নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

"স্বপ্নের ধূসর রঙা মেঘগুলোর বর্ষ বরণ"

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ২:০৮





জোনাক জ্বলা রাতের সবুজ ঘাসে মুখ গুজে পড়ে থাকা মুহূর্তেরা জানান দেয় নতুন দিনের শুরুর। ঘুম ঘুম চোখে স্বপ্নের হানা দেওয়া আমার মাঝে চুপটি করে থাকা তোমার অস্তিত্বে প্রেম জাগায়। উপহাসের প্রতিটি পৃষ্ঠাসংখ্যা আমার মেঘলা আকাশের কান্না। তোমার জন্য জমানো ভালোবাসা বৈশাখের স্মৃতির দেওয়াল জুড়ে লাল হলুদ রঙ বেরঙের প্রহসন।



কোলাহলময় শব্দরাজ্যে তোর ঠোঁটে লেপ্টে থাকা ওই নির্লিপ্ত হাসি

সেদিন বৈশাখের প্রথম প্রহরে চোখজুড়ে তোর প্রহসন দেখেছি।



ভেবেছিলেম তপ্ত হলুদ রোদের বুকে নিশ্চুপে যবনিকা আমার প্রেম উপাখ্যান

লাল শাড়ি লাল টিপে টোল পড়া ওই গালে প্রেমময় উপহাস।




পহেলা বৈশাখ। দুটো বছর আগেও আমার কাছে ছিল ব্যস্ততম একটি দিন। সূর্যের সাথে পাল্লা দিয়ে ঘুম থেকে ওঠা। নতুন পাঞ্জাবি গায়ে চড়িয়ে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো। কি দিন ছিল। ষোড়শীদের দিকে মুগ্ধদৃষ্টিতে তাকিয়ে থাকার ছাড়পত্র পহেলা বৈশাখ। রিক্সায় চড়ে হৈ হুল্লোড়ে তোলপাড় শহরতলী। অতিষ্ঠ তরুণীর তীব্র ভ্রুকুটি জন্মদেয় নতুন প্রেমিকের। একদিনের ভালোবাসা হাতে হাত রেখে পথ চলতে শেখায় অজানায়। নতুন সম্পর্কের প্রারম্ভ। মিষ্টি অনুভূতি। ঘামঝরা রোদেলা দুপুরে ঝুপ করে নামা একপশলা বৃষ্টি।







বালিকা তুমি তোমার ওই মুখলাল অনুভব

খোপায় গোজা লাল ফুলে প্রেম করেছি সমর্পণ।

তুমি আমার সফেদ পাঞ্জাবীর জমিনে

এঁকে দেবে প্রেমের আলপনা মুগ্ধ আবেগে।




তোমার সেই ফিরে তাকানো। দুচোখ ভরা অভিমান। বন্ধুদের চোখ এড়িয়ে আলতো স্পর্শ। হাওয়াই মিঠাই খাবার জন্য তোমার সেই কান্না। আমার পাঞ্জাবীতে তোমার লাগানো সেই হলুদ দাগ। কি যেন হয়েছিল। হ্যাঁ মনে পড়েছে। বাজি ধরে শুকনো লঙ্কা খেয়েছিলে। নিখাদ ছেলেমানুষি। কেঁদে কেটে সে কি অবস্থা। অবশেষে আমার পাঞ্জাবীই হলো তোমার কান্না মুছুনি। দাগটাগ লাগিয়ে মিষ্টি হেসে দুষ্টু চোখের স্যরি। এখনো বিষন্ন বিকেলে ভালো লাগা জাগায়।

আচ্ছা সেদিন বিকেলের রিক্সায় ঘোরার কথা মনে আছে। তোমার বান্ধবীদের সামনে থেকে তুমি যখন আমার সাথে রিক্সায় উঠলে, তাদের চোখে ছিল স্পষ্ট হিংসে। কিসের যেন পোড়া গন্ধ আসছিল। হা! হা! যতই হোক আমি যথেষ্ট হ্যান্ডসাম। যদিও তুমি মোটামুটি সুশ্রী। চলে আর কি আমার পাশে। কোনমতে। সড়ক মন্ত্রীকে ধন্যবাদ জানাতে সেদিন ভুলি নি। কেননা রাস্তার খানাখন্দ গুলো যে তোমায় ছুঁয়ে যাওয়ার পাসপোর্ট।



