নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ "অধরা আকাশের স্বপ্ন আজ কল্পনা বিলাসী"

১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১০



"অধরা আকাশের স্বপ্ন আজ কল্পনা বিলাসী"

হায়দার আলী একদৃষ্টে চেয়ে আছে। ষোড়শী যুবতী। মলিন বস্ত্রে শরীরের বাঁকগুলো সুস্পষ্ট। লোভাতুর চোখে গিলে খাচ্ছে ময়নার শরীরটা। ময়না ভয়ে কুঁকড়ে যাচ্ছে। ওড়নাটা ঠিক করে নেয়।
বলে চাচা মায় আইজ আইতো না। হের শরীরডা খারাপ। আইজকা আমি কাম কইরা দেই।

- শরীর খারাপ? গতর দেখায় বেড়াইলে হবে না। বাজে মেয়ে মানুষ। গেরামডা পুরা বাজার বানায় ফেলাইছিস মা মাইয়া মিলা।

চুপ করে মাটির দিকে তাকিয়ে আছে ময়না। চোখ ভিজে উঠছে লজ্জায় ঘৃণায়। বাপের বয়সী হায়দার আলীর একভাবে ময়নার বুকের দিকে তাকিয়ে থাকা গ্রামের এই সহজ সরল মেয়েটার মনেও ধীক্কার জন্ম দেয় পুরুষের জন্য।

- যা ভেতরে যা। তোর চাচী বাপের বাড়ী গেছে গা। তাড়াতাড়ি দুডা ভাত ফুটায় দে। আমি কামে বাইর হবো।

ময়না উঠে দাঁড়ায়। উঠতে গিয়ে ওড়নাটা একটু সরে যায়। ষোড়শী যুবতীর শরীর উন্মুক্ত হয় হায়দার আলীর সামনে। ঢোক গেলে হায়দার। দুচোখ দিয়েই স্বাদ নিতে চায় ময়নার শরীরের।

ময়না ওড়নাটা ঠিক করে দাওয়ার দিকে এগোতেই পিঠে হাত দেয় হায়দার আলী। পান খেয়ে লালচে হয়ে যাওয়া দাঁত বের করে কুৎসিত একটা হাসি দেয়। শিউরে ওঠে ময়না। কেঁপে ওঠে ও। কিন্তু এর সাথে ও অপরিচিত না। প্রতিনিয়তইই চেয়ারম্যান হায়দার আলীর মতো প্রভাবশালী সমাজপতিরা তাদের বিষদৃষ্টি দিয়ে লেহন করে চলেছে ময়নাদের। মনটা হু হু করে ওঠে ময়নার। ভারী পা নিয়ে এগিয়ে যায়। দরজা দিয়ে ঢোকার সময় পিছু ফিরে চায়। দেখে হায়দার আলী নির্লজ্জের মতো তাকিয়ে আছে ওর দিকে। চোখ দিয়ে পানি বেরিয়ে আসে ওর। ও জানে এ ঘরের চৌকাঠ আর ও পাড় হতে পারবে না।

কোন ময়নাই পারে না। খাঁচায় বন্দী পাখির মতো ভেতরে ভেতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তাকিয়ে থাকে অধরা আকাশের দিকে।

মন্তব্য ৬০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২১

সেলিম আনোয়ার বলেছেন: অধরা আকাশের স্বপ্ন আজ কল্পনা বিলাসী" দারুণ বলেছেন ।

১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া। পাঠে ও কমেন্টে ভালো লাগা।

২| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২০

আমি তুমি আমরা বলেছেন: :(

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: :(

কিছু কইত্তেন না?



হায়দার আলীদের পৃষ্ঠপোষক কিন্তু আমরা নিজেরাই। আমাদের বাকহীনতা। ভালো থাকবেন। অনেক অনেক শুভ কামনা।

৩| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: হায়দার আলীর মতো অমানুষদের কাছ থেকে ময়নার মতো গরীব অভাবী মেয়েরা খুব কমই তাদের শরীর বাঁচিয়ে বের হয়ে আসতে পারে। যেমন পারে নাই ময়নার মাও।
ময়নারা তাই হায়দার আলীর মতো অমানুষদের শুধু শারীরিক ধর্ষণের শিকারই হয় না, হায়দার আলীদের দৃষ্টিও মেয়েদের প্রতিনিয়ত ধর্ষণ করে যাচ্ছে। ভালো লিখেছেন রাজপুত্র। নিরন্তর শুভ কামনা রইলো।

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: হায়দার আলীদের দৃষ্টিও মেয়েদের প্রতিনিয়ত ধর্ষণ করে যাচ্ছে।//

ভাইয়া, প্রায় প্রতিদিন বাসে, ট্র‍্যামে, ট্রেনে এই জিনিসটা আমি লক্ষ্য করি। মেয়েদের দাঁতে দাঁত চেপে অমানুষদের এই কাজ সহ্য করতে দেখি। প্রতিবাদ করি না তা বলা ঠিক হবে না। কিন্তু এখানে অমানুষের সংখ্যা অনেক বেশি।

