নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

বর্ষপূর্তি পোস্টঃ প্রিয়দের কথা - অল্পস্বল্প মনোবিতা

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১২



টেনেটুনে আর কয়েক বছর। তারপর বার্ধক্য ভর করবে আমাতে। আজকের সবুজ দিনগুলো অতীত হয়ে যাবে প্রিয় বই এর ছেঁড়া পাতা।
আমি প্রতিরাতে উন্মাদের মতো পৃষ্ঠা উল্টে যাবো। খুঁজতে থাকবো কতগুলো রোদেলা দিনকে।

বুঝতে পারারা আগেই একটা বছর শেষ হয়ে গেল। তবে ঝুলি কাঁধে আমি পাওয়া না পাওয়ার হিসেবে ব্যস্ত নই। প্রিয় কিছু বন্ধু আর অপ্রিয় কিছু সত্যের ধূলিমাখা পৃষ্ঠাসংখ্যা আমার শেষ বিকেলের সুখ হয়ে আছে।

প্রতিটি সময়েই যাদের পদস্পর্শ আমায় নতুন করে আমার আমিকে চিনিয়েছে। অদ্ভুতুড়ে ভাবেই আপন করে নিয়েছেন তারা। ভুলো আমায় শুধরে দিয়েছে বারেবারে। সেইসব প্রিয়তমেষুদের প্রতি শেষ না হওয়া ভালোবাসা।

সামুতে কাটানো এক বছরে মনিরাপু ঠিক সেই মুহূর্তদের মতো যারা কখনোই পিছু ছাড়ে না। স্মৃতি হয় না। আপুর সাথে অনেক অনেক কথা হাসি মজা সামুতে আমায় আটকে ফেলেছে। আমার কবিতা গুলোতে আপু হলো উৎসাহের কারণ। ভুলগুলো ধরিয়ে দেওয়া কিছু এদিক ওদিক করে লেখা আর সেই বানান ভুল তো আছেই। আপু ঠিকঠিক সব শুধরে দিতো। আর আপু সবসময় নিজেকে পাঠিকা বলে পরিচয় দিলেও তার মধ্যকার কবিসত্ত্বা লুকিয়ে থাকে নি। আপুর লেখা ধান শালিকের কদমফুলের সুরভিত জীবন আমাকে স্রেফ মুগ্ধ করেছে। সাথে লজ্জিতও। নিজের এবড়োথেবড়ো লেখা গুলো নিয়ে আপুকে যন্ত্রণা দেই। আজ এই বছরের শেষে এক জানার ইচ্ছে মহিরূহ হয়ে উঠেছে 'কেমন আছো আপুমণি'?

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই। সামুকে ধন্যবাদ। উনার ব্লগ পড়ার সুযোগ পেলাম বলে।

খামখেয়ালীপনায় জন্ম নেওয়া সব অকবিতায় প্রিয় গল্পকার হামা ভাই নিয়মিত মন্তব্য তার নিয়মিত সহচার্য আমার ব্লগ জীবনকে নিঃসন্দেহে পরিপূর্ণ করেছে। তাকে ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রেও আমার সামর্থ্য নিয়ে আমি সন্দিহান।

বিনয়কে ছুঁড়ে ফেলে দিয়েছি কিন্তু। কুইকুই করুক কিংবা হাম্বাহাম্বা ফিরে আর তাকাচ্ছি না। :)
সামুতে খুব কাছের বন্ধু বলতেই বুঝি নীলপরি। আমার কবিতায় যার উপস্থিতি সূর্যদয়ের চেয়েও নিয়মিত। সবার থেকে ভিন্ন। আন্তরিক। পরির জন্য যেটা সবসময় করি 'অনিঃশেষ শুভ কামনা'। এক্ষেত্রেও তাই বলবো। তবে পরি, নামটা না ভুলে গেছি। শুধু 'সু' মনে আছে। নাম ভুলে যাওয়া আমার বড্ড বাজে অভ্যেস। :(

'সূর্যের পূর্ব দিগন্তে উঁকি দেওয়া আর তোমার ভেজা চুলের স্পর্শে যে দিনের শুরু তার মৃত্যু হয় পশ্চিম দুয়ারি ঘরে তুমি আমি পা ছড়িয়ে বসে সূর্যের রক্তিম রূপ দেখে।'
শায়মাপু ছড়াগুলি ঠিক এমনি। আর খানাপিনায়ও আপুর জুড়ি নেই। অসম্ভব ভালো এই আপুটির জন্য অনেক অনেক ভালোবাসা। আপুর প্রতিটি পোস্টি এপিক। এমন একজন ব্লগারের স্নেহধন্য হওয়াটা কল্পবাস্তব। তাই এই অদ্ভুতকর্মা আপুটি আমার পছন্দতত্ত্ব ছারখার করে দেয়।

