নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াবিনী
তোমার ঐ খোঁপার রক্তজবা কুচি কুচি করে উড়িয়ে দেব
সাঁঝবাতি হাতে কোন সফেদ শাড়ির বিষন্ন বালিকা বধূকে রক্তিম করে দিও।
বেরঙীন এক উপন্যাসের শেষ হয়েও না হওয়া এক গদ্যকাব্য হবো
তুমি শব্দ নিয়ে বাক্য করো আমায় ভেঙে তুমি তোমায় গড়ো।
তোমার শাড়ির এলোমেলো কুচিতে অপটু আমি ভালোবাসা হবো
পালকের ওই নীলাভ সাদা মনকাড়া নকশি কাঁথা জড়িয়ে থেকো।
মায়াবিনী
তোমার ঐ ভালোবাসা আনকোরা রঙিন শার্টের ছেঁড়া বোতাম
বারবার জুড়েছি সুইসুতোর টানে এফোঁড়ওফোঁড় কষ্টগুলো সাজিয়ে রেখো।
একদিন ভরদুপুরে তোমার গল্পের কারণ হবো
আঁজলা জলে তোমার গালে সবুজ কিছু স্পর্শ নেবো।
তোমার বুকের মৃত্তিকাতে আমার প্রিয় কবিতা হবো
সন্ধ্যেরাতে উঠোন জুড়ে আবার আমি জন্ম নেবো।
মায়াবিনী
তোমার ঐ মাতাল করা হাসি গণিতের মাপজোকে আমি ব্যাসার্ধ
বৃত্তীয় তোমার গহন বনের রাত জাগা ডাহুকের একাকি আর্তনাদ হবো।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখোয়াড়.,
উজ্জীবিত হলাম। কবিতার ঘোর থাকুক অটুট। সর্বক্ষণ।
দিশেহারা করবার জন্য দুঃখিত।
ভালো থাকুন সবসময়।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯
কাজী মেহেদী হাসান। বলেছেন: একদিন ভরদুপুরে তোমার গল্পের কারণ হবো
আঁজলা জলে তোমার গালে সবুজ কিছু স্পর্শ নেবো।
তোমার বুকের মৃত্তিকাতে আমার প্রিয় কবিতা হবো
সন্ধ্যেরাতে উঠোন জুড়ে আবার আমি জন্ম নেবো। বেশ সুন্দর
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
নির্দ্বিধায় বলতে পারি আবার জন্ম নিতে চাই তার উঠোন জুড়ে বুনোঘাস হয়ে।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২
প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার। অনেক ভাল লাগল কবিতা। ধন্যবাদ
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগানিয়া মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ প্রামাণিক ভাইয়া।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
গেম চেঞ্জার বলেছেন: মনকাড়া কিছু কথিকা!! +
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ গেম চেঞ্জার।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
ডি মুন বলেছেন: বেরঙীন - শব্দটা খুব ভালো লাগল
একদিন ভরদুপুরে তোমার গল্পের কারণ হবো - সুন্দর একটা লাইন।
ভালো লাগল কবিতা।
কবিকে শুভেচ্ছা।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ডি মুন ভাইয়া যে....
