নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমার পুরোটা জুড়ে আমার তুমি"
অলস দুপুরে ক্লান্তিময় একাকিত্ব
স্মৃতির স্তুপ হাতড়ে খুঁজে পাওয়া ধূলিধূসরিত তুমি।
কটাহ্মের চোখে তাকিয়ে আছো
যেন ঘুম ভাঙিয়ে দিয়েছি তোমার।
ফোলা ফোলা গালে অভিমানের রক্তিম আভা
ছুঁড়ে দেওয়া দৃষ্টিতে প্রশ্নেরা উত্তরের অপেহ্মায়
"কেন বারেবার কেন অকারণ
তোমার সান্নিধ্য পেতে চায় আমার মন"।
আমার বিমুগ্ধ চোখ বিস্ময়ের আতিশয্যে
ঘোর লাগা দৃষ্টি নিষ্পলক আমি।
ভালোবেসেছিলাম ঐ এলোমেলো তুমি কে
আজো ভালোবাসি এই ভীষন গোছানে তোমাকে।
উগরে দেওয়া উত্তর তাই অযথা ব্যাকরণ
ভালোবাসার বর্ণমালায় নতুন সংযোজন
"কখনো আয়না দেখো না রাজকন্যা
প্রেমের যুদ্ধে প্রতিপহ্ম তুমি বড় বেশি বেমানান"।
পড়ন্ত বিকেলের অলস সান্ধ্যআলোয়
মোমবাতির বুকে যত্নে গড়ে ওঠা অন্ধকারে
আমি বাড়িয়ে দিয়েছি হাত
তুমি ধরবে বলে আজ।
তোমার শরীরের উষ্ণতায়
চুলের মাঝে নাম না জানা অাকর্ষণে
আমার বুকের মাঝে
চুপটি করে আমার তুমি।
প্রতিটি মুহূর্তে প্রবল থেকে প্রবলতর
হতে থাকা অনুভূতির নাম 'তুমি'।
শুধু কিছুটা সময় চেয়ে নেব
প্রবল হতে থাকা তোমায়
আমার পুরোটা জুড়ে একটা ঘর বানিয়ে দেব।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: এটা মনে হয় প্রতিটি মানুষের হ্মেত্রেই সত্য। ভালো থাকবেন। শুভ কামনা। আর হ্যাঁ আমার কবিতা যে আপনাকে মুগ্ধ করেছে জেনে ভালো লাগল।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০
মনিরা সুলতানা বলেছেন:
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: সেই হাসি। এবার আমি বুঝে নেব কি বোঝাতে চান।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
মনিরা সুলতানা বলেছেন: তাইলে ডাবল হাসি
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: এবার কিন্তু কনফিউজড।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
মনিরা সুলতানা বলেছেন: আপনি বড় হয়ে যাচ্ছেন , মানে লেখক হিসেবে ...
প্রথম লেখা থেকে একটা আরেক লেখা কে ছাপিয়ে যাচ্ছে ...
আরও অনেক অনেক পরিণত হয়ে উঠুক আপনার লেখক সত্ত্বা
শুভ কামনা
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু বলবো!