সুমনদা আমার অন্যতম প্রিয় একজন ব্লগার। তার অল্প গল্প: তিনপোস্টটি মুগ্ধ করেছিল আমায়। আর হ্যাঁ এখনো মুগ্ধঘোর কাটে নি। তাই দাদার জন্য শুভ কামনা।

হাইলি ট্যালেন্টেড ব্লগারদের নাম মনে করার প্রতি চেষ্টায় শতদ্রু ভাইয়া প্রথমেই হানা দেয়। তবে অবশ্য আমার দেখা ব্লগারদের মধ্যে। তার গল্প, কবিতা কিংবা আর্টিকেল। এক কথায় অসাধারণ। কিছুক্ষেত্রে খুব বেশি প্রভাবিতও হয়েছি। :)

আর প্রিয়তার লিস্টে এবারের ব্লগারকে এখনি গ্রেফতার করা উচিত। না হলে যখন তখন ঠুস ঠুস করে গুলি করে দিতে পারে। ঈপ্সিমণি

উঠোন জুড়ে ঘাসফুল
দস্যিপনার নেই কোন কূল
হয় শুধু ভুল
বুঝি তুই মেয়ে দেখে খোপার ফুল
(অন্যথায় গুলিয়ে যায় :P )

আর ব্লগার রিকি কে তো আমি একদিন ভাইয়া বলে ভুলি করেছিলাম। বাইচান্স সে ভুল ধরিয়ে দিল। রকি রিকি বড্ড গুলিয়ে যায় :(। সে যাই হোক তার মুভি রিভিউ গুলো সত্যিই দারুণ হয়। আর ইচ্ছে আছে একটি হলেও মুভির রিভিউ আমিও লিখবো, হুম। জেন রসির কবিতা কিংবা প্রামাণিক ভাইয়ারছড়া এতো মুগ্ধ আর হতে পারি না। বলতে তো ভুলেই গেছি বোকা মানুষের বোকা বোকা অসাধারণ সংকলন, ভ্রমণ কাহিনী কিংবা ধারাবাহিক রন্তুর কালো আকাশ -এর কথা বোকার মতো লিখতে দেরী করে ফেললাম। আর রাজপুত্র কিছু লিখবে প্রেম ভালোবাসা থাকবে না তা কি হয়? =p~ অপুভাইয়া সম্ভাব্য প্রেমের গল্প পড়েই তো বালিকা দেখলেই বারংবার হৃদযন্ত্রখানা বিট মিস করে। আমার দোষ কই?

রোদেলা আপু ঝা চকচকে কাঁচা সোনা রোদের মতো কবিতাগুলিও এক অসাধারণ পাওয়া। তবে আপুর রম্যবোধও দুর্দান্ত।

ছবির মতো সুন্দর করে গুছিয়ে লিখতে পারা জুন আপুর ব্লগটা দ্বিধামুক্তভাবেই অসাধারণ। আপু, বেশি বেশি ছবি তুলুন আর পোস্ট করুন। 'চলো তোমার চোখে বিশ্ব দেখি'

আরণ্যক। লেখনশৈলী রসবোধ যুক্তির নিরিখে বিচার করলে পারফেক্ট। আরণ্যকের পজিটিভ কমেন্টে অন্যতর স্বাদ পাই। প্রিয়তে সেও বসেছে জাঁকিয়ে।

প্রিয় আরো অনেকেঃ
কাল্পনিক ভালোবাসা
ডট কম ০০৯
লেখোয়াড়.
প্রোফেসর শঙ্কু
দীপংকর চন্দ
তুষার কাব্য

এতোশত প্রিয়দের ভীড়ে আমার ঠোঁট ছুঁয়ে থাকবে আত্মতুষ্টির হাসি।

আমার ব্লগ পরিসংখ্যানঃ


(তাড়াহুড়ো করেই পোস্টটা লিখলাম। খেয়ালি ছিল না। তাই ভুল দোষ ক্ষমা করে দিয়ো সবাই। আর এমন অনেক প্রিয় ব্লগার আছে যাদের নাম নিতে পারি নি। তাই নিজেই লজ্জিত।)