আপনার উপস্থিতি আনন্দের কারণ। কবিতা পাঠে ও সুন্দর মন্তব্যে অজস্র ধন্যবাদ।
ভালো থাকুন। সতত।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
সুলতানা রহমান বলেছেন: সুন্দর প্রেমের কবিতা!+
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যযোগ সুলতানা। ভালো লাগায় সুখানুভব। :-)
ভালো থাকবেন। সবসময়।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
আরণ্যক রাখাল বলেছেন: খুউউউব সুন্দর|
একদিন ভরদুপুরে তোমার গল্পের কারণ হবো, এ লাইনটা কত কথা যে বলে! অসাধারণ! চমৎকার
২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আরণ্যকের কাছ থেকে এমন কমেন্ট! উচ্ছ্বসিত। ভালো লাগা উপচে পড়লো।
লাইনটা আমারো খুব পছন্দ হয়েছে।
ভালো থাকা হোক। সবসময়।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
সুমন কর বলেছেন: শেষের দিকে এসে বেশী ভালো লাগল।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভেচ্ছা সতত সুমনদা। আপনার নিত্য উপস্থিতি আরো আরো লেখার রসদ জোগান দেয়। প্রথমাংশ মিইয়ে পড়ার কারণটা জানালে উপকৃত হতাম।
ভালো থাকুন। অনাবিল আনন্দময় হোক আপনার জীবন।
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৬
দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতার অলংকারে সাজালাম মনটাকে
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: সাজানো মন নিয়ে ভালো থাকা হোক। সর্বক্ষণ।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৪
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো রাজপুত্র। অনেক ভালো।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে অসংখ্য ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইল আপনার জন্যেও।
ভালো থাকুন।
১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫১
মাহবুবুল আজাদ বলেছেন: সকাল সকাল মনটা ভাল হয়ে গেল আপনার কবিতা পড়ে, আন্তরিক কৃতজ্ঞতা রইল।
চমৎকার। চমৎকার। চমৎকার।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: কারো মন ভালো হবার কারণ হতে পারা অনেক বড় ব্যাপার ভাই। কবিতার স্বার্থকতা।
চমৎকার মন্তব্যে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। সতত।
১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
হাসান মাহবুব বলেছেন: একদিন ভরদুপুরে তোমার গল্পের কারণ হবো
আঁজলা জলে তোমার গালে সবুজ কিছু স্পর্শ নেবো।
তোমার বুকের মৃত্তিকাতে আমার প্রিয় কবিতা হবো
সন্ধ্যেরাতে উঠোন জুড়ে আবার আমি জন্ম নেবো।
চমৎকার। হৃদয় ছুঁয়ে যাওয়া।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ প্রিয় হামা ভাই।
উৎসাহিত হলাম। শুভেচ্ছা সতত।
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার! +
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
চমৎকার ধন্যবাদ দিলুম।
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৯
রিকি বলেছেন: আলুথালু প্রেমের গাঁথা, রাজপুত্র ভাইয়ের কবিতা। কেমন যেন একটা আহ্লাদী আহ্লাদী ভাব আছে
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আলু তো বুঝি কিন্তু রকি, থালু কি?
ওকে একদিন একটা সিরিয়াস প্রেমের কবিতা দেব। পুরো রক্তারক্তি প্রেম কবিতা।
১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০
নীলপরি বলেছেন: প্রেমময় ।
বেরঙীন এক উপন্যাসের শেষ হয়েও না হওয়া এক গদ্যকাব্য হবো
তুমি শব্দ নিয়ে বাক্য করো আমায় ভেঙে তুমি তোমায় গড়ো।
তোমার শাড়ির এলোমেলো কুচিতে অপটু আমি ভালোবাসা হবো
পালকের ওই নীলাভ সাদা মনকাড়া নকশি কাঁথা জড়িয়ে থেকো।
পড়তে ভালো লাগলো । সাথের ছবিটিও লেখার সাথে মিশে গেছে । সম্পূর্ণ শিল্পী ।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: আঃ পরি আসছে তাহলে। কি ব্যাপার পরি? কেমন আছো? ডানা ঠিকাছে তো?
পরির জন্য ভালো লাগা; নীলাভ সাদা মনকাড়া নকশিকাঁথা মোড়া।
১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭
নীলপরি বলেছেন: পরি তো আর রাজপুত্রের মতো অতো ব্যস্ত নয় , তাই সবসময়েই আসে ।
ভালোই আছি ।ডানা ঠিক থাকবেনা কেনো ?
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্যস্ত হলেও রাজপুত্র আসে। তাই না। অবসর মুহূর্তে আসা আর শত কাজের ফাঁকে আসা। কোনটায় আন্তরিকতা বেশি পরিবানু?
ব্লগে দেখছিলাম না তাই ভাবলাম ডানাঘটিত সমস্যা কি না। আচ্ছা ডানায় দুইটা ইঞ্জিন লাগানো যায় না?