না, কিছুই বলবো না।
আমি আসলে এমন মন্তব্যের উত্তর কি হবে জানি না।
যেদিন জানবো সেদিন অবশ্যই উত্তরটা দেব।
ভালো থাকবেন। বারবার আসার জন্য ধন্যবাদ।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৮
সুমন কর বলেছেন: প্রেমের কবিতা ভাল লাগল। সুন্দর।
অ.ট.: তোমার ক্ষ টাইপটা ঠিক করে নিও। অাগের পোস্টেও একই ভুল ছিল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনিঃশেষ শুভ কামনা দাদা।
কবিতা ভালো লেগেছে জেনে নিজের অনেক ভালো লাগছে।
ক্ষ টা এর পর থেকে আর ভুল হবে না। ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০২
নাসরিন চৌধুরী বলেছেন: কবিতায় ভাললাগা--
আরেকটু সময় দিলে আরো ভাল হতে পারত। সুমন ভাইয়ের সাথেও একমত।
ভাল থাকুন কবি
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনিঃশেষ শুভ কামনা।
আপনার কথাটা অবশ্যই মাথায় থাকবে।
ভালো থাকবেন। সবসময়।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮
ধুঁপছায়া বলেছেন: কবিতাটি হৃদয়ে দোলা দিয়ে গেল
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।
ভালো থাকবেন। অনিঃশেষ শুভ কামনা।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১২
বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার ভালোবাসার কবিতা বেশ কিছু ইতিমধ্যেই পড়া হয়েছে। আজও পড়লাম। বের হয়ে আসার চেষ্টা করা যায় না? আপনার কবিতায় ভিন্ন স্বাদ চাই এবার রাজপুত্র।
আজকের কবিতা কিন্তু খারাপ হয়নি। তবে দাবী ছিল যে আরও বেশী।
আর হ্যাঁ, আপনার ভালোর জন্য বলছি, নিজেকে মেলে ধরার জন্য আপনাকে রাজকন্যার বেড়াজাল থেকে বের হয়ে আসা উচিৎ। তা না হলে ক্রমেই আপনি গণ্ডিবদ্ধ হয়ে যাবেন। শুভ কামনা রইলো রাজপুত্র।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: চেষ্টা করবো বৃত্তের থেকে বেরিয়ে আসার।
আপনার উপদেশমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
কাবিল বলেছেন: আপনার প্রতিটি কবিতাই পড়েছি। সব গুলোই ভাল লেগেছে। এটাও তার বাইরে নয়।
বিদ্রোহী বাঙ্গালির সাথে সহমত।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
লেখায় ভিন্নতা আনবার চেষ্টা করবো।
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩২
দীপান্বিতা বলেছেন: +++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।
ভালো থাকবেন। অনিঃশেষ শুভ কামনা।
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: রাজকন্যা ... রাজকন্যা ... কত কবিতা লেখা হচ্ছে তুমি কি তা জানো না...? ভাল লাগল রাজপুত্র!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: জানে না তো।
ভালো লেগেছে জেনে ভালো লাগল। ভালো থাকবেন সবসময়।
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭
শায়মা বলেছেন:
বাহ বাহ বাহ !!!!
প্রেমকাব্যে বাহ!!!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপু।
এই 'বাহ!' ই অনুপ্রেরণার জন্য যথেষ্ট।
নিরন্তর শুভ কামনা। ভালো থাকা হোক।
১৩| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৫০
আহসানের ব্লগ বলেছেন: আরও একবার পড়ে গেলাম কবি +++
০২ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।
ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
১৪| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪১
আহসানের ব্লগ বলেছেন: ওয়েলকাম
১১ ই মার্চ, ২০১৫ সকাল ৮:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আবার আসার জন্য থ্যাংকু থ্যাংকু।
১৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:৩৭
নীলপরি বলেছেন: আমারও খুউব ভালো লেগেছে। সকালবেলা উঠেই এই কবিতাটা পড়লাম। ++
২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরির ভালো লাগায় রাজপুত্রের সুখানুভব। সকালের কফির কাজ করলো কবিতাটা তাই নয় কি? ভালো থাকুক নীলপরি। ডানার যত্ন নেওয়া হোক।
১৬| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৫
নীলপরি বলেছেন: একদম ঠিক বলেছেন । রাজপুত্রের না হয় অনেক রাজকর্মচারি আছেন । কিন্তু পরিকে তো নিজে বানিয়েই খেতে হয় । কবিতাটা কফির কাজ করেছে দেখে , পরি ঠিক করেছে এবার থেকে রোজ সকালে রাজপুত্রের কবিতা পড়বে । পরীকে আর কফি বানাতে হবে না ।
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার ক কক কক কর্মচারী। হাসবো না কাঁদবো?
