনে এতো কষ্ট কেন? কবিতায় কষ্টের রুপায়ন ভালো লাগলেও কষ্ট কিন্তু ঠিকই পেয়েছি।
যার জন্য এতো ভালোবাসা, সে কীভাবে এখনো মুখ ফিরিয়ে রেখেছে জানি না। নিশ্চয়ই একদিন ফিরে আসবে আপনার কাছে। শুভ কামনা রইলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার শুভ কামনায় অসম্ভব ভালো লাগা।
রাজপুত্রের মনের কষ্ট শীঘ্রঈ জানতে পারবেন।
ভালো থাকবেন।
নিরন্তর শুভ কামনা।
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
বৃস্টি, বৃষ্টিভেজা, এ ২টি শব্দ তরুণ কবিদের কবিতায় স্হান করে নিয়েছে।
কবিতা ভালো হয়েছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম।
কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।
ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫
দীপংকর চন্দ বলেছেন: হৃদয়স্পশী শব্দাবলী!
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
মেয়ে তুমি
নিয়ন আলোর আঁধারিয়া জগতে
ভালোবাসা খসে পড়া পলেস্তারাহীন দেওয়ালে
প্রেমশূন্য আমার তৈলচিত্র।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ জানবেন।
আপনার জন্যও রইল শুভ কামনা।
ভালো থাকবেন।
১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মেয়ে তুমি
বৃষ্টিভেজা মুহূর্তের কাছে
অকৃপণ যাযাবর
দামমাত্র মূল্যে তাই
ভালোবাসার কেনাবেচা। ---- দারুন লেগেছে কথাগুলি......। আর কথা দিলাম... শেষের এই লাইনটা চমৎকার ! ছবিটাও খুব ভাল লেগেছে! কবিতা জুড়ে ভাললাগা রাজপুত্র!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার কবিতায় যে এতো ভালো লাগা লুকিয়ে ছিল জেনে প্রিত হলাম।
আর সত্যি বলতে,
কিছু শব্দ জুড়ে দিয়েছি। বেঁধে দিয়েছি আবেগের ডোরে।
নিজগুণে ভালো লাগায় পাঠকের উদারতা।
আমি কবি নই লিখি মাত্র।
ভালো থাকুন আপনার কল্পনার জগতে।
বাস্তবেও।
১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩
দ্বৈত দহন বলেছেন: কথা দিলাম ঠিক ততোদিন তোমায় মনে রাখবো যতদিন বুকের মাঝে হৃদপিন্ডটা জানান দেবে "বেঁচে আছি"। -অসাধারণ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ জানবেন।
ভালো থাকুন। সবসময়।
নিরন্তর শুভ কামনা।
১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪
কলমের কালি শেষ বলেছেন: কবিতাজুড়ে চমৎকার ভাব । ++++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: নিরন্তর শুভ কামনা জানবেন।
প্রতিটি পোস্টে আপনার উপস্থিতি অনেক বড় অনুপ্রেরণা আমার জন্য।
ভালো থাকবেন। সবসময়।
২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২১
মনিরা সুলতানা বলেছেন: নাহ মেয়েটার জন্য টেনশনই হচ্ছে,
" নিকটিনের বিষাক্ত হৃদয়ে "
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা!
আপু এটা ঠিক না। টেনশন হওয়া উচিত আমার জন্য।
বড়ই বেদনা পেলাম।
ভালো থাকবেন।
২১| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:০০
শতদ্রু একটি নদী... বলেছেন: টুকরো কথায় ভালোলাগা দিলাম। এই লেখাটা মনে হয় অনেক মায়া নিয়া লিখছিলেন।
০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: মায়া। হুম মায়া তো থাকবেই। আমার লেখা কবিতা হয়ে ওঠে কিনা জানি না কিন্তু মায়ার কমতি হয় না। তা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫
সোহানী বলেছেন: হুম ভালোলাগা সহ +++++ । ছবিটা খুব সুন্দর......