প্রতি স্পর্শে প্রেম করেছিনু অনুভব

মেয়ে ভালোবাসি তোমায় শতরূপে শতবার।




সন্ধ্যার আধারিতে কাছে আসার সে মুহূর্ত। তোমার ওই কাঁপা ঠোঁটে বিষ দিয়েছিলাম সেদিন। তুমি বাঁধা দাও নি। শুধু শক্ত করে ধরে রেখেছিলে আমার হাত। সারাটা ক্ষণ আমার কাঁধে মাথা রেখে নীরবে কেঁদেছিলে। আনার অজান্তেই। তুমি চলে যাবার পর ভেজা পাঞ্জাবী জানান দিয়েছিল আমার অজ্ঞতার। সেই সে মুহূর্ত থেকেই আমার মন জুড়ে উদাসীনতার বাসাবাড়ি। কোনদিন জানতে পারি নি সেই অশ্রুত কাহিনী। তাই বুকজোড়া দীর্ঘশ্বাস আমার অহংকার।



আমি ছুঁয়ে দেই তোমায় মেখে সান্ধ্য আলো

বেঁচে থাকার অর্থ খুঁজি চুমে ওই ওষ্ঠ

অজান্তেই আস্তানা গেড়েছে পাজর ভাঙা কষ্ট

বৈশাখের নীল আকাশ জুড়ে ছুটে বেড়ায় রৌদ্দ্র।




আজ সব অতীত। সময়ের কাছে হার মানে সব ভালো লাগা। শেওলা জমা ঘরকোণে প্রেম ঢুকরে কেঁদে ওঠে। বৈশাখের এদিনে শুভ নববর্ষ বলার কেউ নেই। চারপাশ জুড়ে এক ভয়াবহ শূন্যতা। কালচে অশুভ ছায়াসঙ্গী আমার। বালিকার লাল টিপ প্রেম জাগায় না। উদাসী করে দেয়। আমি যেন নাম না জানা কোন ঘাসফুল। যাকে মাড়িয়েই সুখ খুঁজে পায় তরুণী। পড়ন্ত বিকেলে হঠাৎ আসা দমকা বাতাস শাড়ির আঁচলের অবাধ্যতা আমাকে আর উৎসুক করে না। কৌতুহলী দৃষ্টি উঁকি দেয় না ললনার সেই হাওয়ায় উন্মাতাল আঁচলের মাঝে। নিরুত্তাপ আমি প্রেম খুঁজি আধপোড়া সিগারেটের উত্তপ্ততায়। তার জীবননাশী ধোঁয়ার কুন্ডলীতে।



দুহাত ভরা লাল নীল কাঁচের চূড়ি

আলতা রাঙা পায়ে অবাধ্য তুমি

শূন্যতা জুড়ে প্রেম মাতাল হাওয়া

তুমিবিদ্বেষী মন দুঃস্বপ্নের ভরদুপুর আনাগোনা।




আজ প্রেম নেই মনে। তাই চোখে পড়ে বাস্তব কঠিন এক সত্য। দৈন্য মনে হানা দেয় অভাবী মায়ের মৌনতা। বৈশাখের এদিনে কোথাও ভালোবাসার স্পন্দন কোথাও শূন্যতা। কোথাও রকমারি বিলাসিতা কোথাও রিক্ততা। কোথাও দস্যিপনা তো কোথাও স্তব্ধতা। পান্তা ইলিশের ভোজসভা কোথাও আর কোথাও অভুক্ত শিশুর কান্না। ইট পাথুরে কংক্রিটে সে কান্না ঘুরেফিরে পেতে চায় খোলা আকাশের উন্মুক্ততা।



