নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমি দেশপ্রেমিক বলছি"
ছোপ ছোপ রক্তের গায়ে হাত বুলিয়ে মাগো
তুমি চোখের জলের সাথে মিলিয়ে নিয়ো।
হয়তো সময়ের ব্যবধানে রক্তময় জীর্নতা
তবু ঐ অশ্রুত রক্তধারায় দেশপ্রেমের স্বার্থকতা।
জানি তুমি নিদারুণ কষ্টের মাঝে মধ্যরাতে
শঙ্কিত মনে চেয়ে রও পথো পানে খোঁজো আমাকে।
তুমি মাগো আর জেগো না রাত থেকো না অপেক্ষায় আমার
আমি ঘরছাড়া দ্রোহ মনে শুধব ঋণ এ দেশমাতার।
ধর্মান্ধ আর গোঁড়ামি আজ বুকচেঁপে বসা অভিশাপ
বুলি আউরেই নেতারা করে স্বার্থোদ্ধার প্রয়াস।
আমি সেথা হতে চাই নাকো সাক্ষী নির্বাক
দেখো তুমি রক্তে ওদের রাঙাবো রাজপথ।
মাগো ইতিহাস জেনো হবে প্রকম্পিত
ভাঙব দম্ভ করব চূর্ণ বেরোবে নাভিঃশ্বাস।
আমি পিষিব ওদের বুকে হানব আঘাত
ওরা ভীত কম্পিত খোঁজে পথ পালবার।
মাগো তুমি করো নাকো ভয় রেখো বিশ্বাস
ফিরাবো আমি মাগো তোমার হারানো সম্মান।
রুখবে কে আমায় এ সাহস বা আছে কার
শাণিত বিবেক আমার তুমি থেকো নির্ভার।
১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকবেন। শুভ কামনা।
২| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দেশের প্রতি ভালবাসাময় কবিতায় ভালো লাগা।
১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যের জন্য ধন্যবাদ। অনিঃশেষ শুভ কামনা।
৩| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৪
অপু দ্যা গ্রেট বলেছেন: মাগো তুমি করো নাকো ভয় রেখো বিশ্বাস
ফিরাবো আমি মাগো তোমার হারানো সম্মান।
রুখবে কে আমায় এ সাহস বা আছে কার
শাণিত বিবেক আমার তুমি থেকো নির্ভার।
োনেক সুনদর লিখেছেন
১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠে ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন। শুভ কামনা।
৪| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৮
হাসান মাহবুব বলেছেন: বাহ! বেশ হয়েছে।
১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ হামা ভাই। ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
৫| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৭
বিদগ্ধ বলেছেন: সুন্দর হয়েছে!
১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকবেন। নিরন্তর।
৬| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫১
সোহানী বলেছেন: অনেক অনেক ভালোলাগা.......
১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনাকে নিয়মিত ব্লগে পেয়ে ভালো লাগছে।
ভালো থাকবেন। সবসময়।
৭| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: শাণিত বিবেক আর দেশপ্রেম থাকলে দেশমাতৃকাকে কোন অশুভ শক্তিই ধ্বংস করতে পারবে না। চমৎকার কথামালায় দ্রোহ, দেশপ্রেম সবই দারুণ ভাবে তুলে ফুটে উঠেছে। এটাকে সংগীত হিসাবেও চালিয়ে দেয়া যাবে এবং দারুণ একটা সংগীত হবে। অনেক ভালো লাগলো রাজপুত্র। নিরন্তর শুভ কামনা রইলো।
১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া। কবিতায় আপনার মন্তব্য অন্যমাত্রা যোগ করে। ভালো থাকবেন। অনিঃশেষ শুভ কামনা।
৮| ১১ ই মার্চ, ২০১৫ রাত ৮:০০
মনিরা সুলতানা বলেছেন: আর এভাবেই মাতৃভূমি কে ভালোবেসে
আমরা হয়ে যাই ইতিহাস.....
রাজপুত্রের দ্রোহ কবিতায় ভালোলাগা
১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু! (চানগ্লাসডা কেমুন)
ভালো লেগেছে জেনে রাজপুত্র বিগলিত।
তবে ইতিহাস হয়ে নয় বরং তুমি ঘটমান বর্তমান হয়ে থাকো।
৯| ১১ ই মার্চ, ২০১৫ রাত ৯:২২
দীপংকর চন্দ বলেছেন: শাণিত বিবেক আমার তুমি থেকো নির্ভার।
অসাধারণ উচ্চারণ!
অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দীপংকর দা। মন্তব্যে প্রেরণা পেলাম। ভালো থাকবেন। অনিঃশেষ শুভ কামনা।
১০| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫১
প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ ভাই দিশেহারা রাজপুত্র।
১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
১১| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৪
আরণ্যক রাখাল বলেছেন: ভালো| কিন্তু আবেগটা বেশি হয়ে গেল না? দ্রোহের কবিতায় আবেগ একটু কম থাকলে ভাল হয় বেশি বলে আমার বিশ্বাস
১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মন্তব্য খুবই ভালো লাগল। আসলে এধরনের কবিতায় আমি একেবারেই আনকোরা। চেষ্টা করছি। আপনার কথা মনে থাকবে। পরবর্তীতে ভুল শুধরে নেব।
১২| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৬
মনিরা সুলতানা বলেছেন: দেশপ্রেমিক রাজপুত্র সান গ্লাসে চোখ ঢাকা থাকলে দেশের দূর্দশা দেখবেন কেম্নে??
তবে চশমায় মানাইছে আমার ভাই কে
১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: মনের চোখ দিয়ে। :!>
হু। চশমায় আমারে ব্যাপুক মানায় (মায় কইছে)
আর রাজপুত্র তো। না মানাইলে দেশের থেইকা চশমা উঠাইয়া দিতাম।
১৩| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৪
সুফিয়া বলেছেন: ধর্মান্ধ আর গোঁড়ামি আজ বুকচেঁপে বসা অভিশাপ
বুলি আউরেই নেতারা করে স্বার্থোদ্ধার প্রয়াস।
আমি সেথা হতে চাই নাকো সাক্ষী নির্বাক ।
খুব ভাল লাগল।
১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ভালো লাগায় আমার নিজের অনেক ভালো লাগছে। ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
১৪| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ধর্মান্ধ আর গোঁড়ামি আজ বুকচেঁপে বসা অভিশাপ
বুলি আউরেই নেতারা করে স্বার্থোদ্ধার প্রয়াস।
দারুন বলেছেন । সুন্দর কবিতা । দেশপ্রেমে উদ্বুদ্ধ হোক সবাই ।
১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। দেশপ্রেম আছে সবার মাঝে শুধু জাগরণের প্রতিক্ষা। ভালো থাকবেন।
১৫| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:০১
কাবিল বলেছেন: এই ভাবনাটুকু যদি সবার বিবেকে থাকতো তাহলে কি আর দেশের এই হাল-অবস্থা হয়।
১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: সহমত। আজ দেশপ্রেমই এক বাস্তব যা অতি বাস্তব এই বাস্তবতায় খেই হারিয়ে ফেলেছে।
১৬| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৯
কালের সময় বলেছেন: চমৎকার ভাল লাগল।
১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ভালো লাগায় আমার নিজের অনেক ভালো লাগছে। ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
১৭| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১০:২০
রোদেলা বলেছেন: আমি খুব সুন্দর করে মন্তব্য করতে পারিনা ,রাজ পুত্র।
তবে যে জায়গা গুলো কোট করতে চাইছিলাম তা অলরেডি দু’জন করে দিলো।
আমার তো মনে হয় সুর করে ভালো গান হতে পারে কবিতাটি।
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু মিথ্যে বলতে হয় না। এই তো সুন্দর মন্তব্য হয়েছে।
আপু কোন এক দিনের শেষে মুখ কালো সূর্যের সাথে ব্যালকোনিতে বসে হয়ে উঠুন সুরকার। তবে ভরপেট খেয়ে নেওয়াটা অবশ্য কর্তব্য। কেননা খালি পেটে কবি আর ভমরাপেটে সুরকার।
গীতিকার পরে খোঁজা যাবে।
১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: গীতিকার
থ্থুক্কু গায়ক।
ভমরাপেট - ভরাপেট
১৮| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৪
যুগল শব্দ বলেছেন:
ধর্মান্ধ আর গোঁড়ামি আজ বুকচেঁপে বসা অভিশাপ
বুলি আউরেই নেতারা করে স্বার্থোদ্ধার প্রয়াস।
সুন্দর কবিতা, +++
১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে ভালো লাগা জানবেন। ভালো থাকবেন। সবসময়।
১৯| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৩
শতদ্রু একটি নদী... বলেছেন: থিম ভাল্লাগছে। প্লাস দিলাম।
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। প্লাসের জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
২০| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
হামিদ আহসান বলেছেন: দ্রোহের বিচ্ছুরণ লাইনে লাইনে ......
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যটা খেয়াল করি নি হামিদ ভাই। সরি।
ভালো থাকবেন। সতত।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২১
এনামুল রেজা বলেছেন: জানি তুমি নিদারুণ কষ্টের মাঝে মধ্যরাতে
শঙ্কিত মনে চেয়ে রও পথো পানে খোঁজো আমাকে।
তুমি মাগো আর জেগো না রাত থেকো না অপেক্ষায় আমার
আমি ঘরছাড়া দ্রোহ মনে শুধব ঋণ এ দেশমাতার।[/
অসাধারণ।