নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বেঁচে থাকা - অহেতুক পরিহাস"
বড় অহেতুক হয়ে ওঠে বেঁচে থাকা
কপর্দকহীন আমি কোন এক রাস্তায় একা;
নির্বাক দর্শক দেখি সামাজিক কলুষতা
ঢাউস রঙা গাড়িতে বসে দারিদ্রের দশা।
ছেঁড়া শাড়ি অভুক্ত উদর সে মায়ের
নগ্ন পায়ে শোভিত ধূলোবালি ঢের;
তবু কোলে জুড়ে রয় নাড়ি ছেঁড়া ধন
অনিঃশেষ ভালোবাসায় ভরিয়ে দেয় মন।
বাবু দেবে কি দুটো টাকা
অভুক্ত গেল দুদিন আমার মেয়েটা,
করুন আকুতি ঠিকরে বেরিয়ে আসা কষ্ট
ঘৃণা আর সংকীর্ণমনায় হয় পিষ্ঠ।
তবু কাঁচের জানালায় বেঁচে থাকার ব্যর্থ প্রয়াস;
ফিরে আসে নিঃশব্দ হাহাকার হয়ে
ফুসফুস নিঙরে বেরিয়া আসা দীর্ঘশ্বাস যায় রয়ে।
যারা শহরের ঐ অট্টালিকা জুড়ে
ইট পাথরের মজবুত ইমারতের ভীড়ে
মনুষত্বের জলাঞ্জলি দেয় হাই সোসাইটির নামে;
ওরা ভূষিত হয় সমাজপতি
দেশপ্রেম আর মানবপ্রেমের কান্ডারী।
শহরের কোণঘেঁষা ঐ গিঞ্জি বস্তির কুঁড়ে ঘরে
অশ্রুজমা মায়ের চোখ অভিমানে রক্তজমাট
নিত্যকার কষ্টগুলো বাড়ছে হাওয়া দমকা বাতাস
আর আমি সেই ঘরঘেঁষা রাস্তায় একা
নির্বাক দর্শক হয়ে দেখি সামাজিক কলুষতা;
ওই মায়ের কান্না তবু রয়ে যায় অদেখা
বড় অহেতুক আজ তাই বেঁচে থাকা।
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ। ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
২| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: খুবই কমন দৃশ্য ।মর্মস্পর্শি কবিতায় ভাল লাগা ।
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। শুভ কামনা রইল।
৩| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭
এম এম করিম বলেছেন: ভালো লাগলো বাস্তবতার কবিতা।
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগ বাড়িতে স্বাগতম।
ধন্যবাদ কবিতা পাঠে। ভালো থাকবেন।
৪| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:০৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ হামা ভাই।
ভালো লেখেছে জেনে নিজের খুব ভালো লাগছে। ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
৫| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৪১
সুমন কর বলেছেন: বড় অহেতুক আজ তাই বেঁচে থাকা।
ভাল লাগল।
০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাদা।
আপনার ভালো লাগাটা অনেক বড় প্রাপ্তি। ভালো থাকবেন। শুভ কামনা।
৬| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৬
আরণ্যক রাখাল বলেছেন: ভালো
০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৭| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:২৫
সুফিয়া বলেছেন: আর আমি সেই ঘরঘেঁষা রাস্তায় একা
নির্বাক দর্শক হয়ে দেখি সামাজিক কলুষতা;
ওই মায়ের কান্না তবু রয়ে যায় অদেখা
বড় অহেতুক আজ তাই বেঁচে থাকা।
লাইন ক'টা খুব খুব খুব ভালো লেগেছে। সেজন্য ++++
০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনাকেও অনেক অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
৮| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৪
নাহিদ রুদ্রনীল বলেছেন: যারা শহরের ঐ অট্টালিকা জুড়ে
ইট পাথরের মজবুত ইমারতের ভীড়ে
মনুষত্বের জলাঞ্জলি দেয় হাই সোসাইটির
নামে;
ওরা ভূষিত হয় সমাজপতি
দেশপ্রেম আর মানবপ্রেমের কান্ডারী।
দারুন !