১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
নীলপরি বলেছেন: ও আমি শুধু অবসর মুহূর্তে আসি বুঝি ? রাজপুত্র কি জ্যোতিষীও নাকি ? গতকালও তো এসেছিলাম ।
উফ । বেশ তো কবিতা লেখা হচ্ছিল , আবার আমার ডানার পিছনে লাগা কেনো ?
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিও মানুষ। রাজপুত্রের স্বীকার্য। তাই ব্যস্ততা আছে তারও।
কবিতারা আছে কবিতার মতো। পরির ডানা শীতের কারণে জুবুথুবু যেন না হয়ে যায় তা নিয়ে রাজপুত্তুরের চিন্তা ভীষণ।
১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬
অভিমান ইগো এবং ভালোবাসা বলেছেন: তোমার ঐ ভালোবাসা আনকোরা রঙিন শার্টের ছেঁড়া বোতাম
বারবার জুড়েছি সুইসুতোর টানে এফোঁড়ওফোঁড় কষ্টগুলো সাজিয়ে রেখো।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: লাইন গুলো ভালো লাগল নাকি খারাপ।
ধন্যবাদ অভিমান ইগো এবং ভালোবাসা।
২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
জনম দাসী বলেছেন: পরীর ডানা ঠিক না থাকলে আসলো কি করে রাজপুত্র... অসাধারন লেখার শক্তি স্যালুট রাজপুত্র... আর রাত জাগা ডাহুকের সাথে দিলাম রাজপুত্রের রাজকন্যা... মায়াবিনী রাজকন্যার কোলে রাজপুত্র ডাহুক... পরীর ডানা ঠিক না থাকলে আসলো কি করে রাজপুত্র... অসাধারন লেখার শক্তি স্যালুট রাজপুত্র... আর রাত জাগা ডাহুকের সাথে দিলাম রাজপুত্রের রাজকন্যা... মায়াবিনী রাজকন্যার কোলে রাজপুত্র ডাহুক...
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কথায় যুক্তি আছে আপু। তবে ডানাজনিত গোলযোগ আছে বলেই মনে হচ্ছে।
অসাধারণ কিনা জানি না তবে লিখি। কবিতার মতো কিছু লিখতে খুব ভালো লাগে।
আর আমি তো ডাহুক না। আর্তনাদ।
দুবার লেখা এসেছে তাই দুবার ধন্যবাদ। ভালো থাকা হোক। অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
জনম দাসী বলেছেন: আহা... রাজকন্যারে দেইখা দেখি লেখা দুই বার হইয়া গেল। এখন ক্যামনে করি এডিট কনছেন দেহি।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: দুই বার পড়লাম।
২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪২
জনম দাসী বলেছেন: ডাহুক না হলে ডাহুকের আর্তনাদ কি করে হবেন......
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ডাহুক অন্যকেউ আর্তনাদ আমি। ইচ্ছের দাস বলতে পারেন আপু। তাই শুধু আর্তনাদ হওয়ার ইচ্ছে।
তবে আপু বললে কিছুক্ষণ ডাহুক হওয়ায় ক্ষতি দেখি না।
২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২
জুন বলেছেন: কবিতা অনেক ভাললাগলো দিশেহারা।
+০
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপু
ভালো লাগায় একাধারে আনন্দিত সাথে উৎসাহিতও বটে।
তবে '০' বোধের বাইরে।
২৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮
নীলপরি বলেছেন: কখনো মৃত্যুদন্ড শোনায় কখনো পরির ডানার চিন্তা করে । আসলে রাজপুত্র চায়টা কি ?
তবু রাজপুত্র হয়েও , শীতের রাতে যে পরির ডানার কথা ভেবেছে সেটা জেনেই পরির ভালো লাগলো ।
শুভরাত্রি ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুধু প্রমাণ করতে চাই রাজপুত্র দিশেহারা।
২৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
নীলপরি বলেছেন: বাঃ খুউব ভালো কথা ।প্রমাণের দরকার নেই । রাজপুত্রেরা এরকমই হয় ।দিশেহারা নয় খেয়ালী । কখন যে কি করতে খেয়াল হয় তার ঠিক নেই । তবে এই রাজপুত্রের কবিতা লেখার খেয়ালটা যেন থাকে ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা লেখার খেয়াল স্থায়ীভাবে গেড়ে বসেছে।
পরিবানুর খেয়ালখাতা জানার ইচ্ছে আছে। কেমন থাকে পরি?
২৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
এতো চমৎকার মায়াবিনী একটা কবিতায় শেষেরটুকুতে মনে হয় ছন্দপতন হয়েছে । ব্যাসার্ধ আর বৃত্তকে ইরেজার দিয়ে একটু ঘসে দেয়া যায়কি ?
অবশ্য কবির রায়টিই আসল ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাইয়া।
পাঠকের রায়টাও কিন্তু মূল্যবান। আর পাঠক যদি হয় অতিপ্রিয় কেউ সেক্ষেত্রে মতামত মূল্যবান তো বটেই। ভেবে দেখছি।
২৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
মনিরা সুলতানা বলেছেন: আহা
তোর লেখা পড়া এক ধরনের আনন্দ নিজের মাঝে ...
শুভ কামনা
অ।ট- ইউনিকোডে কনভার্ট না করলে কি আজকাল লেখা পোস্ট হয় না
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: তোমার মন্তব্য অনেক খুশীর আয়োজন আপু।
কই না তো। আমার তো কনভার্ট করার প্রয়োজন হচ্ছে না।
২৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
নীলপরি বলেছেন: রাজপুত্রের কবিতা লেখার খেয়াল স্থায়ীভাবে গেড়ে বসেছে জেনে ভালো লাগলো ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরির খেয়াল কি?
২৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭
নীলপরি বলেছেন: এটা খুব কঠিন প্রশ্ন ।কারন পরির খেয়ালটা সে নিজেই ঠিকমত জানে না ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরি হোমটাস্ক নাও। নিজের খেয়ালের উপর ৩০০ শব্দের রচনা লিখতে হবে তারপর ব্লগে ঝুলিয়ে দেবে। ওকে?
৩০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
৩১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২
আরজু পনি বলেছেন:
পুরাই প্রেমময় কবিতা...পড়তে বেশ রোম্যান্টিক লাগছিল...
নতুন বছরের শুভেচ্ছা রইল, রাজপুত্র ।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: কেউ বলে না!!
আপু আপনি অবশেষে বললেন 'রোমান্টিক'।
শুভেচ্ছা। নতুন বছরের। আর অনেক অনেক ভালো লাগা। প্রেমময় হোক আপনার চারপাশ।
৩২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২১
নীলপরি বলেছেন: যদি ৩০০ শব্দের বেশী হয় তাহলে কি হবে?
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাহলে পরির জন্য গিফট আছে।
৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
নীলপরি বলেছেন: বাহ। তাহলে তো দারুন।
নতুন বছরের শুভেচ্ছা আবারো।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ তো অবশ্যই। তবে কার জন্য। তোমার নাকি আমার?
৩৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০১
নীলপরি বলেছেন: হুমম। পরির তো ভালো লাগবে। কিন্তু রাজপুত্রের মনের খবর পরি কি করে জানবে?
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিবানু,
রাজপুত্র সাদাসিধে। খুব বেশি অলিগলি নেই মনের মধ্যে।
৩৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬
টয়ম্যান বলেছেন: +++++++++++++++++++++++++++++্
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: স্বাগতম টয়ম্যান।
নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন। সবসময়।
৩৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: দিশেহারা রাজপুত্রের প্রেমকাব্য পড়লাম । "একদিন ভরদুপুরে তোমার গল্পের কারণ হবো
আঁজলা জলে তোমার গালে সবুজ কিছু স্পর্শ নেবো।
তোমার বুকের মৃত্তিকাতে আমার প্রিয় কবিতা হবো
সন্ধ্যেরাতে উঠোন জুড়ে আবার আমি জন্ম নেবো।" ক্যায়া বাত!