কবিতাটা কফির কাজ করেছে দেখে , পরি ঠিক করেছে এবার থেকে রোজ সকালে রাজপুত্রের কবিতা পড়বে ।
কারো দিনের শুরু হতে পারাটা নিঃসন্দেহে অসাধারণ অনুভূতি।
কিন্তু এই চাহিদা মেটাতে তো আমার হাইব্রিড কবিতার চাষ করতে হবে।
১৭| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:০২
নীলপরি বলেছেন: এসে গেছি । চাষ করতে হবে না । রাতের স্বপ্নগুলো সকালে লিখে ফেললেই হবে ।
৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: এসেছেন তাই ধন্যবাদ। আমি রাতের স্বপ্ন সাধারণত সকালে ভুলে যাই। তাই ওগুলো কবিতা হয় না।
১৮| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৯
নীলপরি বলেছেন: ওওওহ ।তাহলে আর কি করা যাবে , সবই রাজপুত্রের মর্জি ।
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: অন্যের ইচ্ছার মূল্য ও দিতে জানে রাজপুত্র। কাল কবিতা দিবো একটা। মোটামুটি দাঁড় করিয়েছি একটা।
১৯| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৫
নীলপরি বলেছেন: ধন্যবাদ । অপেক্ষায় থাকলাম ।
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: সানন্দে অপেক্ষায় রাখলাম।
২০| ০১ লা মে, ২০১৫ রাত ১২:০৯
নীলপরি বলেছেন: আমিও সানন্দে অপেক্ষায় রইলাম ।
০১ লা মে, ২০১৫ সকাল ১১:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: অপেক্ষার শেষ হয়েছে আশা করি।
২১| ০২ রা মে, ২০১৫ বিকাল ৪:০৮
নীলপরি বলেছেন: হুম । অপেক্ষাটা সার্থক হয়েছে । তাই রাজপুত্রকে ধন্যবাদ ।
০২ রা মে, ২০১৫ রাত ৯:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: নীলপরিকে দেখে ভালো লাগছে। বর্তমানে একটু ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি তাই ঠিকমতো প্রতিউত্তর দিতে পারছি না। দুঃখিত সেজন্য।
কবিতায় আপনার ভালো লাগাটা অনেক বড় প্রাপ্তি। সকলেই চায় কোন পাঠক নিয়মিত তার কবিতা পড়ুক। বিশেষত কবিতা খারাপ হলেও উৎসাহ দিতে ভুল করে না।
ভালো থাকুক পরি। অনেক।
২২| ০৫ ই মে, ২০১৫ সকাল ৭:০২
নীলপরি বলেছেন: এত ব্যস্ততার মধ্যেও যে উত্তর দিচ্ছেন , তার জন্য ধন্যবাদ ।
আমি নেহাতই সাধারন পাঠিকা । তাই , উৎসাহ দেওয়ার জন্যে নয় । আপনার কবিতার মধ্যে একটা স্নিগ্ধতা আছে , ওটা খুব ভালো লাগে । তাই বলি ।
আপনিও খুব ভালো থাকুন ।
০৫ ই মে, ২০১৫ দুপুর ১২:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্যস্ততা অনেকটাই কেটে গেছে।
/আমি নেহাতই সাধারন পাঠিকা ।/
বারবার শুনতে ভালো লাগছে না। কেউই সাধারণ নয়। নিজের জায়গায় সবাই অসাধারণ।
কবিতায় আপনার খুঁজে পাওয়া স্নিগ্ধতা নতুন সৃষ্টির প্রেরণা। নীলপরি আপনার উপস্থিতি সবসময়ই আনন্দদায়ক। ভালো থাকুক পরি।
২৩| ০৬ ই মে, ২০১৫ সকাল ৭:০৫
নীলপরি বলেছেন: কবিতায় আপনার খুঁজে পাওয়া স্নিগ্ধতা নতুন সৃষ্টির প্রেরণা।
ভাবতে খুব ভালো লাগছে , এমনটা হতে পারে জেনে ।
আপনিও খুব ভালো থাকুন । অনেক শুভকামনা । ওহো , শুভকামনা বাড়তি হলে delete করে দেবেন । আর কি করা যাবে !!
০৬ ই মে, ২০১৫ দুপুর ২:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ভালো লাগায় সুখানুভব।
ভালো থাকুক পরি। সবসময়। অনেক।
আর হ্যাঁ পরির জন্য আমার কোন delet button নেই।
২৪| ০৬ ই মে, ২০১৫ দুপুর ২:১৬
নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম । ধন্যবাদ ।
০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিকে খুশি করতে পেরে রাজপুত্র আহ্লাদিত।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
রোদেলা বলেছেন: প্রতিটি মুহূর্ত প্রবল থেকে প্রবলতর
হতে থাকা অনুভূতির নাম 'তুমি'।
-----------------------------
মুগ্ধতা নিয়ে গেলাম।