মন্তব্য ১০৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুধুমাত্র কবিতা লেখার চেষ্টাই করেছি সবসময়। প্রথমবারের মতো এধরনের পোস্ট দেবার চেষ্টা। তাই ভুল হওয়াটা স্বাভাবিক। উপরন্তু আমি মানুষ। তাই ভুলের সম্ভাবনা থাকছেই। আশা করি সবাই আন্তরিকতার সাথে নিজ দায়িত্বে ভুলভ্রান্তি এড়য়ে যাবেন। :)

২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫০

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল । বছরের খতিয়ান ।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দেবজ্যোতিকাজল। শুভ কামনা। :)

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৪৪

রুদ্র জাহেদ বলেছেন: প্রিয় সব ব্লগারদের নিয়ে বেশ সুন্দর লিখেছেন ভাই।দারুণ ভালো লাগা রইল...

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রিয়দের নিয়ে লিখে শেষ নামানো যায় না। আর এই লিস্ট আরো লম্বা। তাড়াহুড়োয় যেটুকু পারলাম লিখলাম।

ধন্যবাদ রুদ্র।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

আরণ্যক রাখাল বলেছেন: আরো অনেক বছর ব্লগে থাকবেন, লিখবেন আপনি, এটা কামনা করছি| মাঝে তো গায়েব ছিলেন| সে সময় সত্যিই আপনাকে মিস করেছি|
বছরপূর্তির শুভেচ্ছা

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও সামু এবং সহব্লগারদের মিস করেছি। তাই তো আবার আসলাম। যাবার ইচ্ছে আর নাই যদি না ইচ্ছেরা পরাধীন হয়ে যায়। শুভেচ্ছা ও শুভকামনার জন্য ধন্যবাদ। ভালো থাকা হোক সবসময়। :)

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

জুন বলেছেন: আপনার প্রিয় তালিকায় নিজেকে দেখে খুব ভালোলাগলো দিশেহারা রাজপুত্র।
অসংখ্য ধন্যবাদ মনে রাখার জন্য :)

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগাটা তো আমার হওয়া উচিৎ যে আমার কোন পোস্টে 'জুনাপু' নামটা লিখতে পারলাম।

মনে আছে মনে থাকবে। :)

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

রিকি বলেছেন: ভাইয়া আপনি রেগুলার হোন তো ব্লগে, একমাস আসেন তো, পাঁচমাস নাই !!!! X(( পোস্টে অনেক অনেক ভালোলাগা জানবেন। B-) কানে কানে বলি, শতদ্রু ভাই এখনও আমাকে 'ভাইয়া' বলে !!!!! ;)

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: হলেম রেগুলার। এ আর এমন কি!! =p~

তাহলে আমার নিতান্ত অনিচ্ছায় করা ভুল কারো স্বেচ্ছাধীন স্নেহ হয়ে গেছে। বাহ বাহ। ভালো তো।

চেঁচিয়ে বলছি আমি এখন থেকে ভাইয়াপু বলবো। :)

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

ধমনী বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধমনী। শুভেচ্ছা সতত।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

গেম চেঞ্জার বলেছেন: কনগ্রাচুলেশনস!!

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। অসংখ্য। :)

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

সাহসী সন্তান বলেছেন: আসলেই ভাই, সামুতে মাত্র এই কয়েকদিনের ব্লগিংয়ে এটা অন্তত বুঝতে পেরেছি যে, এইখানের প্রিয় ব্যক্তিদের নামের তালিকাটা অনেক বৃহৎ, যা বলে শেষ করা যায় না! আপনার প্রিয় তালিকা আর আমার প্রিয় তালিকা প্রায় সেম টু সেম! আর সেজন্যই সব থেকে বেশি ভাল লাগছে.....!!


সামুতে আপনার বর্ষপূর্তিতে ফুলেল শুভেচ্ছা! শুভ কামনা জানবেন!