রাজপুত্রের ইচ্ছে পূর্ণ হোক ।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রেমকাব্য পাঠে কৃতজ্ঞতা।
ভালো থাকুন। সবসময়। আনন্দে ও উচ্ছ্বাসে ভরে উঠুক আপনার জীবন। ভালোবাসা জানবেন।
৩৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১
কিরমানী লিটন বলেছেন: মায়াবিনী
তোমার ঐ মাতাল করা হাসি গণিতের মাপজোকে আমি ব্যাসার্ধ
বৃত্তীয় তোমার গহন বনের রাত জাগা ডাহুকের একাকি আর্তনাদ হবো। - অসাধারণ বলেছেন+++
নতুন বছরের প্রিয় রাজপুত্রের ইচ্ছাগুলি প্রাপ্তির নাগাল ছুয়াক- শুভ নববর্ষ ...।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আরে কিরমানী লিটন ভাই যে। ক্যামন আছেন?
কবিতা পাঠে অনেক অনেক কৃতজ্ঞতা। কবিতার মতোই অসাধারণ হয়ে উঠুক আপনার জীবন।
শুভ নববর্ষ।
৩৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭
নীলপরি বলেছেন: ও বেশী অলি গলি নেই। তারমানে অল্প আছে?
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: একদিন বিকেলে রঙ চার সাথে নিমন্ত্রণ থাকল অলিতে গলিতে।
৩৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১
নীলপরি বলেছেন: ও তাহলে উত্তর হলো অলি গলি আছে। ঠিক আছে নিমন্ত্রণ গৃহীত হলো।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সে তো আছে। উপরন্তু কোথাও জমাট অন্ধকার।
৪০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
নীলপরি বলেছেন: উফ আবার অন্ধকার দেখানো কেনো? মনে হচ্ছে কবি নয় ভুতের গল্পের লেখক।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: পিশাচীনির গল্প লেখক হবো!!!!!
৪১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১
নীলপরি বলেছেন: ভালো। তো ব্লগে পোষ্ট করুন। পিশাচীনির গল্প পড়ার অপেক্ষায় রইলাম।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আরে না না। ও আমার দ্বারা অসম্ভব পরিবানু।
৪২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯
এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনাকেও শুভেচ্ছা নতুন বছরের।
ভালো থাকা হোক সবসময়।
৪৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিখেছন !
আপনার মনস্কামনা পূর্ণ হোক
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
কিন্তু ভাই আমি তো মায়াবিনীর গল্পের কারণ হতে চাই না। সাথে করে গল্প করতে চাই। উইথ রঙ চা এন্ড পাপর ভাজা।
৪৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২০
নীলপরি বলেছেন: ও তাহলে আগের মন্তব্যটা বোধহয় কোনো পেয়াদা করেছিল। রাজপুত্র তো খুব ব্যস্ত।
শুভ সকাল।
আর পিশাচীনির গল্প না হোক, নতুন বছরে একটা নতুন কবিতা তো পাওয়া যেতেই পারে।
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার রাজ্যে আমিই রাজপুত্র, পেয়াদা, প্রজা।
হুম পরিবানু, লেখা পেতেই পারো। তবে কবিতা হবে কিনা সন্দিহান।
৪৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
নীলপরি বলেছেন: বিনয়টা আবার এসে হাজির হয়েছে দেখছি। যাই হোক অপেক্ষায় রইলাম।
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: বিনয় কে সে? আমি তো চিনি না। হু.....
পোস্ট করেছি একটা দেখে নিও।
৪৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
নীলপরি বলেছেন: ও তাই বুঝি ।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: হু পরিবানু।
৪৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ২:১৭
রুদ্র জাহেদ বলেছেন:
চমৎকার প্রেমময় কাব্য।পড়তে দারুণ লাগল
+
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ কিছু ভালো লাগা আর শুভকামনা দিলাম। ভালো থাকেন। সবসময়।
৪৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
তাহসান আহমেদ বলেছেন: অনবদ্য কবিতা!
+
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
৪৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার কবিতা! শুভকামনা অনেক।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
৫০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
মায়াবিনী,
এই রাতে, হ্যা এই রাতেই তোমার হাতে হাত রেখে
আমি তোমার রাজ্যের রাজপুত্র হব!!!