০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগত্ম।
কবিতা পাঠে ধন্যবাদ। ভালো থাকবেন।
৯| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ লাগল কবিতা।+++
০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার স্বার্থকতা।
ভালো থাকবেন নিরন্তর।
১০| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:১৫
এনামুল রেজা বলেছেন: মন খারাপ হল পড়তে পড়তে।
ভাল লিখেছেন রাজপুত্র। শুভেচ্ছা।
০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাহলে ভেবে নেবো আমার এই অকবিতা লেখাটা স্বার্থক।
ভালো থাকবেন। ব্লগে আপনাকে আবারো পেয়ে ভালো লাগছে। শুভ কামনা।
১১| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:২৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: রাজকন্যার বৃত্তের বাহিরে আপনাকে অন্য রকম লাগলো রাজপুত্র। এখানেই আপনি রাজত্ব করতে পারবেন নির্দ্বিধায়। চমৎকার শ্রেণী বৈষম্যের কবিতা, যেখানে কিছু করতে না পারার কারণে বেঁচে থাকাকে অর্থহীন ভাবছেন। আপনার মতো এই ভাবনাটুকুও যদি সবার মাঝে কাজ করে, তাতেও সমাজটা পরিবর্তন হতে বাধ্য। অনেক ভালো লাগলো রাজপুত্র।
০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাইয়া রাজত্ব করার ইচ্ছে তো নেই। তবে হ্যাঁ যখন আপনাদের মতো কেউ মন্তব্য করে লেখার প্রশংসা করে। অন্যরকম এক অনুভূতি। বলে বোঝাতে পারব না। ইচ্ছে হয় লিখি লিখতেই থাকি।
আপনার জন্য শুভ কামনা।
১২| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
মনিরা সুলতানা বলেছেন:
০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বুঝে নিলাম।
ভালো থাকুক প্রিয় মনিরা আপু।
১৩| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:৪৮
নীলনীলপরী বলেছেন: নিদারুন চিত্র ফুটেছে দারুন কবিতায়।
০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ নীলনীলপরী।
ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
১৪| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:১২
চাঁদগাজী বলেছেন:
খুব সামান্য সংখ্যক মানুষ আমাদের এই দুর অবস্হা করেছে।
০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি মনে করি বহু সংখ্যক মানুষের দর্শকপ্রবনতাই এ অবস্থার জন্য দায়ী। ঐ গোটা কতক মানুষ কিছুই করতে পারে না যদি না আমরা মনুষত্বের প্রমাণ রাখি।
১৫| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৪৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন উপলদ্ধি। শুভকামনা কবিতায়।
০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ জানবেন। আপনার ভালো লাগায় আমার সুখানুভূতি। নিরন্তর শুভ কামনা রইল।
১৬| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৪৪
তুষার কাব্য বলেছেন: সামাজিক বৈষম্যের এক কদর্য রূপ চমত্কার ভাবে উঠে এসেছে কবিতায় ।
শুভকামনা রাজপুত্র ।
০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ কিছুদিন পর দেখছি আপনাকে মনে হয়। ভালো আছেন?
কবিতা পাঠে ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। শুভ কামনা রইল।
১৭| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৪০
সোহানী বলেছেন: নাহ্ মনটাই খারাপ করে দিলেন.....
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তবে যখন দেখি কারো ভালো লাগা মন্দ লাগাগুলোয় প্রভাব ফেলতে পারছি আমার কিন্তু ভালো লাগে।
ভালো থাকবেন। আপনার নিয়মিত পদচারণা অনুপ্রেরণার কারন।
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ডাক্তার : আরে, আপনার আর আপনার স্ত্রীর রক্তের গ্রুপ তো একই !!
রোগী : হইবোই তো!
.......... এক না হইয়া যাইবো কই? . . পঁচিশ বছর ধইরা আমার রক্ত চুইষ্যা খাইতাছে !!
মন ভালো করার চেষ্টা!!!
১৮| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:৫৬
প্রামানিক বলেছেন: বৈষেম্যের সুন্দর চিত্র তুলে ধরেছেন। ধন্যবাদ
০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
১৯| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৭:১৬
জাফরুল মবীন বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল!
ভালো লিখেছেন কবি।
ধন্যবাদ অাপনাকে।
০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১০:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন। শুভ কামনা।
২০| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৭
আহসানের ব্লগ বলেছেন: বাহ আপনতো খুব ভাল লিখেন !
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। অনিঃশেষ শুভ কামনা।
২১| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:২৯
শায়মা বলেছেন: বাহ!!! রাজপুত্র!!!!!!
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম!!! শায়মাপু!!!!!!
২২| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৩
কাবিল বলেছেন: রাজকন্যার বৃত্তের বাহিরে এসে আরও সুন্দর কবিতা উপহার দিলেন।
সামাজিক শ্রেণী বৈষম্যের রুপ ফুটে উঠেছে কবিতায়।
অনেক অনেক ভাল লাগল ++++++
আপনার সব ধরনের কবিতা লেখার যোগ্য আছে বলে আমি মনে করি।
তবে রাজকন্যা একদম বাদ দিয়েন না, মাঝে মধ্যে লিখবেন আশা করি।
ভাল থাকবেন।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। রাজকন্যার বাইরে কবিতা লেখার অনুভূতি অন্যরকম। ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
২৩| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৮
আরজু পনি বলেছেন:
নজরুলের কবিতার কথা মনে পড়ে গেল।
ভালো লিখেছেন।
৭+
০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক ধন্যবাদ আপু। প্রেরণা পেলাম। ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
২৪| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮
রোদেলা বলেছেন: ছেঁড়া শাড়ি অভুক্ত উদর সে মায়ের
নগ্ন পায়ে শোভিত ধূলোবালি ঢের;
তবু কোলে জুড়ে রয় নাড়ি ছেঁড়া ধন
অনিঃশেষ ভালোবাসায় ভরিয়ে দেয় মন
---------------
নির্বাক চেয়ে থাকা ছাড়া আর কি করবার আছে রাজপুত্র।
নারী দিবসে সকল মার প্রতি কবিতা উতসর্গ করে দিন।
প্রিয়তে।
০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ জানবেন। আসলেই আমরা শুধুই দর্শক। প্রিয়তে নেবার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
২৫| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ছবিটা দেখেই তো কষ্ট হচ্ছে... কবিতায় বাস্তবতা অনেক সুন্দর করে লিখেছেন...
০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যি বলতে ছবিটা দেখেই লেখার থিমটা মাথায় এসেছিল। ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:২৩
মামুন ইসলাম বলেছেন: বাহা! চমৎকার বাস্তবায়ন কবিতা ।ভালো শেয়ার কবিতায় +++++++