ভালো থাকবেন ভাইয়া। ধন্যবাদ।

৪| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪১

শায়মা বলেছেন: :(


১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: চুপ কেন আপু। তোমার আমার মৌনতাতো হায়দার আলীদের উৎসাহিত করে। হারিয়ে যায় কোন এক ময়নার আনন্দ। তোমার আমার সমাজেই হায়দার দের বাস। এরা সুযোগ খোঁজে ময়নাদের সরলতার, অসহায়ত্বের।

৫| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৪

নূর আল আমিন বলেছেন: এসব হায়দার আলীরা শুয়োরের চেয়ে নীকৃষ্ট

১৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিন্তু এই নিকৃষ্টরাই সংখ্যাগরিষ্ঠ। :(

ব্লগে স্বাগতম। ভালো থাকবেন।

১৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিন্তু এই নিকৃষ্টরাই সংখ্যাগরিষ্ঠ। :(

ব্লগে স্বাগতম। ভালো থাকবেন।

৬| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৪

কাবিল বলেছেন: ++++++

১৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন। সবসময়।

৭| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে। কিন্তু এইসব স্যাডানো গল্প বাদ দিয়া ইয়ো টাইপ মজার কিছু লিইখেন তো। মানুষ ইদানিং লাইফে খারাপ জিনিস ছাড়া কিছুই খুইজা পায়না।

১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে ভালো লাগা জানবেন। ধন্যবাদ। ভালো থাকা হোক।

৮| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়দারদের সেবাটা কেউ দেখলেন না :P :-/ X(( ;) =p~ =p~

গরীব দু:খীগো ট্যাকা পয়সা দিয়া সারাজীবন সেবা করলো -- খালি মাঝে মাঝে ইট্টু :P :P

--
অনুগল্প সত্যিই অসাধারন। এত অল্পতে এত ব্যাপক!!

আমাদের সামাজিক অর্থনৈতিক অসংগতি যতদিন দূর না হবে! মৌলিক মানবিক অধিকার পূরণ না হবে ততদিন হায়দারদের বইতে হবে- বইতে হবে ময়নার অধরা আকাশের স্বপ্ন আজ কল্পনা বিলাসী বোধকে স্বপ্নের মাঝেই!

১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।

৯| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

হায়দার আলীর মতো মানুষরা ময়নাদের প্রতিনিয়ত শারীরিকভাবে ধর্ষনের পাশাপাশি দৃষ্টি দিয়ে ধর্ষন করে থাকে। ময়নাদের নিস্তার নেই। এসব পশুদের হাত থেকে ময়নারা বাচতে পারেনা।

স্বল্প পরিসরে অনেক কিছু বলে দিলেন।

১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। সবসময়।

১০| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৭

এম এম করিম বলেছেন: ভালো লাগলো।

১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ। শুভেচ্ছা।

১১| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সমাজের ভয়ঙ্কর একটা দিক খুব নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। অনুপ্রেরণা পেলাম। ভালো থাকবেন। সবসময়।

১২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৮

একলা চলো রে বলেছেন: গভীর অনুভূতি ণীয়ে লেখা অনুগল্প, ময়না নামের সঙ্গে ময়নাপাখিরর মিল নিয়ে এসেছেন,এই ধরনের সাহিত্যিক দৃষ্টিভঙ্গি খুবই প্রশংসনীয়!

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। সুন্দর মন্তব্যে ভালো লাগা। ভালো থাকবেন। অনেক।

১৩| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:১০

সুমন কর বলেছেন: কমন প্লট। মোটামুটি লাগল।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।

বিষয়টি মাথায় থাকবে। :)

১৪| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৮

কলমের কালি শেষ বলেছেন: গল্পে খারাপ লাগলো । :(

সুমন ভাইয়ের সাথে একমত ।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: কলমের কালি শেষ বলেছেন: গল্পে খারাপ লাগলো ।

কেন ভাইয়া!!! :(

ভালো থাকা হোক।

১৫| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:২২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছোট্ট হলেও গল্প তুলে ধরেছে ব্যাপারটা পরিষ্কারভাবে। ভাল লাগল।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রিয় ব্লগারের মন্তব্যে ভালো লাগা। ভালো থাকা হোক। :)

১৬| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৪

ডি মুন বলেছেন: সুমন ভাইয়ের সাথে আমিও একমত।
খুব চেনা প্লট। অণুগল্প হিসেবে মোটামুটি ভালো লাগল।

তবে এমন প্লটে চরিত্র বিস্তৃত করার সুযোগ বেশি থাকায় বড়গল্প হিসেবে মানানসই হয় বেশি।

সুন্দর লেখায় ভরে উঠুক আপনার ব্লগ।

শুভকামনা নিরন্তর।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রিয় গল্পকারের বিশদ মন্তব্যে ভালো লাগা। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