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রিয়র কোন শেষ নেই। প্রতিদিন কেউ না কেউ এই তালিকায় যুক্ত হয়।

শুভেচ্ছায় ধন্যবাদ। ভালো থাকুন। সবসময়।

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

জেন রসি বলেছেন: রাজপুত্র ভাই, আপনার নির্বাসিত সময়ে আপনার কবিতা মিস করেছি। আপনাকেও।

শুভকামনা রইলো।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: জেন রসি, অনুপস্থিত সময়ে যে আপনাদের মাঝে শূন্যতা হয়ে উপস্থিত ছিলাম জেনে ভালো লাগছে। অন্যরকম ভালো লাগা। শুভকামনা আপনার জন্যেও। ধন্যবাদ।

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: ব্লগে পথ চলা আনন্দময় হোক। আরো অনেক ভালো ভালো লেখা লিখতে থাকুন। শুভেচ্ছা।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনাদের অনুপ্রেরণায় আশা করি দীর্ঘ হবে আমার পথ। ধন্যবাদ। শুভেচ্ছা সতত।

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬

সুমন কর বলেছেন: কারো প্রিয় হয়ে উঠাটা খুব কঠিন !! আপনার প্রিয় মানুষের তালিকায় নিজেকে দেখে খুব ভালো লাগল। ব্লগে (সামুতে) এসে অনেকগুলো কাজের মানুষ পেলাম। ভাবতেই ভালো লাগে। তাঁরা যেন, পরিচিত না হয়েও অনেক দিনের পরিচিত !!

আপনার কবিতাও আমরা মিস করি। আশা করি, নিয়মিত লেখা পাবো।

বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালো লাগা রইলো..... !:#P

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি ডুব দেবার আগে দাদা আপনি কিন্তু আমায় তুমি বলতেন। একডুবে বড্ডবেশি বড় হয়ে গেছি কি?

আমাদের পরিচয় শব্দে। কথামালায়। ছন্দে। আবেগ আছে কিন্তু আতিশয্য নয়। তাই স্থায়িত্ব অনেক। আশা করি পাশে পাবো সবসময়। ভালো থাকুন। :)

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

সুমন কর বলেছেন: আবেগ আছে কিন্তু আতিশয্য নয়। তাই স্থায়িত্ব অনেক। -

ভালো থেকো। !:#P

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থেকো

আপনিও। :)

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

রক্তিম দিগন্ত বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন!

নিয়মিত হোন। (রিকিপুর অভিযোগ শুনে আমিও উপদেশ দিয়া দিলাম একখান। সুযোগ পাইলে ছাড়তে নাই ভাই!!! :P )

আপনার এক বছরে মনেহয় গেম্ভাউ আর সাসভাউয়ের লগে কথা বার্তা হয় নাই। হইলে তো, তাদেরও লিস্টে থাকার কথা আছিল...। :P

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুযোগের সদ্ব্যবহার করাই ভালো। :) আমিও সুযোগের অপেক্ষায় থাকলুম। ;)

হুম এটা ঠিক ভাউদের সাথে কথা হই নি। দেখি এবার আটঘাট বেঁধে পরিচিত হবো। ভাউউউউ কোই আপনারা.... :)

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: বর্ষপুর্তিতে দিশেহারা রাজপুত্রের প্রিয়দের তালিকায় আমার নাম দেখে খুশিই হলাম। এই পোষ্টের জন্য অভিনন্দন জানাই।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: এমন মজার ছড়া লিখলে প্রিয়তে থাকা বাধ্য।


অভিনন্দনের জন্য ধন্যবাদ।

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৭

স্বপ্নবিলাসী আমি বলেছেন:


আমার নাম নাই ক্যান??!! X((




মাইনাছ!!! X( ;)

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: স্বপ্নবিলাসী আমি




দিলেম। এক্ষন পিলাচ চাই। চাই-ই চাই। ;)

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্টেও দেখি বাপু
তুমি পুরো দিশেহারা;
তাড়াহুড়ো করে দিলে
প্রিয় ব্লগে কারা কারা।

কানেকানে শোনো ভায়া
বলি ফিসফিস;
একখানা নাম তুমি
করে গেলে মিস।

ভাবো আরো ভালো করে
কোন সেই মহা নাম;
রেগে পুরো টং সে যে
ছুটছে আগুনে ঘাম। X((

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: কি করি আজ ভেবে না পাই,
রাগত আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনাকে মিস করে গেছি। ;)

ঘামছুটিয়ে কষ্ট করে
বৃথা চিন্তায় বিভোর হয়ে
বললে তুমি রাগত স্বরে
প্রিয়ব্লগে দেখি না তারে।।

কি করি আজ ভেবে না পাই
সবার মাঝে তারে হারাই
তোমার কথার কূল না পাই
মনের মাঝে প্রশ্ন জাগাই
"কি করি আজ ভেবে না পাই"

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২১

শায়মা বলেছেন: লাভ ইউ ভাইয়ামনি!:)

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: :`< :`< :`<
লাভ ইউ আপুমণি।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: শতদ্রু ভাইয়ার খবর কি? নিরুদ্দেশ কেনো? জানো কিছু আপু।

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

লেখোয়াড়. বলেছেন:
বাহ!