দুর্দান্ত হয়েছে ভায়া।
১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: সে রাজকন্যা মনে হয় হবে না।
বেজার হয়েছেন তেনি।
৫১| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৮
নীলপরি বলেছেন: সুঁইমুখো আমার মন্তব্য ? সবার সামনে এরকম বলতে পারলেন ?
ঠিক আছে । আমারও কিছু বলার আছে । আজ ব্যস্ত আছি । পরে বলছি ।
আর কালকে এখানেও বৃষ্টি হয়েছে । জানালাম ।
শুভ সকাল ।
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পরিবানু তুমি এতো বাচ্চা ক্যান?
ব্যস্ততা কাটিয়ে বলো অপেক্ষায় থাকললাম।
৫২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৪
নীলপরি বলেছেন: আমার মন্তব্য কোনটা ভুল শুনি ? আমার মন্তব্যে আপনি কখনো উত্তর দেন , কখনো দেন না । সেগুলো বোকার মতো পড়ে থাকে । তাই বলেছি সময় পেলে দেবেন ।
লেখকের নিজের লেখায় সন্তুষ্টি আসা ঠিক না । তাতে সে অলস হয়ে পড়ে । ইনসিকিওরিটি ইজ এ ব্লেসিং ফর এ রাইটার । ইনসিকিওরিটি মেকস হিম ইনডাসট্রিয়াস । কিন্তু , তাইবলে অকারণে দারিদ্র দেখানো কেনো ? নিজেকে কেনো দাঁড় কাকের সাথে তুলনা ? বলবেন তো সাধারণ । কিন্তু উৎসর্গ করে নিজেকে ঢুকিয়েছেন । সেটা আমার পছন্দ হয় নি । আপনার টার্গেট কি তা আমি জানি না । তবে আমার স্থির বিশ্বাস , আপনি আপনার সব লেখা ঘরে জমিয়ে রেখেছেন । বাইরে বের করেননি । তো কে কি করবে ?
এসব কারনে হয়তো মন্তব্যটা ........... যাক সরি ।
আর সাধারণ পাঠিকা হয়েই থাকতে চাই ।
কবিতার রহস্যভেদ করতে চাইলে বারবার পড়তে হবে । নাহলে কষ্ট করার দায় নেই । কবিতা কঠিন হয়েছে বলে , কবির কাছে টীকা চাইতে পারবো না । এহেন অসাধারণত্ব ধাতে সইবে না ।
আমার কাছে সৌন্দর্য্যের শেষকথা পরিমিতি বোধ । যেটা আপনার কবিতায় খুঁজে পাই । চাই আপনার কবিতা অনেকে পড়ুক ।
অনেকদিন বাদেও একইভাবে । তাই প্রার্থনাটা মন থেকেই করেছিলাম । সেটাও আপনি বোঝেননি !
রাজপুত্র রাগ আর দুঃখের তফাত মনেহয় বোঝে না । দুর্ভাগ্য আমার । যাক , ঠিক আছে ।
ভালো থাকুন । খুব ।
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তোমার মন্তব্যে ভুল তো ধরি নি। আগের পরিকথা মিস করি।
আমি এক্টু অগোছালো। খেয়ালী। তাই চেনাপরিচয় ছাড়া ভার্চুয়ালে এই সমেস্যাটা হয়।
আমার নিজের লেখায় আমি মূল্যায়ন করি না। কিছু পাঠকের মন্তব্যে গুরুত্ব দেই। পুর সাথে ডিরেক্ট কথা বলি। কবিতায় দাঁড়কাক আমি ছিলাম না। অন্য কোন নতুন কবি ছিল। তবে আমি দরিদ্র।
আবার সরি!!