১৭| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৪

ডি মুন বলেছেন: সুমন ভাইয়ের সাথে আমিও একমত।
খুব চেনা প্লট। অণুগল্প হিসেবে মোটামুটি ভালো লাগল।

তবে এমন প্লটে চরিত্র বিস্তৃত করার সুযোগ বেশি থাকায় বড়গল্প হিসেবে মানানসই হয় বেশি।

সুন্দর লেখায় ভরে উঠুক আপনার ব্লগ।

শুভকামনা নিরন্তর।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

১৮| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ৭:১৯

জাফরুল মবীন বলেছেন: দারুণ প্রচ্ছদ।

ভালো লিখেছেন।

ধন্যবাদ আপনাকে।

২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন। শুভেচ্ছা।

১৯| ১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কোন ময়নাই পারে না। খাঁচায় বন্দী পাখির মতো ভেতরে ভেতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তাকিয়ে থাকে অধরা আকাশের দিকে। ''-------শেষের লাইনগুলো আমার মনে দাগা দিয়ে গেল
এক কথায় অসাধারণ হয়েছে

২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন। অনেক।

২০| ১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৩

হামিদ আহসান বলেছেন: ময়নাদের কে রক্ষা করবে৷ রক্ষা করা তো দরকার অামরা সবাই মনে করি ৷

লেখকের জন্য শুভকামনা রইল .......

২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার জন্যও শুভ কামনা। ভালো থাকবেন।

আমার ব্লগে আপনাকে নিয়মিত দেখে ভালো লাগছে। :)

২১| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৪

কলমের কালি শেষ বলেছেন: গল্পে খারাপ লাগলো মানে, গল্পের কাহিনীটা পড়ে মন খারাপ হলো ।

২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: :(


আবারো আসার জন্য ধন্যবাদ।

২২| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১০

মনিরা সুলতানা বলেছেন: সমাজে বেশ কদর্য একটা দিক দক্ষতার সাথে তুলে ধরেছ।
লেখায় +++++

২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকা হোক। অনেক।

২৩| ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৪

আরণ্যক রাখাল বলেছেন: বিষদ বক্তব্য অল্পেই

২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: তিন শব্দের মন্তব্যে অসাধারণ বহিঃপ্রকাশ। :)
ধন্যবাদ। ভালো থাকবেন।

২৪| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: +

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ হামা ভাই। ভালো থাকবেন।

২৫| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৪

মহামহোপাধ্যায় বলেছেন: অণুগল্প ভালো লাগলো।



ভালো থাকুন। শুভেচ্ছা রইল :)

২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে ভালো লাগা জানবেন।
অনিঃশেষ শুভ কামনা।

২৬| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৪

সুলতানা রহমান বলেছেন: পুরুষ মানুষের চরিত্র ভালই তুলে ধরেছেন

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি আন্তরিক ভাবে দুঃখিত দেরী করে প্রতিউত্তরের জন্য।


:( এটি কতিপয় পুরুষের চারিত্রিক দিক। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২৭| ১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০১

সন্দীপ মজুমদার বলেছেন: সমাজের নির্মম রূপ !!

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঠিকই বলেছেন নির্মম দিক। নির্মম সত্য।
ভালো থাকুন সবসময়।

২৮| ০৬ ই মে, ২০১৫ রাত ৮:২৩

নীলপরি বলেছেন: গল্পে+ , প্রচ্ছদও অসাধারন । সম্পূর্ণ শিল্পী ।

০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: তাই?

ভালো লাগায় ভালো লাগা জানবেন পরি।

২৯| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১১

নীলপরি বলেছেন: হুম । :)

০৮ ই মে, ২০১৫ বিকাল ৪:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: "যতবার দেখি তারে
ভালো লাগা নীল প্রজাপতি
মেলে ডানা ওড়ে আকাশ জুড়ে।"

এক্ষেত্রে পরি যদি ভাবে এই লাইনগুলো তাকেই মাথায় রেখে লেখা সেক্ষেত্রে রাজপুত্র কোন দায় রাখে না। ;)

রাজপুত্র ভালো পুলা। :) আমি বলি না। আমার আপুটু বলে।

৩০| ০৮ ই মে, ২০১৫ রাত ৮:৫০

নীলপরি বলেছেন: রাজপুত্র খুউব ভালো কবি । একথাটা পরি জানে ।

০৯ ই মে, ২০১৫ সকাল ৯:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো কবি না ভালো পুলা। :)

পরি।

৩১| ০৯ ই মে, ২০১৫ রাত ৮:১৯

নীলপরি বলেছেন: যে কবি সাধারন পাঠিকার অনুরোধ রাখেন , তিনি ভালো মানুষও হবেন ।তেমনটাই আশা করা যায় । :)

০৯ ই মে, ২০১৫ রাত ১০:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: X( X( X( X(

সাধারণ পাঠিকা

X( X( X( X(


৩২| ০৯ ই মে, ২০১৫ রাত ১০:৫৪

নীলপরি বলেছেন: ভালো মানুষ রাজপুত্র এতো রেগে গেলেন কেনো ??????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.