প্রতিটি মুহূর্ত যেখানে উলঙ্গ শিশুর খুঁজে ফেরে হাসিমুখ

মাটির বাসনে পান্তা ইলিশের পরিহাস হাজার টাকায় খোঁজে সুখ

একদিনের বাঙালীয়ানা মুখে দেয় চপেটাঘাত

এ নাকি সংস্কৃতি তুমি বাঙালী হাসালে আমায়।










আনন্দে ভরে উঠুক প্রতিটি ক্ষণ। সকল সহ ব্লগারদের জন্য রইল অফুরন্ত শুভ কামনা। 'শুভ নববর্ষ'।

মন্তব্য ৪৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৮

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ নববর্ষ। আনন্দঘন হোক আপনার প্রতিটি মুহূর্ত। :)

২| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার একটা লেখা...
কি দারুন প্রকৃতি বনর্না, তেমনি এসছে একান্ত কিছু মূহুর্ত। রাগ অনুরাগ, বাস্তবতা...
লেখকের হৃদয়ের অনুরনন ছড়িয়ে গেল আমাদের মাঝে ও...

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যে মন ভালো হয়ে গেল আপু। ঠিকই ধরেছো। লেখাটায় তুলে আনতে চেয়েছিলাম কিছু ভালো লাগা মুহূর্তদের যাদের কাছে ঋণখেলাপি আমার যত কষ্ট। ভালো থেকো।

শুভ নববর্ষ। তোমার পরিবারের সবার জন্য শুভ কামনা।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৩

মনিরা সুলতানা বলেছেন: শুভ নববর্ষ লেখক :)

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপুটু ভালো থেকো। :)

৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৩

তাহসান আহমেদ বলেছেন: সত্যিই অসাধারণ লিখেছেন। বৈশাখের অনেক লেখার ভীরে ভিন্নতা পেলাম।

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ প্রিয় তাহসান। নববর্ষের শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। প্লাস।



শুভ নববর্ষ !!

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ নববর্ষ দাদা। ভালা থাকবেন।

প্লাসের জন্য ধন্যবাদ। :)

৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৬

সাইলেন্ট পেইন বলেছেন: নব বর্ষের শুভেচ্ছা…

১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ নববর্ষ। ভালো থাকবেন। সবসময়।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১০

দ্য ইলিউশনিস্ট বলেছেন: খুব ভাল লাগল। প্লাস।

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম দ্য ইলিউশনিস্ট। ভালো লাগা মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকবেন। সবসময়।

শুভ নববর্ষ।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৮

কলমের কালি শেষ বলেছেন: কাব্যিক ছন্দের লেখায় ভাললাগা ।

শুভ নববর্ষের শুভেচ্ছা ।

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে ভালো লাগা জানবেন। নিয়মিত উৎসাহের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

শুভ নববর্ষ। :)

৯| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১০

প্রামানিক বলেছেন: ভাল লাগল। নববর্ষের শুভ্চেছা রইল।

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। :)

১০| ১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

মনিরা সুলতানা বলেছেন: বার বার পড়ছি এই লেখা একবারে শেষ হবার না ।।
এবারে ধরা পরল ...
যতই হোক আমি যথেষ্ট হ্যান্ডসাম। যদিও তুমি মোটামুটি সুশ্রী। চলে আর কি আমার পাশে। কোনমতে /:)

ইশ নিজেকে খুব কিছু বলা হচ্ছে তাই না
আমি শিউর রাজকন্যা তোর পাশে ইন্দ্রাণীর মত :)

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাগ্যিস আমি কবি না তাহলে নিজের অঙ্গ দিয়ে চুইয়ে পড়া রূপের আখ্যানে জন্ম নিতো ডজন খানেক কবেতে। দেদারসে।

আমি রাজপুত্র। :)


পাঠক গুণে আমার এই সাধারণে তুমি খুঁজে নিয়েছ মুগ্ধতা। এ আমার নয় তোমার কৃতিত্ব। এমন কথা বলবো ভাবছো।