আর কিছুটা অসাধারণ হলে ভালো হতো। কারণটা কোন এক কবিতায় পাবে। হয়তো সামনের কিছু একটাতে।
আমার কবিতায় তুমি বারবার আসো। অস্থিরতা নিয়ে কিংবা সৌম্যশান্তি নিয়ে। তবু আসো।
তোমার প্রার্থনা সত্যি হোক। অনেকে পড়ুক। তুমি আগে।
রাজপুত্র অনেক কিছু বোঝে না। এটা সত্যি।
৫৩| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮
নীলপরি বলেছেন: ইচ্ছে না হলে বা যোগ্য মনে না করলে উত্তর দেবেন না । কিন্তু আমার মন্তব্যকে বোকার মতো ফেলে রাখবেন না । দয়া করে মুছে দেবেন । অনুরোধ থাকলো । রাজকণ্যা না হতেই পারি । তবু সাধারণদেরও কিছু বোধ থেকেই যায় ।
ভালো থাকবেন ।
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এক্টা কবিতা লিখছি
কিছু সকাল মুড়ে কাগজ বানাই উড়িয়ে দেই জলরঙা আকাশে
বোকানীলকলমে লিখেছিলে তুমি সামান্য কেউ
রোদপোড়া সেই মিথ্যে অপেক্ষায় এক সত্য জ্যোৎস্নার।
অনেকে পড়ুক। তুমি আগে।
৫৪| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩
নীলপরি বলেছেন: চেনাপরিচয় ছাড়া ভার্চুয়ালে এই সমেস্যাটা হয়।
আরে , আমাকে চেনেন না বলে কি আমার কথাগুলো শুধু অক্ষর ? আমি কিন্তু যা বলি মন থেকেই বলি ।
পু মানে ? মনিরা সুলতানা ?
রাজপুত্র কখনো দরিদ্র হয় না । এটা বোঝা গেলো ?
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আরে না। তা কেন হবে?
আমিও বলি কিন্তু বোঝে কি না কেউ কে জানে?
হুম পু।
বুঝলাম। তবে পরি কিভাবে সাধারণ হয়?
৫৫| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২
নীলপরি বলেছেন: হুম ।লাইন গুলো তো খুব ভালো লাগছে । আবার বদলে যাবে নাকি ? গেলে যাক । আপত্তি নেই । সৃস্টিকর্তার সে স্বাধীনতা আছে ।
আমি তো আগেই পড়তে চাই । রাজপুত্র কোনোভাবে প্রকাশের সময়টা জানিয়ে দিতে পারবেন কি ?
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সৃষ্টিকর্তাও দায়বদ্ধ সৃষ্টির কাছে। বদলাবে না। তবে জানিয়ে দেব।
আগের পরিকথা মিস করি বললাম তো।
৫৬| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৪
নীলপরি বলেছেন: হুম ।লাইন গুলো তো খুব ভালো লাগছে । আবার বদলে যাবে নাকি ? গেলে যাক । আপত্তি নেই । সৃস্টিকর্তার সে স্বাধীনতা আছে ।
আমি তো আগেই পড়তে চাই । রাজপুত্র কোনোভাবে প্রকাশের সময়টা জানিয়ে দিতে পারবেন কি ?
৫৭| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৭
নীলপরি বলেছেন: দেখলেন তো কিরকম দু বার পোষ্ট হয়ে গেলো । এইজন্যই সাধারণ । তাও সাধারণটা অনেক ভালো কথা । আমার তো একএকসময় মনে হয় ক্যলাস শব্দটা আমার জন্যই তৈরী । আরো কত কি যে শুনতে হয় । সেখানে তো .........................
না বলা কথাগুলো নিজগুণে বুঝে নিন ।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছু বুঝেছি কিছু না।
অন্য কোন শব্দ আছে। খুঁজলেই পাবে। শুধু ইচ্ছে থাকা চাই।
শুভরাত্রি।
৫৮| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৩
নীলপরি বলেছেন: পনেরবারের চেষ্টার পর যাওবা পেজ খুললো। লিখে যেই পোস্ট করতে যাবো নেটওয়ার্ক পুরোই চলে গেলো । দেখি এবার কি হয়!
আচ্ছা মিসিং সাইন আমি কেনো দেখতে পেলাম না ? উল্টোটাই কেনো মনে হোলো ?
যাক! আমি রামধনুর সাত রঙের চিহ্ন রেখে গেলাম। নীল রঙটা একটু বেশী থাকলো।
হোলির আগাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
আপনাকেই প্রথম জানালাম।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
জানলা খোলা আছে।
কি দেখছো?