কেউ যখন এভাবে পোস্ট দেয় এবং সেখানে যদি নিজের নামটি দেখি তো আমি ভীষণ লজ্জা পাই।
কারণ ব্লগে যতবেশি লেখা পোস্ট ও মন্তব্য করার দরকার, বা যতবেশি এ্যাকটিভ থাকার দরকার ততবেশি আমি কখনো করিনি।

এতদিন যে আপনাদের সাথে থাকতে পেরেছি আসলে এটাই আমার বড় পাওনা।

পোস্টটি আরো বড় হতে পারতো, আরো অনেকের নাম আসতে পারতো।
কিন্তু আপনার আন্তরিকতা ছিল বা আছে সেটা বলে দিয়েছেন শেষে।

দিশেহারা................
আপনাকে ধন্যবাদ ও শুভকামনা।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ লেখোয়াড়। সাথে থাকাটা সত্যিই আনন্দদায়ক। আর পোস্টের দৈর্ঘ্যপ্রস্থ কম হবার পেছনে সময়ের স্বল্পতা দায়ী।


ভালো থাকুন সবসময়। শুভেচ্ছা।

২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি মন্তব্য পাওয়ার তুলনায় করেছেন বেশি , এটা ভাল লাগলো ।
এখন ব্লগাররা কমেন্টই করতে চান না ।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: পছন্দের মানুষগুলোকে তুলে ধরেছি। যেহেতু পরিচিতি যত বেশি সম্পর্কের প্রগাঢ়তাও ততো বেশি। আর কমেন্টতো একমাত্র উপায় মতবিনিময়ের। :)

অনেকেই বাদ পড়েছে। :(

২১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৬

সুলতানা রহমান বলেছেন: দেখলাম কয়েকজনের ব্লগে এখনো যাওয়া হয়নি আমার। আপু, ভাইয়ার এ ভুল এখনো আমি করে যাচ্ছি। সবাইকে ঠিকঠাক চিনতে সময় লাগবে। তবে আমি আপনার মত বর্ষপূর্তি পোস্ট দিতে পারবনা। কারণ আমি নিয়মিত হইছি এক মাসের মত হইছে।

শুভকামনা রাজপুত্র।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: তাহলে আজ থেকেই শুরু হোক চিনে নেওয়া। পাড়ি জমান সবার ব্লগ বাড়িতে। আমরাও আসবো আপনাতে। সদলবলে। প্রতিদিন। লাঞ্চে গদ্য আর ডিনারে পদ্য। জমবে ভালো। :)

বর্ষপূর্তি পোস্ট কিন্তু চাই। দায় দায়িত্ব আপনার।

২২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

নীলপরি বলেছেন: পরি আপ্লুত পোষ্ট দেখে । সাধারন পরি রাজপুত্রের বন্ধু হতে পেরেছে জেনে খুব ভালো লাগছে । পরির কাছে বন্ধুত্বটা খুব মূল্যবান ।

আর নামে কি বা এসে যায় ? :)


নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা রইল ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজপুত্র কিন্তু অতিসাধারণ। তবে মূল্যবান বন্ধুত্বের দেখভাল করতে পারে ঠিকই।

নাম- না, প্রয়োজন না। পরিতে বেশ চলে। ঠিক চলে না, দৌড়ায়। :)

বড় দিনের বড় শুভেচ্ছা। :)

২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রিয়দের কথা ভালো লেগেছে। তারা আমারও প্রিয়।

অভিনন্দন আপনাকে, দিশেহারা রাজপুত্র :)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: মইনুল ভাইয়া,


ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা।

২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫

নীলপরি বলেছেন: মন্তব্য জেনে ভালো লাগলো । অসাধারন হলেই রাজপুত্র হওয়া যায় ।এটা সবাই জানে ।:)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরি,
আমি সাধারণ। ধরেবেঁধে অসাধারণ করলে কিন্তু ডানা নিয়ে নেব। !:#P

২৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

নীলপরি বলেছেন: বাপরে ভয় পেয়ে গেলাম ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ;)

ভয় পেতেই হবে। যখনতখন মৃত্যুদণ্ড দেবার ক্ষমতা রাখি।

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

নিমগ্ন বলেছেন: ভাই,
সবার আগে কন, আপনে দিশেহারা কি করে হইলেন? আর দিশা পাইছেন, এখন?