এ তোমার মূর্খতা তা বল্লে ভুল হবে।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২০

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর শব্দচয়ন! পছন্দ হল লেখা।

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ প্রোফেসর। আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগছে। ভালো থাকবেন। সবসময়।
শুভ নববর্ষ। আনন্দময় হোক নতুন বছরের প্রতিটি দিন।

১২| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর লেখা। শুভ নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন। সবসময়।

শুভ নববর্ষ।

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া। শুভ নববর্ষ। :)

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

নীলপরি বলেছেন: অসাধারন ।খুব ভালো লাগলো পড়তে ।আর prem apnar mone ache bolei to onyoder katha vabte perechen .onyer dukhke nijer korte perechen .arkm kjon pare ? Apnader mato manush ache bolei ajo ful fote .abaro naborsher onek shuvokamona.

R mobile theke kichutei bangla juktakhar likhte parchi na .tai avabe likhlam .sorry .plz ektu help korben .

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ আপনি আপনার মন্তব্য। :)
আমি খুব সাধারণ একজন। যে সূর্যাস্ত দেখতে ভালোবাসে না। কিন্তু বিষন্ন মনে রাতের অন্ধকারে বিলীন হয়। আমি সাধারণের মাঝেও অতি সাধারণ।
আপনার জন্য শুভ কামনা। শুভ নববর্ষ নীলপরি।
কষ্ট করে মন্তব্য করার জন্য ধন্যবাদ পরি।
মোবাইল থেকে বাংলা টাইপিং এর জন্য রিদিমিক সফটওয়্যার টা ভালো। অনেক ইজি। এই মন্তব্যটা আমি মোবাইল থেকেই করছি।
ভালো থাকবেন।

১৫| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: apnakeo shuvonoboborsho

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া। ভালো থাকবেন।

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহা লাল রেশমি চুড়িইইইইইই ......... বেশ ভাল লাগলো রাজপুত্র।। শুভ নববর্ষ !!!!

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ নববর্ষ ঈপ্সিতা। ভালো লাগায় সুখানুভূতি। ভালো থাকুন। আনন্দময় হোক আপনার চারপাশ।

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৫

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ রাজপুত্র । আমিও চেস্টা করব সফটওয়্যারটা লোড করতে । তবে সূর্যাস্ত কেন দেখেন না ? ইশ তখন কতো ভালো লাগে আকাশটা ।মনে হয় , সূর্য যাওয়ার আগে সবকিছু রাঙিয়ে দিয়ে যাচ্ছে ।প্লিজ কালকেই দেখুন আর কবিতা লিখে ফেলুন । অনুরোধ রইলো । অ্পেক্ষায় রইলাম ।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: তাড়াতাড়ি ডাউনলোড করুন।

সূর্যাস্ত কেন দেখি না? - অন্ধকার ভালোবাসি তবে প্রিয় কিছুর সেই অন্ধকারে হারিয়ে যাওয়া দেখার ইচ্ছেরা কখনো আমাতে হানা দেয় নি।

তবে এবার দেখবো। পরির কথা বলে কথা।
আর অনুরোধ রাখারও চেষ্টা করবো। তবে কবিতা কতটা ভালো লাগবে সেটা নিয়ে চিন্তিত ভাবিত। :)

অপেক্ষায় রাখলাম। কিন্তু প্রহর গুলো দীর্ঘ হতে পারে। চেষ্টা করবো তা যেন না হয়।

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:১৭

নীলপরি বলেছেন: যাক অনুরোধ রাখার কথা ভেবেছেন । এটা শুনে খুব ভালো লাগলো ।ফুল নিজেকে কতটা পচছন্দ করে তা কে বলতে পারে ! তবে যারা তাকে দেখে , তারা ফুল পচ্ছন্দ করে বলেই দেখে । তাই কবিতা কেমন হবে তা আমরাই না হ্য় বলব । :)
ধন্যবাদ রাজপুত্র ।