তুমি বললে অন্ধকার।
কিন্তু আমি তো অনুভব করেছি একাকীত্ব।
উল্টোতো কখনোই না।
আমি তো শুধু এক্টা বঙই দেখি।
তোমায়ও শুভেচ্ছা। হলির।
৫৯| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৪
নীলপরি বলেছেন: কোন রঙ ? জানতে পারি কি?
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নীল।
৬০| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১:০৪
নীলপরি বলেছেন: জানলাম ।
শুভ রাত্রি ।
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো থেকো।
৬১| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১১
নীলপরি বলেছেন: কি করে থাকবো ? আপনার কথার প্যাঁচ খুলতেই
তো দিন কেটে যাচ্ছে আমার । সহজ করে কেনো বলেন না?
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: দিশেহারা রাজপুত্র বলেছেন:
হা হা।
প্যাঁচ খুলতে পারলে জানিয়ো।
৬২| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩
নীলপরি বলেছেন: এতো কষ্ট দেওয়া মোটেই ঠিক কাজ না। সঙ্গে হাসি? উফ কি নিষ্ঠুর !
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঘুমালাম। প্যাঁচ খুল্লে জানিয়ো।
৬৩| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬
নীলপরি বলেছেন: বেশ তো! অন্যকে জাগিয়ে নিজে ঘুমানো ! তাও এই বিকেলবেলা ।
রাজকীয় ব্যাপার । বুঝি না !
১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
রাজপুত্র বলে কথা।
৬৪| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
নীলপরি বলেছেন: হুম জানি।
যাক রাজপুত্র বেশীক্ষণ ঘুমান না দেখছি । ভালো কথা।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঘুম ছুটিতে।
৬৫| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫২
নীলপরি বলেছেন: ও ভালো খবর । তাহলে কবিতাটা এগোলো?
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম এক্টা ব্রীজের দরকার।
৬৬| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩২
নীলপরি বলেছেন: সেতু চাই। কবি থেকে পাঠক পর্যন্ত । আচ্ছা শুভ্রকে সেতু নিয়ে একটু লিখতে বললে কেমন হয়? তাহলে কি সে রাগ করবে ?
একটা স্বপ্ন নেমে আসুক সেতু বেয়ে রাজপুত্তুরের কাছে।
রাতটা কবিতা সিক্ত হোক!
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: আজ পোষ্ট করবো। করা হয়েছে।
হুম চেষ্টা করবো পরিবানু।
৬৭| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আজ পোষ্ট করবো।
হুম চেষ্টা করবো পরিবানু।
৬৮| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৬
নীলপরি বলেছেন: আরে কখন ? টাইমটা তো বলবেন ?
৬৯| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২১
নীলপরি বলেছেন: করবো বলতে কি বোঝায় ? পোষ্ট করে দিয়ে তারপর বলছেন করবো ?
কবিতা ভালোলাগলেও এই হেঁয়ালীটা ভালোলাগেনি । সেটা ইমো দিয়েও প্রকাশ করা যাবে না ।
ভালোলাগছে না ভালোলাগছে না .................................
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথমে ৯:১৭ তে মনন্তব্য করছিলাম। তখনো পোষ্ট দেই নি। পরে খেয়াল কররি যে এটা প্রতিউত্তর হয় নি তাই আবার প্রতিমন্তব্যে কপিপেস্ট করি।
৭০| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫০
নীলপরি বলেছেন: এখন করছি বলেও কিছু শব্দ হয় ।
যাক ঠিকাছে ।সব দোষ আমার ।
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
স্বীকার করার জন্য ধন্যবাদ।
৭১| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬
নীলপরি বলেছেন: আর কি করবো ? মহাভারতে যুধিষ্ঠির ছিল ।সব কিছু ঠিক করতো । এখন আপনি । সব ঠিক করেন । তাই অন্যদের দোষ বহন করা ছাড়া উপায় নেই ।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭
লেখোয়াড়. বলেছেন:
কবিতায় আমি মাতাল হলাম, দিশেহারা হলাম এই সন্ধ্যোবেলা!!
ওহ!!