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাস্তব অবাস্তবের সহাবস্থানে দিশেহারা হয়েছি। আর কামচোর গুগোল মামুর জন্যি স্টিল সার্চিং মাই দিশা। ;)

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

নীলপরি বলেছেন: একেবারে মৃত্যুদণ্ড ? যতভালো কথা কি শুধু কবিতায় ?

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কথার কথা!!!


ভালো কথা সবসময় বলতে পারি। কিন্তু তাহলে সেগুলো শোনার আগ্রহ কমে যাবে তো। :)

পরিকে মৃত্যুদণ্ড দেব না। জল্লাদ ব্যাটার পরিতে এলার্জি। ;)

২৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:



ধন্যবাদ। :)

২৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

নীলপরি বলেছেন: কি করে জানা গেলো যে আগ্রহ কমে যাবে ?

তাহলে বেঁচে গেলাম!

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আগ্রহ থাকবে তাও তো অজানা।


আমার কিন্তু এলার্জি নেই। জল্লাদের আছে তো কি হয়েছে?

৩০| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

আবু শাকিল বলেছেন: ধুমাইয়া ব্লগি করেন।বর্ষপূর্তির অভিনন্দন ।
ধন্যবাদ ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আবু শাকিল।


বহু দিন পর আমার পোস্টে আপনার আগমন। ভালো লাগল।

৩১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৯

নীলপরি বলেছেন: আগ্রহ তেরী করতে হয় ।
কি ভয়ানক রাজপুত্ররে বাবা ! শুধু ভয় দেখায় ।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ইট বালু সিমেন্ট নিয়ে লেগে পড়লাম। আগ্রহ তৈরি করতে। ;)

ভয়! পরিবানু। ভয় পায়। =p~ =p~ =p~

৩২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

দীপংকর চন্দ বলেছেন: ভাইরে, আপনারা এতো আন্তরিক ক্যান!!!

কৃতজ্ঞতা।

বর্ষপূর্তির অভিনন্দন রাজপুত্র।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইডা বলা মশকিল দাদা। ভেতরের ব্যাপার। :)

কৃতজ্ঞতা আপনার প্রতি। সাথে রইল ভালোবাসা।
ধনবাদ। শুভেচ্ছা সতত।

৩৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

কালীদাস বলেছেন: ক্যারি অন :)

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন। সবসময়।

৩৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

বর্ষপূর্তির শুভেচ্ছা রইল, রাজপুত্র ।

:)

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:



ধন্যবাদ আপু। :) শুভেচ্ছা সতত।

৩৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১

নীলপরি বলেছেন: আর রাজপুত্র ভয় দেখিয়ে আনন্দ পায় ।তাই পরি একটু ভয় পেলে রাজপুত্র যদি আনন্দ পায় , তাহলে পরি ভয় পেতে রাজি আছে ।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিবানু কিছু কথা অনেক আনন্দের। আর সেই কথার অংশ হওয়াটাও বড় ভাগ্যের ব্যাপার। অনেক অনেক ভালো লাগা জেনো।

৩৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫

নীলপরি বলেছেন: তাই ? জেনে খুউউউব ভালো লাগলো ।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরি ভালো লাগা দিয়ে একটা ঘুড়ি বানাবো।

৩৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০

নীলপরি বলেছেন: তা বেশ । তা রাজপুত্র কি নিজে ঘুড়ি ওড়াতে পারে ? না কি তার জন্যও কোনো পেয়াদা আছে ?

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: পারে। আর পেয়াদাও আছে। তবে দূরে দাঁড়িয়ে থাকে। আমার ঘুড়ি আমিই উড়াই।

৩৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২

নীলপরি বলেছেন: ভালো কথা । তাহলে দেখি ,- আসতে যেতে আকাশপথে / দেখা হয় নাকি রাজপু্ত্রের ঘুড়ির সাথে? :)
শুভসকাল।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্। পরি এমন সুন্দর ছড়া। পুরোটা লেখো তো। তুমি ব্যাপক ফাঁকিবাজ।

৩৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

নীলপরি বলেছেন: বাকিটা তো ঘুড়ির সাথে দেখা হলে লিখব । আগে বলব কেনো ?