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ফুল নিজেকে কতটা পচছন্দ করে তা কে বলতে পারে ! তবে যারা তাকে দেখে , তারা ফুল পচ্ছন্দ করে বলেই দেখ।
সুন্দর বলেছেন।

মন্তব্যে ভালো লাগা নীলপরি।

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৪২

নীলপরি বলেছেন: যাক অনুরোধ রাখার কথা ভেবেছেন । এটা শুনে খুব ভালো লাগলো ।ফুল নিজেকে কতটা পছনদ করে তা কে বলতে পারে ! তবে যারা তাকে দেখে , তারা ফুল পছনদ করে বলেই দেখে । তাই কবিতা কেমন হবে তা আমরাই না হ্য় বলব । :)
ধন্যবাদ রাজপুত্র ।
মোবাইল থেকে করছিলাম ।কখন ঠিক হচছে কখন না । আগেরটা ঠিক করতে গিয়ে ভুল করে পোস্ট হলো । এখনি রিদিমিক লোড করছি ।তবে মোবাইল থেকে আমি ঠিক পারছি না । :((

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: রিদিমিক টা ডাউনলোড করাই বেটার মোবাইল থেকে ব্লগিং করার জন্য।

কষ্ট করে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ পরি। ভালো থাকুন। সবসময়।

২০| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৬

শায়মা বলেছেন: মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নিস্নানে সূচী হোক ধরা!!!!!!!!!!!


নতুন বছরের শুভেচ্ছা রাজপুত্র!!!!!!!!!!!!:)

১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: যাক পেলাম।
শুভ নববর্ষ আপুমণি।

ভালো থাকো। সবসময়।

:)

২১| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৫

শায়মা বলেছেন:


এসো হে বৈশাখ এসো এসো .....:)

১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: উপরের টুক কই।
উড়ে গেছে নাকি। ;)

আসো গো বৈশাখ আসো আসো.. :)


:)
আপু পান্তা সাথে বিপুল সমালোচিত ইলিশ কি খাইছো?

২২| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৪

শায়মা বলেছেন: ঝড়ে মাথা উড়ে গেছে ভাইয়া!!!!!!:(


সমালোচিত ইলিশ ছিলো অনুষ্ঠানগুলোতে সেসব একটু খেয়েছি বটে তবে নিজের বাসায় আনিনি। মানে এতই ঘুরেছি যে বাসায় খানাপিনার সুযোগ ছিলোনা আর আমাদের বাসার বৈশাখী খানাপিনা হবে ৩০ শে এপ্রিল!:(

তখন নিশ্চয় সমালোচিত ইলিশ আর আলোচিতও থাকবেনা। :)

কি মজা!!!!!!!! :)

১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: এতো দিন পর!! জিনিস পত্রের দাম কমার অপেক্ষায় আছো? ;)

৩০ শে এপ্রিল তাহলে ভুরি ভোজ পাচ্ছি তো? আমি আবার বেজায় পেটুক। :)
দাওয়াত লাগে না। ;)

২৩| ১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫০

শায়মা বলেছেন: ওকে ওকে ৩০ এপ্রিল আলু ভরতা,বেগুন ভরতা,টমেটো,পোস্তদানা,ডিম,শাক,চিংড়ি,ডাল,শুটকি, মুটকি সব ভরতা খাওয়ানো হবে!:)

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: অপেক্ষায় থাকলাম।


বাঙালি ভোজের।


ভালো থেকো আপু।

২৪| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:৫৭

জুন বলেছেন: বুকমার্ক করে রেখে গেলাম । এক এক করে সব না পড়া পোস্ট পড়বো দিশেহারা । আমি ১৫ দিন বাইরে ঘুরে একটু দিশেহারা অবস্থায় আছি :P

০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু দিশেহারা হলেও পোস্ট ভাল হয়েছে। ছবিগুলো অসাধারণ দিয়েছেন।




ধন্যবাদ জুনাপু। পোস্ট পড়ার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। সবসময়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.