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: এই সেরেছে? :(

এহেন কথা কয় না পরিবানু।

৪০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

নীলপরি বলেছেন: পরি এরকম কথাই বলে ! :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: :( :( :(

৪১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

নীলপরি বলেছেন: পরি কি এমন বললো, যে রাজপুত্র একেবারে নিরুত্তর হয়ে গেলো ?
যাক এবছরের বোঝাপড়া এবছরেই থাক। কাল থেকে যেন হাস্যমুখের কার্পন্য না থাকে।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিবানু,

নতুন বছরের শুভেচ্ছা আবারো। আনন্দময় হোক তোমার জীবন। ভালো থাকো।

কার্পণ্য তো করি না। বোঝাপড়া চলুক না সবসময়। পারলে সময়কে পেছনে ফেলে।

৪২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

নীলপরি বলেছেন: তাহলে ভালো । আরে এখন সামুতে আছেন নাকি? ভালো লাগলো সাথে সাথে উত্তর পেয়ে।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: এবার দেরী হয়ে গেলো উত্তর দিতে। যা হোক পরিবানুর বছর শুরু হলো কি দিয়ে?

৪৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪

নীলপরি বলেছেন: তেমন কিছুই না । টি ।ভি দেখছিলাম । সলমন খানের কাউন্টডাউন দিয়ে বছর শুরু । :)
আর আপনার ?

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার শুরু খাওয়া দিয়ে। :)
১২ টার সময় মাকে খেতে দিতে বলেছিলাম।
চায়ের জন্য ধন্যবাদ। পরিবানু।

৪৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

মাহমুদ০০৭ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো , ভাই
ডিজিটাল কলম চলুক নিরবধি

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ মাহমুদ০০৭।

কলম চলুক সত্য সুন্দরের পথে। শুভেচ্ছা নতুন বছরের।

৪৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

নীলপরি বলেছেন: এই রে আগের বছর আর খেলেনই না! আবার ধন্যবাদ ? এরকম কি কথা ছিল?
রাজপুত্র বড্ড ভুলোমনা দেখছি।

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সরি সরি সরি!!! পরিবানু আর এমনটি হবে না। :(

৪৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

নীলপরি বলেছেন: একই কারনে সরিরও আর দরকার নেই। :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

পরির জন্য ভালো লাগা।

৪৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: :)
শুভরাত্রি।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)
শুভরাত্রি তোমাকেও পরিবানু।

৪৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:২০

মনিরা সুলতানা বলেছেন: কিছু কিছু ভালোবাসার প্রতিদানের চেস্টা না করাই ভাল কি বলিস ....।
আমি জানি বিশ্বাস করি একদিন সবাই তোর লেখায় আমার মত আনন্দ খুজে পাবে
শুভকামনা বিল্ট ইন :)

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও চেষ্টা করি না পু। :)


তোমার আনন্দই যথেষ্ট যতশত কবিতা লেখার জন্য।
অনেক অনেক ভালোবাসা জেনো।

৪৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৫

তুষার আহাসান বলেছেন: আপনার অনেক প্রিয়,আমারও। ভাল লাগল লেখা।
নতুন বছরের শুভকামনা।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: তুষার আহসান,

শুভকামনা রইল আপনার প্রতিও। ভালো থাকুন। অনেক অনেক শুভেচ্ছা।

৫০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

আমি তুমি আমরা বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকুন সবসময়।

৫১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ব্লগে পথচলা আনন্দময় হোক প্রিয় ব্লগার। !:#P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অসংখ্য ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়। ভালো থাকুন। পাশে থাকুন।

৫২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

পুলহ বলেছেন: দেরিতে হইলেও বর্ষপূর্তির শুভেচ্ছা জানায়া গেলাম। কবিতার মত ভাষায় নিজের ভালোলাগাগুলো জানিয়েছেন, পড়ে আনন্দ পেয়েছি :)
রাজপুত্র অব্যাহতভাবে ব্লগ রাজ্য জয় করে চলুক- এই শুভকামনা :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: দেরীতে ক্ষতি নেই। :)

ভালোবাসায় সিক্ত হলাম। আপনার আনন্দ অনেক খুশীর কারণ। ভালো থাকুন। অনেক। সবসময়।

৫৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

কাবিল বলেছেন: শুভকামনা রইল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:


:) আপনার জন্যেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.